কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার ইরাকে পিঠটান দিচ্ছে যুক্তরাষ্ট্র, সরিয়ে নেবে সেনা

ইরাকে মার্কিন সেনা। ছবি : সংগৃহীত
ইরাকে মার্কিন সেনা। ছবি : সংগৃহীত

ইরাক থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের অবসানের বিষয়ে আলোচনা শুরু করার বিষয়ে দুই দেশের সরকার একমত হয়েছে। প্রথম দিকে বিরোধিতা করলেও ইরাক থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে রাজি হয়েছে ওয়াশিংটন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

এক বিবৃতিতে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের উপদেষ্টারা আর কত দিন থাকবে এ নিয়ে একটি সুনির্দিষ্ট ও পরিষ্কার সময়সূচি তৈরি করা হবে। একই সঙ্গে ইরাকের মাটিতে এসব উপদেষ্টার উপস্থিতি ক্রমান্বয়ে কমানো হবে। একপর্যায়ে এই জোটের অবসান করা হবে।

পৃথক আরেক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০২৩ সালের আগস্টে উচ্চ পর্যায়ের সামরিক কমিশনের অংশ হিসেবে এ আলোচনা হবে। ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্থায়ী দ্বিপক্ষীয় নিরাপত্তা অংশীদারিত্ব নিয়েও আলোচনা করা হবে।

২০০৩ সাল থেকে ইরাকে অবস্থান করছে মার্কিন বাহিনী। মাঝে ২০১১ সালে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়। কিন্তু বছর তিনেক পরে আইএস ইরাকের বেশকিছু অঞ্চল দখলে নিয়ে নিলে মার্কিন সেনারা আবারও ইরাকে যায়। এরপর ২০১৭ সালে আইএসকে পরাজিত করলেও ইরাকে থেকে যায় মার্কিন সেনারা। বর্তমানে ইরাকে ২ হাজার ৫০০ সেনা রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইসলামিক স্টেটের (আইএস) পুনরুত্থান ঠেকাতে স্থানীয় সেনাবাহিনীকে পরামর্শ ও সহায়তা করাই এই মিশনের লক্ষ্য।

তবে কয়েক সপ্তাহ আগে বাগদাদে মার্কিন হামলায় এক মিলিশিয়া নেতা নিহত হলে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সেনাদের দেশ থেকে বিতাড়নের তোড়জোড় শুরু করে ইরাক সরকার।

গত ৫ জানুয়ারি ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির কার্যালয় এক বিবৃতিতে জানায়, ইরাকে আন্তর্জাতিক জোটের বাহিনীর উপস্থিতি স্থায়ীভাবে শেষ করবে সরকার। এ উদ্দেশ্যে ব্যবস্থা গ্রহণে দ্বিপক্ষীয় কমিটি গঠনের তারিখ নির্ধারণ করা হবে।

তবে ইরাকের এমন ঘোষণার পর যুক্তরাষ্ট্রের সেনা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছিল, ইরাক থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়ার আপাতত কোনো পরিকল্পনা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে কারণে ক্ষমা চাইলেন বাফুফে সভাপতি

গাজায় সেনা পাঠানো নিয়ে নতুন সংকটে পাকিস্তান

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ৬১ ক্রিকেট ব্যাট-বল বিতরণ

ভূমিকম্পে আহত হামীমের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন

৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা

খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক

ফাইনালে সুপার ওভারে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

বিদেশিদের হাতে বন্দরের ব্যবস্থাপনা তুলে দেওয়া অদূরদর্শী সিদ্ধান্ত : লায়ন ফারুক

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় / পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয় মেজর সিনহাকে

কর্মী নিয়োগ নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব

১০

সোনালী ব্যাংকে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে প্রতারণা

১১

জাল টাকার নোটসহ আটক ২

১২

রাজশাহীতে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

১৩

এসএ সিদ্দিক সাজুকে বিএনপির শোকজ

১৪

বিএনপি নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : সেলিমা রহমান

১৫

মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার

১৬

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত : রিজভী

১৭

যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা, কমান্ডারকে নিহতের দাবি ইসরায়েলের

১৮

রাবির দুই শিক্ষককে বিভাগীয় সব কার্যক্রম থেকে অব্যাহতি

১৯

এ দেশ সবার, কারো একার না : সালাউদ্দিন বাবু

২০
X