কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৪, ০৪:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

এবার ইরাকে পিঠটান দিচ্ছে যুক্তরাষ্ট্র, সরিয়ে নেবে সেনা

ইরাকে মার্কিন সেনা। ছবি : সংগৃহীত
ইরাকে মার্কিন সেনা। ছবি : সংগৃহীত

ইরাক থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের অবসানের বিষয়ে আলোচনা শুরু করার বিষয়ে দুই দেশের সরকার একমত হয়েছে। প্রথম দিকে বিরোধিতা করলেও ইরাক থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে রাজি হয়েছে ওয়াশিংটন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।

এক বিবৃতিতে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোটের উপদেষ্টারা আর কত দিন থাকবে এ নিয়ে একটি সুনির্দিষ্ট ও পরিষ্কার সময়সূচি তৈরি করা হবে। একই সঙ্গে ইরাকের মাটিতে এসব উপদেষ্টার উপস্থিতি ক্রমান্বয়ে কমানো হবে। একপর্যায়ে এই জোটের অবসান করা হবে।

পৃথক আরেক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০২৩ সালের আগস্টে উচ্চ পর্যায়ের সামরিক কমিশনের অংশ হিসেবে এ আলোচনা হবে। ইরাক ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্থায়ী দ্বিপক্ষীয় নিরাপত্তা অংশীদারিত্ব নিয়েও আলোচনা করা হবে।

২০০৩ সাল থেকে ইরাকে অবস্থান করছে মার্কিন বাহিনী। মাঝে ২০১১ সালে ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা হয়। কিন্তু বছর তিনেক পরে আইএস ইরাকের বেশকিছু অঞ্চল দখলে নিয়ে নিলে মার্কিন সেনারা আবারও ইরাকে যায়। এরপর ২০১৭ সালে আইএসকে পরাজিত করলেও ইরাকে থেকে যায় মার্কিন সেনারা। বর্তমানে ইরাকে ২ হাজার ৫০০ সেনা রয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইসলামিক স্টেটের (আইএস) পুনরুত্থান ঠেকাতে স্থানীয় সেনাবাহিনীকে পরামর্শ ও সহায়তা করাই এই মিশনের লক্ষ্য।

তবে কয়েক সপ্তাহ আগে বাগদাদে মার্কিন হামলায় এক মিলিশিয়া নেতা নিহত হলে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এমন পরিস্থিতিতে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের সেনাদের দেশ থেকে বিতাড়নের তোড়জোড় শুরু করে ইরাক সরকার।

গত ৫ জানুয়ারি ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির কার্যালয় এক বিবৃতিতে জানায়, ইরাকে আন্তর্জাতিক জোটের বাহিনীর উপস্থিতি স্থায়ীভাবে শেষ করবে সরকার। এ উদ্দেশ্যে ব্যবস্থা গ্রহণে দ্বিপক্ষীয় কমিটি গঠনের তারিখ নির্ধারণ করা হবে।

তবে ইরাকের এমন ঘোষণার পর যুক্তরাষ্ট্রের সেনা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছিল, ইরাক থেকে মার্কিন সেনাদের সরিয়ে নেওয়ার আপাতত কোনো পরিকল্পনা নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

মালয়েশিয়ার পর চীন সফরে যাবেন নাহিদ

৩১ দফাই হচ্ছে আমাদের জাতীয় সনদ : সুব্রত চৌধুরী

১০

টিসিবির নিয়ন্ত্রণ হারানো ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

১১

ইতালির প্রধানমন্ত্রীর ঢাকা সফর বাতিল

১২

জেলেনস্কির টার্গেট তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড

১৩

শিক্ষকের ওপর হামলা, ক্লাস বর্জন করে বিক্ষোভ

১৪

‘আপনাকে গভীরভাবে অনুভব করি প্রতি পদে পদে’

১৫

এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে প্রচার, শিক্ষা বোর্ডের বক্তব্য

১৬

হাসারাঙ্গাকে ছাড়াই শ্রীলঙ্কা দল ঘোষণা

১৭

ভিক্ষুক পুনর্বাসন প্রকল্পের টাকা নিয়ে উধাও সমাজসেবা কর্মকর্তা

১৮

সিলেটে সাদাপাথর লুট / গোয়েন্দা প্রতিবেদনের সঙ্গে স্থানীয় প্রশাসনের দ্বিমত

১৯

আমাদের আদর্শগত শত্রু বিজেপি, বললেন থালাপতি বিজয়

২০
X