শুক্রবার, ০৯ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জুন ২০২৪, ০৬:২১ এএম
অনলাইন সংস্করণ

নেতানিয়াহুর কারণে বাইডেনের দলে ফাটল

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলে বিক্ষোভ চলছে। জোটসঙ্গীরা তার সরকারের পতন ঘটাতে চাইছে। কিন্তু নিজের মতো করে ঠিকই ক্ষমতা আঁকড়ে ধরে আছেন নেতানিয়াহু। এবার তাকে নিয়ে সুদূর মার্কিন মুলুকেও ‘বন্ধু’ জো বাইডেনের ঘরে আগুন লেগেছে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পক্ষে আন্দোলন হলেও এবার খোদ ডেমোক্রেটদের মধ্যে নেতানিয়াহুবিরোধী মনোভাব প্রবল আকার ধারণ করেছে।

ইসরায়েলের সবচেয়ে প্রবল সমর্থক হচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের জনগণের ট্যাক্সের টাকায় দিনে দিনে দানবে পরিণত হয়েছে ইসরায়েল। আর ইসরায়েলকে দানব বানানোর পুরো ক্রেডিট নেতানিয়াহুর।

এবার সেই ক্রেডিটের পুরস্কারস্বরূপ মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুকে ভাষণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আর সেই আমন্ত্রণকে কেন্দ্র করে বাইডেনের ঘরে আগুন জ্বলছে। নেতানিয়াহুর আসন্ন ভাষণকে কেন্দ্র করে অসন্তোষ প্রকাশ করছেন অনেকে।

দীর্ঘ সময় মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে স্পিকার ছিলেন ডেমোক্রেট নেতা ন্যান্সি পেলোসি। তবে শুক্রবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘ইসরায়েল প্রেমী’ এই প্রভাবশালী বর্ষীয়ান নেতা, নেতানিয়াহুর কড়া সমালোচনা করেন।

নেতানিয়াহুকে কংগ্রেসে ভাষণের জন্য আমন্ত্রণ জানানো ‘ভুল’ ছিল বলেও মন্তব্য করেন পেলোসি।

তার ভাষায়, ইসরায়েলি প্রধানমন্ত্রীর কারণেই গাজায় শান্তি আসছে না। অবশ্য নেতানিয়াহু আর বেশি দিন টিকবেন কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন পেলোসি।

নেতানিয়াহুর সঙ্গে পেলোসির ‘দ্বন্দ্বের’ ইতিহাস বেশ পুরনো। ২০১৫ সালেও নেতানিয়াহুর কংগ্রেসে ভাষণ দেওয়াকে কেন্দ্র করে অসন্তোষ তৈরি হয়েছিল। তখন প্রতিনিধি পরিষদের স্পিকার ছিলেন পেলোসি।

সিএনএনকে সেই কথা উল্লেখ করে পেলোসি বলেন, আমি তখন তার ভাষণের অনুমোদন দেইনি। বর্তমানে স্পিকার থাকলে নেতানিয়াহুকে ভাষণের অনুমতি দিতেন কি না এমন প্রশ্নে পেলোসি বলেন, কখনই না।

পরম মিত্র দেশের প্রধানমন্ত্রীকে কড়া ভাষায় সমালোচনা করায় বিবৃতি দিতে হয়েছে ডেমোক্রেট পার্টিকে। তারা বলছে, ইসরায়েলের প্রতি পেলোসির নেতিবাচক মনোভাব নেই। তিনি এখনও ইসরায়েলকে ভালোবাসেন। কিন্তু নেতানিয়াহুর প্রতি তার তিক্ততা এতটুকু কমেনি।

২০১৫ সালে কংগ্রেসের যৌথ অধিবেশনে নেতানিয়াহুর ভাষণ বয়কট করেছিলেন প্রায় ৬০ জন ডেমোক্রেট আইনপ্রণেতা। এবারও তেমনটা ঘটার শঙ্কা করা হচ্ছে।

সারা বিশ্ব চাইছে, গাজায় আগ্রাসন বন্ধ করুক ইসরায়েল। কিন্তু একরোখা নেতানিয়াহু যুদ্ধ চালিয়ে যেতে চান। গেল মাসে ইসরায়েলের হয়ে যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন বাইডেন। নেতানিয়াহু সাফ জানিয়ে দেন তিনি যুদ্ধবিরতির প্রস্তাব দেননি।

নিরপরাধ মানুষকে হত্যার রক্ত হাতে লাগা নেতানিয়াহুকে ঠিকই ঘরে ডেকে পুরস্কার দিতে মরিয়া হয়ে উঠেছে মার্কিন রাজনীতিবিদদের একটি অংশ। এ নিয়ে অস্বস্তি বাড়ছে মার্কিন মুলুকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি থেকে আ.লীগে যোগ দেওয়া সেই একরামুজ্জামানের স্বতন্ত্র প্রার্থিতা প্রত্যাহার

ঋণখেলাপি হওয়ায় মনোনয়ন বাতিল আরেক বিএনপি প্রার্থীর

নির্বাচনে খরচ করতে রুমিন ফারহানাকে টাকা দিলেন বৃদ্ধা

বিএনপি নেতা আলমগীর হত্যার মূল শুটার গ্রেপ্তার

ইরানজুড়ে ইন্টারনেট বন্ধ

ইসলামী মূল্যবোধেই রাজনীতি করবে বিএনপি : ইশরাক

বাস উল্টে নিহত ২

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে আইনি নোটিশ

রিটার্নিং কর্মকর্তার কাছে বিএনপি নেতার আবেদন

এশিয়ার সর্বপ্রথম মেডিকেল অ্যানাটমি লার্নিং অ্যাপ ভার্চুকেয়ারের উদ্বোধন করলেন সাকিফ শামীম

১০

ছাত্রদল ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির আঁতুড়ঘর : মান্নান

১১

মনোনয়নপত্র নিয়ে যে বার্তা দিলেন বিএনপি প্রার্থী মঞ্জুরুল

১২

গাইবান্ধায় ১৪৪ ধারা জারি

১৩

খালেদা জিয়া কখনো জোর করে ক্ষমতায় থাকেননি : খায়রুল কবির

১৪

জামায়াতের প্রার্থীকে শোকজ

১৫

সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে : সেলিমুজ্জামান

১৬

নির্বাচন সুষ্ঠু হবে কি না, সন্দেহ রয়ে গেছে : মঞ্জু

১৭

ঢাবির ৪ শিক্ষককে স্থায়ী বহিষ্কারের জন্য চার্জ গঠন

১৮

নবম পে-স্কেলে সর্বোচ্চ বেতন নিয়ে যা জানাল কমিশন

১৯

ইউজিসি কর্মচারী ইউনিয়নের নতুন কমিটির অভিষেক

২০
X