কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ০৭:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

আইএফএডির সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

গম-ভোজ্যতেল উৎপাদন
আইএফএডির সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

আমদানিনির্ভরতা কমিয়ে দেশে গম এবং ভোজ্যতেলের উৎপাদন বাড়াতে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সম্মেলনে যোগ দিয়ে আইএফএডি প্রেসিডেন্ট অ্যালভারো ল্যারিওর সঙ্গে সম্মেলন-পরবর্তী এক সাইডলাইন আলোচনায় এমন সহযোগিতা চান প্রধানমন্ত্রী। সফরসঙ্গী পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আলোচনা শেষে সাংবাদিকদের এমন তথ্য দেন। গত সোমবার সন্ধ্যায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদর দপ্তরের বাংলাদেশ-বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষে এই সাইডলাইন আলোচনা হয়।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার বিষয়বস্তু তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রী এই দুটি পণ্যের (গম ও ভোজ্যতেল) বাংলাদেশে উৎপাদন বাড়াতে সংস্থাটির সহযোগিতা চেয়েছেন। এ ছাড়া বাংলাদেশি ক্ষুদ্র কৃষি উদ্যোক্তা এবং কার্যকর খাদ্য সংরক্ষণ ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রেও বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার অনুরোধ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোহিঙ্গাদের তহবিল বাড়ানোর অনুরোধ : সম্মেলনের ফাঁকে আরেকটি সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক সিনডি হেনস্লেই ম্যাককেইন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের জন্য তহবিল বাড়ানোর কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর তহবিল বাড়াতে হবে। এ সময় ডব্লিউএফপির নির্বাহী পরিচালককেও তহবিল বাড়ানোর কথা বলেন তিনি। রোহিঙ্গাদের সহায়তা কমিয়ে এখন মাথাপিছু মাত্র ৮ ডলার করে দেওয়া হয়। আগে এটি ১২ ডলার করে দেওয়া হতো।

ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানান, সাক্ষাতে শেখ হাসিনা বলেন, তার সরকারের শুরু থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার মাধ্যমে বাংলাদেশ সফলতার সঙ্গে খাদ্য উৎপাদন বাড়িয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন শস্য, মাছসহ অন্যান্য খাদ্য উৎপাদনে ভালো অবস্থানে আছে। সিনডি হেনস্লেই ম্যাককেইন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট প্রার্থী জন ম্যাককেইনের স্ত্রী, যিনি নব্বইয়ের দশকের দিকে তিন মাস বয়সী এক বাংলাদেশি মেয়েকে দত্তক নেন। এফএও সদর দপ্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার মহাপরিচালক কিউ দোঙ্গিউ।

প্রধানমন্ত্রীর বিভিন্ন বৈঠক বিষয়ে পররাষ্ট্রমন্ত্রীর এ ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শামীম আহসান, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার নজরুল ইসলাম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে কাতার দূতাবাসের বার্তা

কাতার নয়, খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসবে যে দেশ থেকে

আরও বাড়ল স্বর্ণের দাম

কর্মবিরতিতে থাকা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

নির্বাচন প্রস্তুতি সম্পন্ন, এখন মুখ্য খালেদা জিয়ার সুস্থতা : রিজভী

১০ লাখ টাকা ঘুষ চাওয়া সেই নাহিদকে পদ দিল এনসিপি

যারা মাইনাস ফোরের কথা বলছেন তারা স্বৈরাচারের দোসর : প্রেস সচিব

সহজ সমীকরণ মিললেই বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা!

এক জেলার ২৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষককে শোকজ

আইইউবিএটি ক্যারিয়ার ফেস্টিভ্যাল ২০২৫-এ অংশ নিচ্ছে দেশি-বিদেশি ১৩০ প্রতিষ্ঠান

১০

জবিতে সম্পূরক বৃত্তির দাবিতে কর্মসূচি ঘোষণা ‎ ‎

১১

লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩১০ বাংলাদেশি

১২

দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

১৩

এনসিপির অস্থায়ী কার্যালয়ে বৈষম্যবিরোধীদের তালা

১৪

খালেদা জিয়ার আরোগ্য কামনায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা

১৫

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের সহায়তা 

১৬

আন্দোলনে নেতৃত্ব দেওয়া পটুয়াখালীর ৪ শিক্ষককে বরগুনায় বদলি

১৭

ভূমিকম্প থেকে আত্মরক্ষার দোয়া ও করণীয় আমল

১৮

খালেদা জিয়ার লন্ডন যাওয়া নিয়ে স্পষ্ট বার্তা মির্জা ফখরুলের

১৯

ধানমন্ডিতে বাবার বাসা মাহবুব ভবনে গেলেন জুবাইদা রহমান

২০
X