এ জেড ভূঁইয়া আনাস
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০২:২৬ এএম
আপডেট : ১৬ জুলাই ২০২৪, ০৭:৪১ এএম
প্রিন্ট সংস্করণ

বেশি ঋণ আমিরাত থেকে

বেসরকারি খাত
বেশি ঋণ আমিরাত থেকে

সুদহার কম থাকায় এক সময় বিদেশি ঋণে আগ্রহী ছিলেন দেশের বেসরকারি খাতের উদ্যোক্তারা। এই ঋণ সমস্যার কারণ হতে পারে বলে অর্থনীতিবিদরা বিভিন্ন সময় সতর্ক করলেও আমলে নেননি ব্যবসায়ীরা। টাকার অবমূল্যায়ন, ডলার সংকটসহ নানা কারণে এসব ঋণই এখন গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। বেসরকারি খাতের উদ্যোক্তাদের বিদেশ থেকে ঋণ নেওয়ার চেয়ে পরিশোধ করতে হচ্ছে বেশি। বর্তমানে বেসরকারি খাতের বিদেশি ঋণের পরিমাণ ১১ দশমিক শূন্য ৪ বিলিয়ন বা ১ হাজার ১০৪ কোটি ডলার। এর মধ্যে শুধু সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকেই ঋণ নেওয়া হয়েছে ২ দশমিক শূন্য ২ বিলিয়ন বা ২০২ কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ব্যাংকাররা বলছেন, অস্থিতিশীল ডলারের বাজার, রিজার্ভ সংকট ও উচ্চ সুদহারের কারণে বিদেশি ঋণ নিতে এখন ব্যবসায়ীরা আগ্রহী হচ্ছেন না। গত দুই বছরে বিদেশি ঋণে সুদহার বেড়েছে। দেশে ডলারের দর বেড়েছে অন্তত ৩২ শতাংশ। এমন পরিস্থিতিতে বিদেশি ঋণে খরচ বৃদ্ধিতে দেশি ঋণেই আগ্রহ বাড়ছে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের মে পর্যন্ত বেসরকারি খাতের বিদেশি ঋণ দাঁড়িয়েছে ১ হাজার ১০৪ কোটি ডলার, যা ২০২২ সাল শেষে ছিল ১৬ দশমিক ৪২ বিলিয়ন বা ১ হাজার ৬৪২ কোটি ডলার। অর্থাৎ ১৯ মাসের ব্যবধানে বেসরকারি খাতে বিদেশি ঋণ কমেছে ৫ দশমিক ৩৮ বিলিয়ন বা ৫৩৮ কোটি ডলার। টাকার অব্যাহত অবমূল্যায়ন ও বিদেশি ঋণে সুদহার বাড়তে থাকায় ডলার সংকটের মধ্যেই এসব ঋণ পরিশোধ করা হয়েছে।

বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ইন্টারন্যাশনাল রেটিং এজেন্সিগুলো আমাদের দেশের ব্যাংক খাতের ঋণমান অবনমন করায় বিদেশি ব্যাংকগুলোর সঙ্গে আমাদের ক্রেডিট লাইন সীমা কমে গেছে। এটা বিদেশি ঋণ কমে যাওয়ার অন্যতম কারণ। এ ছাড়া বাংলাদেশের কোম্পানিকে ঋণ দিলে সেটা সময়মতো ফেরত পাওয়া কি না—সে বিষয়টিও গভীরভাবে পর্যালোচনা করেন তারা। ফলে দেশি বিনিয়োগকারীরা ইচ্ছা করলেই বিদেশি ঋণ পাবেন, বিষয়টি এত সহজ নয়।

তথ্য বলছে, বাংলাদেশে বেসরকারি খাতে সবচেয়ে বেশি বিদেশি ঋণ রয়েছে সংযুক্ত আরব আমিরাতের। দেশটি গত মে পর্যন্ত এই খাতে ঋণ দিয়েছে ২০২ কোটি ডলার, যা গত এপ্রিলে ছিল ১ দশমিক ৯৮ বিলিয়ন বা ১৯৮ কোটি ডলার। অর্থাৎ মাসের ব্যবধানে বাংলাদেশের বেসরকারি খাতের দেশটির ঋণ বেড়েছে ৪ কোটি ডলার বা ২ শতাংশ।

এ ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। দেশটি মে পর্যন্ত বেসরকারি খাতে ঋণ দিয়েছে ১৭১ কোটি ডলার বা ১ দশমিক ৭১ বিলিয়ন ডলার, যা এপ্রিলে ছিল ১৭৮ কোটি বা ১ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। অর্থাৎ মাসের ব্যবধানে ঋণ কমেছে প্রায় ৪ শতাংশ।

তৃতীয় অবস্থানে থাকা হংকংয়ের বিনিয়োগের পরিমাণ ১১০ কোটি ডলার, যা এপ্রিলে ছিল ১১৩ কোটি ডলার। অর্থাৎ কমেছে ৩ কোটি ডলার বা ২ দশমিক ৬৫ শতাংশ।

বাংলাদেশের বেসরকারি খাতে ঋণ প্রদানে চতুর্থ অবস্থান চীনের। মে পর্যন্ত দেশটি এই খাতে ঋণ দিয়েছে ৯৩ দশমিক ৭৭ কোটি ডলার, যা এপ্রিলে ছিল ৮৯ দশমিক ৩৪ কোটি ডলার। অর্থাৎ ঋণ বেড়েছে প্রায় ৫ শতাংশ।

পঞ্চম অবস্থান ভারতের। মে পর্যন্ত দেশটি ঋণ দিয়েছে ৭২ কোটি ৫২ লাখ ডলার, যা এপ্রিলে ছিল ৬৯ কোটি ১৬ লাখ ডলার। অর্থাৎ ঋণ বেড়েছে প্রায় ৫ শতাংশ। এ ছাড়া দেশের বেসরকারি খাতে মে পর্যন্ত ঋণ বিতরণে শীর্ষ দশে থাকা দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য ৭০ কোটি ৬০ লাখ, যুক্তরাষ্ট্র ৬৫ কোটি, জার্মানি ৬২ কোটি, স্পেন ২১ কোটি এবং জাপান ১৮ কোটি ডলার দিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্য ধ্বংস নিয়ে জর্ডানের রাজার বিস্ফোরক মন্তব্য

২১ মাস অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন উত্তোলন

ভাত খাওয়ার সঠিক সময় জানালেন বিশেষজ্ঞ

কাতার চ্যারিটির বাংলাদেশ অফিসে চাকরির সুযোগ

বাংলাদেশের সামনে আজ যে সমীকরণ

সাবেক জেলা পরিষদ সদস্য কালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ

যুবলীগ নেতা সুমন গ্রেপ্তার, অটোচালকদের মিষ্টি বিতরণ

৬ মাস জলাবদ্ধ, যাতায়াতের ভরসা বাঁশের সাঁকো

শীতে রক্তচাপ নিয়ে সতর্ক থাকা কেন জরুরি জানালেন চিকিৎসক

সরকার ভোজ্যতেলের দাম বাড়ায়নি : বাণিজ্য উপদেষ্টা

১০

ফরিদপুর বিভাগে শরীয়তপুরকে অন্তর্ভুক্ত না করার দাবিতে পদ্মা সেতু অবরোধ

১১

হজযাত্রীদের জন্য যে চার টিকা বাধ্যতামূলক করল সৌদি

১২

নিষেধাজ্ঞার মধ্যেও পদ্মার চরে জমজমাট ইলিশের বাজার

১৩

রাজশাহী ও বগুড়ায় বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজ

১৪

যেসব সাধারণ কারণে পুরুষদের পেলভিক ব্যথা হয়

১৫

হাসিনাকে ফেরাতে রেড নোটিশ জারির পদক্ষেপ নেওয়া হয়েছে : দুদক চেয়ারম্যান

১৬

জামায়াত কর্মী মহিবুর হত্যা মামলায় ১৫ জনের যাবজ্জীবন

১৭

অভিযুক্ত সেনা কর্মকর্তাদের সেনা আইনে বিচার দাবি

১৮

চুরির অভিযোগে আটকদের আনতে গিয়ে পুলিশের গাড়ির চাবি চুরি

১৯

১৮ অক্টোবরের মধ্যে এনসিপি প্রতীক বাছাই না করলে সিদ্ধান্ত নেবে ইসি

২০
X