এ জেড ভূঁইয়া আনাস
প্রকাশ : ২১ আগস্ট ২০২৪, ০২:৩৪ এএম
আপডেট : ২১ আগস্ট ২০২৪, ০৮:২৫ এএম
প্রিন্ট সংস্করণ

নানা জটিলতা বৈদেশিক বাণিজ্যে

এলসি নেমেছে অর্ধেকে
নানা জটিলতা বৈদেশিক বাণিজ্যে

ছাত্র-জনতার আন্দোলনের পর থেকে এখন পর্যন্ত দেশের রাজনৈতিক পরিবেশ ঠিক না হওয়ায় আমদানি-রপ্তানিতে তৈরি হচ্ছে প্রতিবন্ধকতা। এতে হাজার কোটি টাকার ক্ষতির পাশাপাশি সংকট তৈরির শঙ্কাও দেখা দিয়েছে। বিশেষ করে, খাদ্য আমদানি, পোশাকসহ অন্যান্য শিল্পের রপ্তানি বড় ধরনে ক্ষতির সম্মুখীন হচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি মাসের প্রথম দিনে আমদানির জন্য ৬২৩ মিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছে। স্বাভাবিক সময় সাধারণত ৩০০ থেকে ৩৫০ মিলিয়ন ডলারের এলসি খোলা হয়। কিন্তু রাজনৈতিক অস্থিরতাসহ নানা কারণে ১ আগস্ট প্রায় দ্বিগুণ এলসি খোলেন ব্যবসায়ীরা। তবে এরপর এলসি খোলা কমেছে আশঙ্কাজনক হারে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, গত ৪ আগস্ট ব্যবসায়ীরা আমদানির জন্য এলসি খুলেছেন ১৯১ মিলিয়ন ডলারের। ৬ আগস্ট ১৬৪ মিলিয়ন ও ৭ আগস্ট ১৬৭ মিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছে। রাজনৈতিক অস্থিরতা, কেন্দ্রীয় ব্যাংকের ইএসপি বন্ধ থাকা ও বিভিন্ন ব্যাংকে আন্দোলনের কারণে এলসি খুলতে সমস্যা হচ্ছে। তবে এরই মধ্যে চালু হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের ইএসপি। ব্যাংকগুলোর অভ্যন্তরীণ সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

তিনি বলেন, বাইরে আন্দোলন করলে হবে না। দাবিগুলো নিয়ে বসতে হবে। দাবি বৈধ ও যৌক্তিক হলে সেগুলো বিবেচনায় নিয়ে সংস্কার আনতে হবে। ব্যাংকের অস্থিরতা দ্রুত দূর করতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন গভর্নর।

দীর্ঘদিন সরকারি ও বেসরকারি অনেক প্রতিষ্ঠানের এলসি দায় পরিশোধের সময় উত্তীর্ণ হওয়ার পরও পরিশোধ করা হয়নি। ফলে নতুন সরকারের সামনে এসব দায় পরিশোধ ও ডলারের সরবরাহ ঠিক করা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত জানুয়ারির মাঝামাঝি সময় পর্যন্ত সরকারি ২০ প্রতিষ্ঠানের আমদানি দায় পরিশোধের মেয়াদ উত্তীর্ণ হয়েছে। এসব প্রতিষ্ঠানের মোট দায় ১ হাজার ১৩৬ কোটি ডলার। এর মধ্যে শুধু বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের দায় ৯৩৭ কোটি ডলার। এসব দায় পরিশোধে ডলারের সংকটকেই দায়ী করছে সংস্থাগুলো। তারা বলছে, ডলারের পর্যাপ্ত জোগান না থাকায় বর্তমান আমদানি ও পূর্বের দায় পরিশোধে সমস্যা তৈরি হচ্ছে। শুধু সরকারি প্রতিষ্ঠানই নয়, বেসরকারি অন্তত ২০ প্রতিষ্ঠানের আমদানির মেয়াদ উত্তীর্ণ দায় দাঁড়িয়েছে ৭ কোটি ডলার।

এদিকে, দেশের রিজার্ভ নিম্নমুখী থাকায় বাংলাদেশ ব্যাংক কয়েক মাস ধরে বাজারে ডলার সরবরাহ অনেকটাই কমিয়ে দিয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের আন্দোলন দমাতে বিদায়ী সরকারে ইন্টারনেট শাটডাউন ও আন্দোলনকারীদের রেমিট্যান্স শাটডাউন ঘোষণায় দেশের প্রবাসী আয়ে বড় ধস নেমেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুলাইয়ে ১৯০ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা, যা গত বছরের একই সময় ছিল ১৯৭ কোটি ৩০ লাখ ডলার। কিন্তু বাংলাদেশ ব্যাংকের এই তথ্যেও গরমিল থাকার অভিযোগ উঠেছে। তথ্য বলছে, কেন্দ্রীয় ব্যাংকের নস্ট্রো অ্যাকাউন্টের জমা অন্তত ২০ কোটি ডলার রেমিট্যান্স হিসাবে দেখানোর নির্দেশ দিয়েছিলেন বিদায়ী গভর্নর আব্দুর রউফ তালুকদার। এতে রেমিট্যান্স বেড়ে ১৯১ কোটি ডলারে দাঁড়ায়।

তবে আশার দিক হচ্ছে, নতুন সরকার গঠনের পর থেকে দেশের রেমিট্যান্স অনেকাংশেই বেড়েছে। এখন রাজনৈতিক অস্থিরতা কমে গেলে দেশে ব্যবসার পরিবেশ তৈরি হবে। এতে বাড়তে পারে বৈদেশিক বিনিয়োগ। বিনিয়োগ না বাড়লে এবং আগের দায় ডেফার করা না হলে বাড়তে পারে ডলার সংকট।

এ বিষয়ে অর্থনীতিবিদরা বলেন, বর্তমানে আমাদের রিজার্ভ নিম্নমুখী অবস্থানে রয়েছে। এটি উর্ধ্বমুখী করতে হবে। তবে রিজার্ভ বাড়ানোর ক্ষেত্রে আমদা‌নির বিষয়ও নজর দিতে হবে। আমদা‌নি-রপ্তা‌নি সমন্বয় করে ব্যবস্থা নিতে হবে। তা না হলে দেশে সংকট তৈরি হতে পারে। পাশাপাশি উন্নয়ন সহযোগীদের সঙ্গে কথা বলে ডলারের সরবরাহ বাড়তে হবে।

ডিসিসিআইর সাবেক সভাপতি ও ইটিবিএল সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান রাহমান কালবেলাকে বলেন, দেশের এখন অস্থির পরিবেশ বিরাজ করছে। ফলে এলসি খোলা থেকে ব্যবসায়িক কার্যক্রম—সবকিছু শুরু করতেই ভয় হচ্ছে। আমাদের রপ্তানিও অনেকটা হুমকির মুখে। পাশাপাশি প্রতিদিন ক্ষতি হচ্ছে হাজার হাজার কোটি টাকার। এমন পরিস্থিতিতে ব্যবসায়িক পরিবেশ ঠিক করার বিকল্প নেই।

ব্র্যাক ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ট্রেজারি শাহীন ইকবাল কালবেলাকে বলেন, এলসি এখনো করা যাচ্ছে। তবে অনেক এলসির অনুমোদন বিদেশ থেকে নিতে হয়, সেগুলো অনেকটাই কমে এসেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এটা ঠিক হয়ে যাবে। অন্যান্য কার্যক্রম অব্যাহত আছে। তবে ডলারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

আরও ৪ দেশে এনআইডি কার্যক্রমের অনুমতি

ব্রাজিল দলে জায়গা না পেয়ে নেইমারের রহস্যময় বার্তা

বদনজর ও কালো জাদুর ক্ষতি থেকে বাঁচার ৫ আমল

বিশ্বকাপজয়ী মেসিকে নিয়ে মিলল সুসংবাদ

চিকন শিশুকে মোটা বলায় সংঘর্ষ, আহত ১০

চিরকুট লিখে প্রাণ দিলেন ব্যবসায়ী

প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় কমিটি গঠন

আফগানিস্তানে যাত্রীবাহী বাস উল্টে নিহত কমপক্ষে ২৫

প্রধান শিক্ষক যুবলীগ নেতা, ফাঁদে পড়ে ইংরেজি শিক্ষক গরুর রাখাল

১০

প্রতীকী মূল্যে মসজিদ-মন্দিরকে জমি দিয়ে ইতিহাস গড়ল রেলওয়ে

১১

নওগাঁয় চালককে হত্যা, পাঁচজনের যাবজ্জীবন

১২

শাহরুখ না, শাকিবকে নায়ক হিসেবে চান মনিকা

১৩

শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকার চান, ভূতের মুখে রাম নাম : অ্যাটর্নি জেনারেল

১৪

ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা, ফিরেছেন জুনায়েদ সিদ্দিক

১৫

ভিকির মতো শান্ত মানুষ সাইকো থ্রিলার ভাবেন কীভাবে, প্রশ্ন নাবিলার

১৬

চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানিমূলক কিছু দেখামাত্র ব্যবস্থার নির্দেশ

১৭

আবুল খায়ের গ্রুপে মার্কেটিং অফিসার পদে নিয়োগ

১৮

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে নিয়োগ, আজই আবেদন করুন

১৯

রাজনীতিতে শিষ্টাচার-শুদ্ধাচারের আবশ্যকতা 

২০
X