কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

বড় বিপদে পড়ে তাৎক্ষণিক বিদেশি সাহায্য চাইল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কার পতাকা। ছবি : সংগৃহীত
শ্রীলঙ্কার পতাকা। ছবি : সংগৃহীত

সাইক্লোন ডিটওয়ার প্রভাবে শ্রীলঙ্কায় টানা বৃষ্টি ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩২ জনে দাঁড়িয়েছে। এতে আরও ১৭৬ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টার (ডিএমসি)। পরিস্থিতি মোকাবিলায় দেশটি আন্তর্জাতিক সহায়তার জন্য জরুরি আহ্বান জানিয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রবল বর্ষণ ও বন্যায় সারা দেশে ১৫ হাজারের বেশি বাড়িঘর ধ্বংস হয়েছে। প্রায় ৪৪ হাজার মানুষ সরকারি পরিচালিত অস্থায়ী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সাইক্লোনের কেন্দ্র ভারতের দিকে সরে গেলেও মধ্যাঞ্চলের ক্যান্ডি জেলায় নতুন করে ভূমিধস দেখা দিয়েছে। প্রধান সড়কের কয়েকটি অংশ ডুবে যাওয়ায় যোগাযোগ বন্ধ রয়েছে।

ডিএমসির মহাপরিচালক সম্পথ কোটুওয়েগোডা জানিয়েছেন, সামরিক বাহিনীর সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের মোতায়েন করে উদ্ধারকাজ আরও জোরদার করা হয়েছে। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সহায়তায় ত্রাণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

শ্রীলঙ্কা রেড ক্রস সোসাইটির মহাসচিব মহেশ গণসেকারা জানান, বন্যাকবলিত অনেক এলাকায় মানুষ এখনো আটকে আছে, আর উদ্ধারকর্মীরা তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। তিনি বলেন, দুই দিন পরও পানি কমেনি; বরং চাহিদা আরও বাড়ছে। যদিও সাইক্লোন দেশ থেকে সরে যাচ্ছে, পরিস্থিতি এখনো গুরুতর।

আলজাজিরা জানিয়েছে, কলম্বো শহর হয়ে ভারত মহাসাগরে প্রবাহিত কেলানি নদী শুক্রবার রাতে উপচে পড়ে। পানিবন্দি হয়ে পড়লে শত শত মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয় কর্তৃপক্ষ।

প্রতিবেদনে বলা হয়েছে, সরকার মৃত ও ক্ষতিগ্রস্ত প্রায় ৫ লাখ মানুষের জন্য আন্তর্জাতিক সহায়তার আবেদন জানিয়েছে এবং বিদেশে থাকা শ্রীলঙ্কানদের নগদ সহায়তা পাঠানোর আহ্বান জানিয়েছে। প্রধানমন্ত্রী হারিনী আমারাসুরিয়া কলম্বোভিত্তিক কূটনীতিকদের সঙ্গে বৈঠকে পরিস্থিতির আপডেট দেন এবং সহায়তার অনুরোধ জানান।

আলজাজিরা জানিয়েছে, ভারত ইতোমধ্যে বিমানযোগে দুটি ত্রাণ সরবরাহ পাঠিয়েছে। কলম্বো বন্দরে অবস্থানরত ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজও নিজের খাদ্যরসদ ক্ষতিগ্রস্তদের জন্য দিয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শোক প্রকাশ করে বলেছেন, পরিস্থিতি যেভাবে পরিবর্তিত হবে, ভারত আরও সাহায্য পাঠাতে প্রস্তুত।

ডিএমসি কর্মকর্তারা জানিয়েছেন, এই বন্যার পানি-স্তর ২০১৬ সালের ভয়াবহ বন্যাকেও ছাড়িয়ে যেতে পারে। সে বন্যায় ৭১ জন মারা গিয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির নির্বাচন পর্যবেক্ষক টিমের নেতৃত্বে হুমায়রা-তুহিন

চবিতে জামায়াতপন্থি উপ-উপাচার্যের মেয়েকে প্রভাষক নিয়োগ, যা বলছেন মির্জা গালিব

মিচেলের অপরাজিত শতকে ভারতকে হারাল নিউজিল্যান্ড

সাবেক মন্ত্রী মোমেন যেভাবে টানা ৮ মাস আত্মগোপনে ছিলেন

যে কোনো সময় ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, যে বার্তা দিল সৌদি

ধর্ম যার যার, রাষ্ট্র সবার : দুলু

বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র

ঢাকায় আসছে কমনওয়েলথ পর্যবেক্ষক দল

ডিসির সঙ্গে একযোগে দেখা করলেন জামায়াতের ৭ প্রার্থী

বিএনপি কত আসন পেয়ে বিজয়ী হবে, বললেন ফজলুর রহমান

১০

৩০ লাখ টাকার ফেলোশিপ পাচ্ছে যবিপ্রবির ৫৬ শিক্ষার্থী

১১

শেখ হাসিনাসহ ১৭০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

১২

ট্রাকের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

১৩

ইরান-ইসরায়েলের সেনাবাহিনীতে ‘হাই অ্যালার্ট’

১৪

গানম্যান পেলেন ববি হাজ্জাজ

১৫

৭৫ দেশের জন্য সব ধরনের ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

১৬

রিশাদের ঘূর্ণিতে থামল ব্রিসবেন, তবু শেষ বলের নাটকে হারল হোবার্ট

১৭

আইনজীবী আলিফ হত্যা মামলার অভিযোগ গঠন ১৯ জানুয়ারি

১৮

পদ্মায় দেখা মিলল কুমির, আতঙ্কে বাসিন্দারা

১৯

বিসিবি পরিচালক পদত্যাগ না করলে ক্রিকেট বর্জনের আলটিমেটাম

২০
X