কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২০ জুন ২০২৩, ১২:২৮ পিএম
প্রিন্ট সংস্করণ

আন্ডারপাসসহ ১৬ প্রকল্প উঠছে একনেকে

সভা আজ
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজধানীর বিমানবন্দর এলাকায় নির্মাণ করা হবে দেশের দীর্ঘতম অত্যাধুনিক পথচারী আন্ডারপাস। ১ হাজার ৭০ মিটার দীর্ঘ আন্ডারপাস নির্মাণে খরচ ধরা হয়েছে ১ হাজার ১৮৩ কোটি টাকা। প্রকল্প প্রস্তাবটি অনুমোদনের জন্য একনেক সভায় উপস্থাপন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের ১৫তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা বসছে আজ মঙ্গলবার। সকাল ১০টায় পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করবেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভার কার্যপত্র পর্যালোচনা করে জানা গেছে, বিমানবন্দর পথচারী আন্ডারপাসসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ১৬ প্রকল্প প্রস্তাব অনুমোদনের জন্য চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে ৮টি নতুন এবং ৮টি প্রকল্প সংশোধনের জন্য উপস্থাপন করা হবে। এ ছাড়া একটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাবও উপস্থাপন করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস নির্মাণ করা’ শীর্ষক প্রকল্পের আওতায় বিশ্বের অন্যান্য দেশের মতো অত্যাধুনিক এই আন্ডারপাস করা হবে। এতে লিফট, এসি, ওয়াকওয়েসহ সব ধরনের ব্যবস্থা থাকবে। পাশাপাশি ৮টি যাত্রী ছাউনি থাকবে। আন্ডারপাসটি নির্মাণ হলে হাজি ক্যাম্প থেকে বিমানবন্দরে হাজি ও পথচারীরা নিরাপদে যাতায়াত করতে পারবেন।

এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ‘ইকোনমিক অ্যাক্সিলারেশন অ্যান্ড রেসিলিয়েন্স ফর নেট’ নামের ৩ হাজার ৮৯৪ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে। প্রকল্পটি গত এপ্রিলে অনুমোদনের জন্য একনেক সভায় উপস্থাপন করা হয়েছিল। কার্যক্রম অস্পষ্ট হওয়া এবং বেশি ব্যয় প্রস্তাব করায় প্রকল্পটি স্থগিত করা হয়।

যুব উন্নয়নের প্রস্তাবিত প্রকল্পটিতে স্বল্পশিক্ষিত ৯ লাখ নারী-পুরুষকে বিশেষ প্রশিক্ষণ দেওয়ার কথা বলা হয়েছে। এর আওতায় অফিস ভবন এবং ভিআইপি হোস্টেল নির্মাণের কথা ছিল। দেশে বিভিন্ন স্থানে প্রচুর স্থাপনা ব্যবহার উপযোগী থাকলেও নতুন করে ৫ হাজার অস্থায়ী প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের কথা বলা হয়। প্রধানমন্ত্রীর আপত্তির মুখে ভবন নির্মাণ ও বিলাসবহুল হোস্টেল নির্মাণ বাদ দেওয়া হয়েছে।

একনেক সভায় উপস্থাপনের জন্য যেসব প্রকল্প প্রস্তাব চূড়ান্ত করা হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি ৭টি প্রকল্প স্থানীয় সরকার বিভাগের, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দুটি, রেলপথ মন্ত্রণালয়ের দুটি প্রস্তাব রয়েছে। এ ছাড়া বিদ্যুৎ বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি প্রস্তাব উপস্থাপন করা হবে একনেক সভায়। এ ছাড়া একটি প্রকল্পের মেয়াদ বৃদ্ধির প্রস্তাব একনেকে উপস্থাপন করা হবে।

স্থানীয় সরকার বিভাগের তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) (তৃতীয় সংশোধিত), নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৪, রুরাল কানেকটিভিটি ইম্প্রুভমেন্ট প্রজেক্ট (আরসিআইপি) (প্রথম সংশোধিত), চট্টগ্রাম বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার পাঁচপীর বাজার-চিলমারী উপজেলা সদর দপ্তরের সঙ্গে সংযোগকারী সড়কে তিস্তা নদীর ওপর ১ হাজার ৪৯০ মিটার দীর্ঘ পিসি গার্ডার সেতু নির্মাণ (তৃতীয় সংশোধন), রাজশাহী বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সুনামগঞ্জ-মদনপুর-দিরাই-শাল্লা জলসুখা-আজমিরীগঞ্জ হবিগঞ্জ মহাসড়কের শাল্লা-জলসুখা সড়কাংশ নির্মাণ (প্রথম সংশোধিত) এবং হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পথচারী আন্ডারপাস নির্মাণ প্রকল্প। বিদ্যুৎ বিভাগের সৌরবিদ্যুৎ চালিত পাম্পের মাধ্যমে কৃষি সেচ (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প।

রেলপথ মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের ঈশ্বরদী-পার্বতীপুর সেকশনের স্টেশনগুলোর সিগন্যালিং ও ইন্টারলকিং ব্যবস্থার প্রতিস্থাপন, আধুনিকীকরণ ও বাংলাদেশ রেলওয়ের কুলাউড়া-শাহবাজপুর সেকশন পুনর্বাসন (প্রথম সংশোধিত) প্রকল্প।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ‘গ্রামীণ মাটির রাস্তাগুলো টেকসইকরণের লক্ষ্যে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ (দ্বিতীয় পর্যায়) (প্রথম সংশোধিত)। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প (প্রথম সংশোধিত), যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ‘ইকোনমিক অ্যাক্সিলারেশন অ্যান্ড রেজিলেন্স ফর নিট (আর্ন), অভ্যন্তরীণ সম্পদ বিভাগের বিসেএস (কর) একাডেমির ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প (প্রথম পর্যায়), পররাষ্ট্র মন্ত্রণালয়ের জার্মানির বার্লিনে বাংলাদেশ চ্যান্সারি কমপ্লেক্স নির্মাণ (প্রথম সংশোধিত)।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে যে মাইলফলক স্পর্শ করলেন পোলার্ড

আইএসপিআরের বিবৃতি প্রত্যাখ্যান গণঅধিকার পরিষদের 

সমালোচনার মুখে ইব্রাহিম, জবাব দিলেন জেরিন

‘সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় রয়েছে’

প্রিয়া মারাঠে আর নেই

ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

পলিথিন-প্লাস্টিকের ব্যাগ পেলেই ব্যবস্থা, হুঁশিয়ারি পরিবেশ উপদেষ্টার

উপহার পাঠিয়ে খোঁজ নিলেন রুমিন ফারহানা, কী বললেন হাসনাত

সেলফির পেছনে মৃত্যু: শীর্ষে ভারত ও যুক্তরাষ্ট্র

চবিতে ফের সংঘর্ষ, উপ-উপাচার্যসহ আহত ২০

১০

বিকেলে নয়, সন্ধ্যায় বিএনপির সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা 

১১

নতুন আরও এক ফ্র্যাঞ্চাইজি লিগে নাম লেখালেন সাকিব

১২

‘সাইয়ারা’র নায়কের আসল নাম কী?

১৩

স্ত্রীকে হত্যার অভিযোগে মাসুদ গ্রেপ্তার

১৪

আ.লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৫

গাছ চুরির তথ্য সংগ্রহে গিয়ে হামলার শিকার ২ সাংবাদিক

১৬

চোর সন্দেহে গণপিটুনিতে বৃদ্ধ নিহত

১৭

বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, চীন সফর বাতিল প্রেসিডেন্টের

১৮

ইন্টারনেট চালু রেখেও হোয়াটসঅ্যাপে মেসেজ বন্ধ রাখুন

১৯

ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

২০
X