

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পূর্বে বহিষ্কৃত নরসিংদী জেলা যুবদলের সহ-সভাপতি ও শহর যুবদলের আহ্বায়ক মাহমুদ হোসেন চৌধুরী সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, নরসিংদী জেলা যুবদলের সহ-সভাপতি ও শহর যুবদলের আহ্বায়ক মাহমুদ হোসেন চৌধুরী সুমন দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কৃত ছিলেন। তার আবেদনের প্রেক্ষিতে এবং কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পুনরায় পূর্বের পদে বহাল করা হয়েছে।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন সিদ্ধান্তটি অনুমোদন ও কার্যকর করেন।
মন্তব্য করুন