নূর হোসেন মামুন, চট্টগ্রাম
প্রকাশ : ০৪ মার্চ ২০২৪, ০২:৫৩ এএম
আপডেট : ০৪ মার্চ ২০২৪, ০৮:২১ এএম
প্রিন্ট সংস্করণ

পোশাক শিল্পে বাড়ছে না বিনিয়োগ

চলতি বছর চট্টগ্রামে নতুন কারখানা হয়েছে দুটি
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

নানা সংকটে চ্যালেঞ্জের মুখে তৈরি পোশাক শিল্প খাত। ডলার সংকট, লোহিত সাগরে উত্তেজনার সঙ্গে রয়েছে গ্যাস সংকট, কাঁচামালের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা, শ্রমিকের বেতন বৃদ্ধিসহ নানা ইস্যু। ২ বছর ধরে কারখানার পরিধি বাড়িয়েও প্রত্যাশিত ক্রয়াদেশ মিলছে না। সব মিলিয়ে হিমশিম অবস্থা এ শিল্পের উদ্যোক্তাদের। সার্বিক পরিস্থিতিতে এখন আর নতুন বিনিয়োগ আসছে না খাতটিতে। এলেও তুলনামূলকভাবে অনেক কম। এর প্রভাব দেখা যাচ্ছে মূলধনি যন্ত্রপাতি আমদানিতে। ফলে আগের রপ্তানি আয় ধরে রাখাই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন উদ্যোক্তারা।

চলতি বছরের প্রথম দুই মাসে চট্টগ্রামে নতুন পোশাক কারখানা চালু হয়েছে দুটি। শিল্প মালিকরা বলছেন, এলসি, ডলার সংকট, বৈশ্বিক মন্দা এবং রাজনৈতিক কর্মসূচিসহ নানা কারণে নতুন বিনিয়োগে যাচ্ছেন না অনেকে।

বিজিএমইএর তথ্যানুযায়ী, ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশের ৬০৩টি কারখানা সংগঠনটির অস্থায়ী সদস্যপদ নিয়েছে। এর মধ্যে স্থায়ী সদস্যপদ পেয়েছে ৫৬৫ কারখানা (বছরে গড়ে ৯৪টি)।

২০২০ সালে নতুন কারখানা চালু হয়েছে ৫৯টি। ২০২১ সালে চালু হয় ৮৬টি কারখানা। ২০২২ সালে সংখ্যা বেড়ে হয়েছে ১৭৮টি। তবে গত বছর সেভাবে গড়ে ওঠেনি নতুন কারখানা। অনুমোদন নিয়েছিল ১১৫টি কারখানা। তবে চলতি বছরে বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন উদ্যোক্তারা। দেশে বর্তমানে তৈরি পোশাক কারখানার সংখ্যা প্রায় ৪ হাজার। ২০১৯ থেকে ২০২৩ পর্যন্ত সময়ে দেশে বন্ধ হয়েছে ৫৮০ কারখানার কার্যক্রম।

বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি নাছির উদ্দিন চৌধুরী কালবেলাকে বলেন, নতুন করে বিনিয়োগের পরিবেশ এই মুহূর্তে নেই। বিশেষ করে বৈশ্বিক ও দেশের পরিস্থিতি বর্তমানে উদ্যোক্তাদের অনুকূল নয়। ফলে চলমান কারখানাগুলোও বন্ধের উপক্রম। আর বেশকিছু প্রতিষ্ঠান প্রতি বছর বন্ধ হচ্ছে। সার্বিকভাবেই এখন আর কেউ নতুন করে বিনিয়োগের সাহস করছেন না।

বাংলাদেশের তৈরি পোশাকের প্রায় এক-তৃতীয়াংশেরই গন্তব্য যুক্তরাষ্ট্র ও জার্মানি। এই দুই বাজারে গত অর্থবছরের প্রথমার্ধে পোশাক রপ্তানি কমেছিল। ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধেও রপ্তানি ইতিবাচক ধারায় ফেরেনি। ফলে পোশাক রপ্তানি বৃদ্ধির গতি কমেছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে রপ্তানিতে সংকট দেখা দেবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, ২০১৮ সালে ৩ হাজার ২৯৩ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছিল। পরে শুধু ২০২০ সালে রপ্তানি কমেছিল। গত বছর রপ্তানি হয় ৪ হাজার ৭৩৮ কোটি ডলারের পোশাক, যা ২০২২ সালের তুলনায় ৩ দশমিক ৬৫ শতাংশ বেশি। চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে ২ হাজার ৩৩৯ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে, যা ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ৭২ শতাংশ বেশি।

চৌধুরী গ্রুপের এমডি ও বিজিএমইএ নির্বাচনে ফোরাম প্যানেল থেকে পরিচালক প্রার্থী রফিক চৌধুরী কালবেলাকে বলেন, ৪-৫ বছর ধরেই নানা সংকটে পোশাক শিল্প খাত। একের পর এক সংকটের কারণে কোনোভাবেই আমরা ঘুরে দাঁড়াতে পারছি না। তবে নতুন সরকারের সহযোগিতা পেলে ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে উঠবে। চট্টগ্রামে হবে অনেক নতুন কারখানা। তবে সামনে বিজিএমইএ নির্বাচন। আমাদের ফোরাম জয়ী হলে অনেক নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প উন্নয়নে কাজ করব আমরা।

বিকেএমইএ পরিচালক গাজী মো. শহীদুল্লাহ বলেন, বিনিয়োগের ক্ষেত্রে অনেকে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করছে। পরিস্থিতি বিবেচনায় তারা সিদ্ধান্ত নেবে। নির্বাচন হয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে বলে আশা করি।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতাকর্মীরা বলেন, পরিমাণ বাড়ানোর জন্য আগে মেশিন আমদানি করা হলেও তা এখন বন্ধ। চাহিদা থাকলে আবার এনে আমাদের সক্ষমতা বাড়াতে পারব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঐতিহাসিক জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু

থানচিতে খুদে সাংবাদিকদের সঙ্গে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সাতক্ষীরায় লেকভিউ রাগবি সেভেনস্ ট্রফি ২০২৫ শুরু

বর্ণিল আয়োজনে জয়পুরহাটে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দাড়ি থাকা পুরুষদের প্রেমে কেন পড়ে নারীরা?

বিশ্বযুদ্ধের জন্য ক্ষমা চাওয়া জাপানের সেই সাবেক প্রধানমন্ত্রী মারা গেছেন

দেশে চিকেন অ্যানিমিয়া ভাইরাসের নতুন ধরন শনাক্ত

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে বিএনপি

হাসপাতালে খালেদা জিয়া কেমন আছেন, জানালেন ডা. জাহিদ

কম তেলে সহজ এবং স্বাস্থ্যকর রান্না করবেন যেসব উপায়ে

১০

হাওরের ভোটারদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে : ইসি আনোয়ারুল

১১

মাদারীপুরে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

বয়স বাড়লে কি মা হওয়ার ঝুঁকি বাড়ে? জানুন ডাক্তারদের ভাষায়

১৩

কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে র‌্যালি

১৪

ফের লঘুচাপের আভাস, ১২০ ঘণ্টার পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

১৫

ত্রিপুরার ঘটনায় বাংলাদেশের নিন্দা 

১৬

ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন / ‘কালবেলা নতুন নতুন খবর নিয়ে পাঠকদের আকৃষ্ট করে যাচ্ছে’

১৭

স্বপ্নের নতুন আউটলেট এখন ধানমন্ডি সাত মসজিদ রোডে

১৮

সুন্দর দেশ বিনির্মাণে কালবেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : ডিসি আশরাফুর 

১৯

সিটি ব্যাংকে চাকরির সুযোগ, অভিজ্ঞতা ছাড়াই করতে পারবেন আবেদন

২০
X