বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৮:০৭ এএম
প্রিন্ট সংস্করণ

নতুন স্নায়ুযুদ্ধ কি আসন্ন

আলজাজিরার এক্সপ্লেইনার
নতুন স্নায়ুযুদ্ধ কি আসন্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৩০ অক্টোবর দেশটির প্রতিরক্ষা দপ্তরকে পারমাণবিক অস্ত্র পরীক্ষা ফের শুরুর নির্দেশ দিয়েছেন। মার্কিন প্রেসিডেন্টের নির্দেশ বাস্তবায়িত হলে ওয়াশিংটন প্রায় ৩৩ বছর পর ফের এমন অস্ত্র পরীক্ষা চালাবে। পাশাপাশি তাদের মিত্র দক্ষিণ কোরিয়াকে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির অনুমোদন দেন ট্রাম্প। ২৯ অক্টোবর এপেক ফোরামের শীর্ষ সম্মেলনের আগে দক্ষিণ কোরিয়ার গিয়ংজু শহরে দেশটির প্রেসিডেন্ট লি জে মিউংয়ের সঙ্গে সাক্ষাৎকালে এ অনুমোদন দেন তিনি। এ সিদ্ধান্ত এমন সময়ে এলো যখন রাশিয়ার নতুন পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্র ‘বুরেভেস্তনিক’ পরীক্ষা নিয়ে বিশ্বজুড়ে হৈচৈ পড়ে গেছে। ট্রাম্পের দাবি—চীন দ্রুত নিজেদের পারমাণবিক অস্ত্রের ভান্ডার গড়ে তুলছে। তাই চীন-রাশিয়াকে মোকাবিলায় এমন নির্দেশনা দেন ট্রাম্প। এতে প্রশ্ন উঠছে—তাহলে কি ফের স্নায়ুযুদ্ধের সূচনা হচ্ছে। সম্প্রতি আলজাজিরার এক এক্সপ্লেইরারে এর আদ্যোপান্ত তুলে ধরা হয়েছে।

ট্রাম্প কী বলেছেন: নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘অন্য দেশগুলোর পরীক্ষামূলক কর্মসূচির কারণে আমি যুদ্ধ বিভাগকে (সাবেক প্রতিরক্ষা দপ্তর) নির্দেশ দিয়েছি যাতে তারা আমাদের পারমাণবিক অস্ত্র পরীক্ষাও সমানভাবে শুরু করে।’ ট্রাম্প আরও বলেন, যদিও যুক্তরাষ্ট্রের কাছে ‘অন্য যে কোনো দেশের চেয়ে বেশি পারমাণবিক অস্ত্র রয়েছে’, কিন্তু চীন আগামী পাঁচ বছরের মধ্যে সমকক্ষ হয়ে যাবে।

এর কয়েক মিনিট পরেই এপেক সম্মেলনের ফাঁকে দক্ষিণ কোরিয়ার বুসানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসেন ট্রাম্প।

চীন ও রাশিয়া কি সত্যিই যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক হুমকি: চীন পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্রের পারমাণবিক ভান্ডারের সমকক্ষ হতে পারে—এমন দাবি ট্রাম্প কেন করছেন, তা স্পষ্ট নয়। তবে এটা সত্য যে, যুক্তরাষ্ট্র ও রাশিয়া ধীরে ধীরে তাদের পারমাণবিক অস্ত্রের পরিমাণ কমাচ্ছে, অন্যদিকে চীন তার ভান্ডার বাড়িয়ে চলেছে।

ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের মতে, ২০২২ সালে চীনের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ছিল ৩৫০। অন্যদিকে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) মতে, ২০২৩ সালে এ সংখ্যা ৪১০-এ পৌঁছে। কিন্তু এর বিপরীতে ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের সংখ্যা ছিল ৩ হাজার ৭০৮টি।

রাশিয়ার ক্ষেত্রে বিষয়টি আরও জটিল। গত ২৬ অক্টোবর পুতিন ঘোষণা করেন, রাশিয়া সফলভাবে পারমাণবিক শক্তিচালিত বুরেভেস্তনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে।

এ প্রসঙ্গে ২৯ অক্টোবর পুতিন বলেন, ‘গতি ও গভীরতার দিক থেকে এ মানবহীন যানের মতো বিশ্বে আর কিছুই নেই এবং সম্ভবত কখনো হবেও না।’ পারমাণবিক শক্তিচালিত যে কোনো ধরনের অস্ত্র—বিমানবাহী রণতরী, ক্ষেপণাস্ত্র বা ড্রোন যাই হোক না কেন, তা পারমাণবিক ফিশন থেকে শক্তি সংগ্রহ করে। কিন্তু পারমাণবিক শক্তিচালিত অস্ত্র মানেই পারমাণবিক অস্ত্র নয়। তবে, পোসাইডন পারমাণবিক ওয়ারহেড বহনে সক্ষম হওয়ায় তা যে কোনো সময় পারমাণবিক অস্ত্রে পরিণত হতে পারে। কিন্তু আপাতত, রাশিয়া কোনো পারমাণবিক ওয়ারহেড ছাড়াই এ অস্ত্রগুলোর পরীক্ষা চালিয়েছে।

যুক্তরাষ্ট্র ও তার প্রতিদ্বন্দ্বীদের সর্বশেষ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা: ১৯৯৬ সালে সার্বিক পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তিতে (সিটিবিটি) স্বাক্ষরের পর বেশিরভাগ দেশ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা বন্ধ করে দেয়। পারমাণবিক দূষণের কারণে ভূপৃষ্ঠ, ভূগর্ভ এবং পানির নিচে মানব স্বাস্থ্য ও পরিবেশ নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের কারণে চুক্তিটি সামনে আসে।

১৯৪৫ সালে যুক্তরাষ্ট্র প্রথম তার পারমাণবিক পরীক্ষা চালায়। জাতিসংঘের মতে, দেশটি এখন পর্যন্ত মোট ১ হাজার ৩২টি পরীক্ষা চালিয়েছে। যুক্তরাষ্ট্র সর্বশেষ ১৯৯২ সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করে। ১৯৯৬ সালে সিটিবিটিতে স্বাক্ষর করলেও যুক্তরাষ্ট্র কখনও এটি অনুমোদন করেনি।

সোভিয়েত ইউনিয়ন মোট ৭১৫টি পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল। সর্বশেষ চালিয়েছে ১৯৯০ সালে। সোভিয়েত ইউনিয়নের পতনের পর, রাশিয়া কোনো পারমাণবিক পরীক্ষা চালায়নি। ১৯৯৬ সালে রাশিয়া সিটিবিটিতে স্বাক্ষর করে এবং ২০০০ সালে তা অনুমোদন করে। কিন্তু ২০২৩ সালে পুতিন এ চুক্তি থেকে রাশিয়ার অনুমোদন প্রত্যাহার করে নেন।

অন্যদিকে, চীন সর্বশেষ ১৯৯৬ সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়েছিল।

অন্যান্য দেশের মধ্যে ফ্রান্স সর্বশেষ ১৯৯৬ সালে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। দেশটি ১৯৪৫ থেকে ১৯৯৬ সালের মধ্যে ২১০টি পরীক্ষা চালিয়েছিল। যুক্তরাজ্য ১৯৫২ থেকে ১৯৯১-র মধ্যে ৪৫টি পারমাণবিক পরীক্ষা চালিয়েছে।

সিটিবিটি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ১০টি পারমাণবিক পরীক্ষা হয়েছে। ১৯৯৮ সালে ভারত ও পাকিস্তান প্রত্যেকে দুটি করে পারমাণবিক পরীক্ষা চালায়। তবে এই দুটি দেশ কখনো সিটিবিটিতে স্বাক্ষর করেনি। জাতিসংঘের তথ্য বলছে, ২০০৬, ২০০৯, ২০১৩, ২০১৬ ও ২০১৭ সালে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে এশিয়ার দেশ উত্তর কোরিয়া। দেশটিও সিটিবিটিতে স্বাক্ষর করেনি। বর্তমানে যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল—এ ৯টি রাষ্ট্রের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে। কয়েক দশক ধরে ইসরায়েল পারমাণবিক অস্পষ্টতা নীতি বজায় রেখেছে এবং প্রকাশ্যে কখনো তার পারমাণবিক অস্ত্র কর্মসূচির উপস্থিতি স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি।

যুক্তরাষ্ট্রের পরীক্ষা কি সিটিবিটির লঙ্ঘন: সিটিবিটি চুক্তি পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো ধরনের পারমাণবিক বিস্ফোরণ (সামরিক কিংবা বেসামরিক) নিষিদ্ধ করে। যুক্তরাষ্ট্র সিটিবিটিতে স্বাক্ষর করলেও, তা অনুমোদন করে না। ফলে আইনগতভাবে এটি অনুসরণ করতে তারা বাধ্য নয়। যখন একটি দেশ কোনো চুক্তিতে স্বাক্ষর করে, তখন চুক্তির বিষয়বস্তুর সঙ্গে সাধারণ একমত এবং ভবিষ্যতে চুক্তির শর্ত মেনে চলার ইচ্ছা প্রকাশ করে। কিন্তু যখন একটি দেশ কোনো চুক্তি অনুমোদন করে, তখন চুক্তিটি কার্যকর করার জন্য প্রয়োজনীয় অভ্যন্তরীণ আইনি পদক্ষেপ সম্পন্ন করে। ফলে চুক্তিটি আন্তর্জাতিক আইনের অধীনে ওই দেশের জন্য আইনত বাধ্যতামূলক হয়ে ওঠে।

ট্রাম্পের নতুন পরীক্ষা কি পারমাণবিক প্রতিযোগিতা শুরু করতে পারে: ইতিহাস বলছে এর উত্তর—হ্যাঁ। পারমাণবিক যুগের শুরুতে ঠিক এমনটাই হয়েছিল। স্নায়ুযুদ্ধের উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র কর্মসূচি সোভিয়েত ইউনিয়নের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছিল। জবাবে ১৯৪৯ সালে সফল পরীক্ষার পর সোভিয়েত ইউনিয়ন বিশ্বের দ্বিতীয় পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়। এরপর ১৯৫২ সালে ব্রিটেন এবং ১৯৬০ সালে ফ্রান্স পারমাণবিক শক্তিধর হয়। ১৯৫০-এর দশকের শেষের দিকে যখন চীন ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে বিভেদ দেখা দেয়, তখন চীন ১৯৬৪ সালে তার প্রথম পারমাণবিক বোমার পরীক্ষা চালায়।

পারমাণবিক শ্রেষ্ঠত্ব প্রমাণের এ প্রতিযোগিতা ১৯৯৮ সালেও দেখা গিয়েছিল, যখন ভারত ও পাকিস্তান কয়েকদিনের ব্যবধানে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। এ বছরের জুনে, এসআইপিআরআইর এক প্রতিবেদনে সতর্ক করা হয়, বিশ্ব এক নতুন পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার দ্বারপ্রান্তে রয়েছে।

বিশ্বজুড়ে নতুন করে স্নায়ুযুদ্ধ কি আসন্ন: যুক্তরাষ্ট্রের পারমাণবিক পরীক্ষা ফের শুরুর সিদ্ধান্তে নিরাপত্তা বিশ্লেষক এবং অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এ পদক্ষেপ বিশ্বকে একটি নতুন স্নায়ুযুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। তাদের মতে, এর ফলে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের কয়েক দশকের প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হবে এবং প্রধান শক্তিগুলোর মধ্যে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের (এফএএস) নিউক্লিয়ার ইনফরমেশন প্রজেক্টের ডিরেক্টর হ্যান্স ক্রিস্টেনসেন সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের এ ধরনের পদক্ষেপ রাশিয়া, চীন, ভারত ও পাকিস্তানকেও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করতে উৎসাহিত করবে।

কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের সিনিয়র ফেলো অঙ্কিত পান্ডা মনে করেন, ফের পরীক্ষা শুরুর যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত চীন ও রাশিয়াকে তাদের পারমাণবিক কার্যক্রমকে বৈধতা দেওয়ার সুযোগ করে দেবে। আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ড্যারিল কিমবল ট্রাম্প প্রশাসনের এ সিদ্ধান্তকে ‘অত্যন্ত উসকানিমূলক’ বলে অভিহিত করে বলেছেন, এটি অস্ত্র নিয়ন্ত্রণ কূটনীতির কয়েক দশকের অর্জনকে দুর্বল করে দেবে এবং অপ্রয়োজনীয়ভাবে বৈশ্বিক উত্তেজনা বাড়িয়ে তুলবে। এতে দেশগুলোর মধ্যে সৃষ্ট অবিশ্বাস ও উত্তেজনা বিশ্বকে একটি নতুন ও অনিশ্চিত স্নায়ুযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ভোরের কুয়াশায় শীতের আগমনি বার্তা

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

কেন চিটাগং কিংসকে বাদ দেওয়া হয়েছে, কারণ জানাল বিসিবি

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলের গোলাবর্ষণ

গাইবান্ধায় ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

জবিতে ১০ সদস্যের কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠন

সেনাবাহিনীকে নিয়ে গুজবের শেষ কোথায়?

এমবাপ্পের পেনাল্টি মিস দেখে রিয়াল সমর্থকের মৃত্যু

শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়

শাহরুখ-আরিয়ানের সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে

১০

দীর্ঘ বিরতির পর বিটিভিতে আসিফ আকবর

১১

৪ দপ্তরে নতুন সচিব

১২

অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলন আজ

১৩

ঢাকার যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

১৪

চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

১৫

কেন ক্ষমা চাইলেন শাহরুখ?

১৬

খালি পেটে যে ৩ খাবার খেলে হতে পারে বিপদ!

১৭

আফগানিস্তান / মধ্যরাতে ভূমিকম্পে নিহত ৭, আহত ১৫০

১৮

আজ ঢাকার বাতাস কতটা বিষাক্ত?

১৯

আজ জেলহত্যা দিবস

২০
X