বিশ্ববেলা ডেস্ক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১২:১৭ পিএম
প্রিন্ট সংস্করণ
প্রিয়াঙ্কার টুইট

উদ্ধত মোদি সরকার বেশিদিন টিকতে পারবে না

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। ছবি: সংগৃহীত
কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। ছবি: সংগৃহীত

নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে ‘অহংকারী ও উদ্ধত’ বলে অভিহিত করেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। তিনি বলেছেন, জনশক্তির সামনে এ উদ্ধত সরকার বেশিদিন টিকতে পারবে না। ভারতের গুজরাট হাইকোর্ট মানহানির মামলায় রাহুল গান্ধীর আবেদন খারিজ করার পর দীর্ঘ এক টুইটে তিনি এ মন্তব্য করেন। খবর পিটিআইর।

টুইটে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বলেন, ‘সত্যের জয় হবেই। জনতার কণ্ঠস্বর জিতবে। রাহুল এই অহংকারী সরকারের বিরুদ্ধে সত্য ও জনতার স্বার্থে লড়াই করছেন। শেষ পর্যন্ত সত্যের জয় হবে। জনতার আওয়াজ জিতবে।’

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রচারে কর্ণাটকের এক জনসভায় চুরি প্রসঙ্গে নীরব মোদি, ললিত মোদি, নরেন্দ্র মোদির নাম উচ্চারণ করে রাহুল জানতে চেয়েছিলেন, ‘চোরদের পদবি কেন মোদি হয়?’ ওই মন্তব্যের জন্য রাহুলের বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা করা হয়। সেই মামলায় গুজরাটের সুরাট জেলার ম্যাজিস্ট্রেট আদালত রাহুল গান্ধীকে দুই বছরের কারাদণ্ড দেন। সেই রায় স্থগিত রাখতে রাহুলের আবেদন প্রথমে জেলা দায়রা আদালত খারিজ করেন। শুক্রবার তা খারিজ করে সাজা বহাল রাখেন গুজরাট হাইকোর্টও। রায় স্থগিত রাখা হলে রাহুল তার লোকসভার খারিজ হওয়া সদস্যপদ ফেরত পেতেন। রাহুলের আইনজীবী ও কংগ্রেস নেতা অভিষেক মনু সিংভি শুক্রবার দিল্লিতে সংবাদ সম্মেলনে বলেন, এই রায়ের বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টের শরণাপন্ন হবেন।

রায়ের পর প্রিয়াঙ্কা সরাসরি আক্রমণ করেন কেন্দ্রীয় সরকারকে। হিন্দি সাহিত্যের প্রসিদ্ধ কবি, লেখক, শিক্ষাবিদ ও স্বাধীনতাসংগ্রামী রামধারী সিং ‘দিনকর’-এর বিখ্যাত ‘পরশুরামের প্রতীক্ষা’ কবিতার একটি স্তবক উদ্ধৃত করে টুইটে তিনি লেখেন, ‘অহংকারী সরকার জনতার স্বার্থের কথা তুলতে দিতে চায় না। মানুষের জীবন আরও সুন্দর করে তোলার কথা কেউ বলুক, তা চায় না। মূল্যবৃদ্ধি নিয়ে কেউ সরব হোক, চায় না। তারা চায় চাকরির প্রসঙ্গ যেন উচ্চারিত না হয়। কৃষক, শ্রমিক, নারীদের মঙ্গলের কথা কেউ যেন না তোলে। বিরোধীদের চুপ করিয়ে রাখতে উদ্ধত সরকার সাম, দাম, দণ্ড, ভেদ, ছলচাতুরী ও কপটতার আশ্রয় নিচ্ছে।’ প্রিয়াঙ্কা লিখেছেন, ‘কিন্তু সত্য, সত্যাগ্রহ ও জনশক্তির সামনে অহংকার বেশি দিন টিকতে পারে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানা গেল বিশ্বকাপে ভারত–পাকিস্তান ম্যাচের তারিখ

বাউল আবুল সরকারের কঠোর শাস্তি চাইলেন রাশেদ খাঁন

ভিটামিন ডি পাওয়ার সেরা সময় সকালে নাকি বিকেলে

বিপিএলে অন্তর্ভুক্ত হলো নতুন দল ‘নোয়াখালী এক্সপ্রেস’

নলডাঙ্গায় ছড়িয়ে পড়ছে জাল টাকা

ইথিওপিয়ায় ১২ হাজার বছর পর নিষ্ক্রিয় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত

ধারাবাহিকে অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছি: দেবযানী

পিঠা খেয়ে একই পরিবারের ১১ জন অসুস্থ, হাসপাতালে ভর্তি

খাবার নিয়ে বিপাকে রণবীর কাপুর

প্রাথমিক শিক্ষকদের ৩ দিনের কর্মবিরতি শুরু

১০

মারা গেলেন কিংবদন্তি জার্মান অভিনেতা

১১

কনকনে শীতে কাঁপছে তেঁতুলিয়া

১২

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সিট প্ল্যান প্রকাশ

১৩

এ ছবিটিই বলে দেবে আপনার মানসিক চরিত্র

১৪

দুধ দিয়ে গোসল করে দাম্পত্যের ইতি টানলেন প্রবীর

১৫

দেশের বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৬

রাকুলের সতর্কবার্তা

১৭

বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান কত

১৮

হেলে পড়া ভবন পরিদর্শন শেষে যা জানাল বিসিসি

১৯

মধ্যরাতে পাকিস্তানের বোমা হামলায় ৯ আফগান শিশুসহ নিহত ১০

২০
X