প্রবীর বড়ুয়া
প্রকাশ : ১১ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ১১ জুন ২০২৩, ০৯:৩১ এএম
প্রিন্ট সংস্করণ

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর

ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর

বিশ্বে এবং এশিয়ায় শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে একটি হলো সিঙ্গাপুরের সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনইউএস)। সিঙ্গাপুরের ফ্ল্যাগশিপ বিশ্ববিদ্যালয়টি মাত্র ২৩ জন শিক্ষার্থী নিয়ে চালু হয়েছিল ১৯০৫ সালে। স্থানীয় অধিবাসীদের চাহিদা পূরণে এটি প্রতিষ্ঠা করেছিল ট্যান জিয়াক কিমের নেতৃত্বে একদল ব্যবসায়ী। ১৯০৫ সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল স্ট্রেইটস সেটেলমেন্টস অ্যান্ড ফেডারেটেড মালয় স্টেটস গভর্নমেন্ট মেডিকেল স্কুল হিসেবে। সিঙ্গাপুরের সবচেয়ে প্রাচীন বিশ্ববিদ্যালয়টি দীর্ঘ পথ-পরিক্রমায় নাম পরিবর্তন করতে করতে ১৯৮০ সালে ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর এবং নানইয়াং ইউনিভার্সিটি একত্র হয়ে নামধারণ করে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর।

ক্যাম্পাস : বিশ্ববিদ্যালয়টির রয়েছে তিনটি ক্যাম্পাস। এগুলো হলো কেন্ট রিজ, বুকিত তিমাহ ও আউটরাম। অধিকাংশ ক্লাস পরিচালিত হয় কেন্ট রিজ ক্যাম্পাসে অথবা অনলাইনে। এনইউএসে আছে আটটি লাইব্রেরি যেগুলোর মধ্যে সাতটি কেন্ট রিজ ক্যাম্পাসে আর একটি বুকিত তিমাহ ক্যাম্পাসে।

শিক্ষার্থী ও শিক্ষক : ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরে শিক্ষার্থী সংখ্যা ৩০ হাজারেরও বেশি, যাদের মধ্যে আন্ডারগ্র্যাজুয়েট লেভেলে রয়েছে শতকরা ৮২ এবং পোস্টগ্র্যাজুয়েট লেভেলে ১৮ ভাগ। তাদের মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থী আট হাজারের বেশি যার ৫৩ ভাগ আন্ডারগ্র্যাজুয়েট এবং ৪৭ ভাগ পোস্টগ্র্যাজুয়েট লেভেলের। এ পর্যন্ত বিশ্বের একশরও বেশি দেশের শিক্ষার্থী এ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে।

এটিতে মোট ফ্যাকাল্টি স্টাফ রয়েছে চার হাজারের বেশি, যাদের মধ্যে স্থানীয় শতকরা ৩৭ এবং আন্তর্জাতিক ৬৩ ভাগ।

র‌্যাঙ্কিং : ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে বিশ্বে ১১তম এবং এশিয়ায় প্রথম স্থান অর্জন করে। ২০২৩ সালের টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির স্থান ১৯তম। ইউএসনিউজ অ্যান্ড ওয়ার্ল্ড রিপোর্টে ২০২২-২৩ বেস্ট গ্লোবাল ইউনিভার্সিটিজ র‌্যাঙ্কিংয়ে এটির স্থান ২৬তম।

বিখ্যাত শিক্ষার্থী : বিশ্ববিদ্যালয়টিতে পড়াশোনা করেছেন এরকম বিখ্যাত ব্যক্তিদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—মালয়েশিয়ার চতুর্থ ও সপ্তম প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, সিঙ্গাপুরের দ্বিতীয় প্রেসিডেন্ট বেনজামিন শিয়ার্স, সিঙ্গাপুরের দ্বিতীয় প্রধানমন্ত্রী গোহ চোক টং, মালয়েশিয়ার দ্বিতীয় প্রধানমন্ত্রী আবদুল রাজাক হুসেইন, ২০১০ সালে পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার বিজয়ী কন্সতানতিন নোভোসেলভ, সিঙ্গাপুর এয়ারলাইনসের সাবেক চেয়ারম্যান চিউ চুন সেং প্রমুখ।

যেসব বিষয়ে পড়া যাবে : মেডিসিন অ্যান্ড ডেন্টিস্ট্রি, ডিজাইন অ্যান্ড এনভায়রনমেন্ট, ল, আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস, ইঞ্জিনিয়ারিং, বিজনেস, কম্পিউটিং, পাবলিক হেলথ ও মিউজিক বিভাগে আন্ডারগ্র্যাজুয়েট এবং পোস্টগ্র্যাজুয়েট লেভেলে অনেক বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ রয়েছে।

বৃত্তি : আন্ডারগ্র্যাজুয়েট লেভেল—আসিয়ান আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ, সায়েন্স অ্যান্ড টেকনোলজি আন্ডারগ্র্যাজুয়েট স্কলারশিপ, ফ্যাকাল্টি অ্যাডমিনিস্টার্ড স্কলারশিপস, এনইউএস কলেজ স্কলারশিপস, বেনজি গ্রিনবার্গ স্কলারশিপ, সিআইএমবি আসিয়ান স্কলারশিপ, ড. গোহ কেং সোয়ে স্কলারশিপ, ইভলভ ওয়ারিয়র স্কলারশিপ, গামুদা স্কলারশিপ, জিআইসি স্কলারশিপ, কুউক ফাউন্ডেশন আন্ডারগ্র্যাজুয়েট অ্যাওয়ার্ডস, সৌদি আরামকো স্কলারশিপ।

গ্র্যাজুয়েট লেভেল—এনইউএস রিসার্চ স্কলারশিপ, কমনওয়েলথ স্কলারশিপ, প্রেসিডেন্টস গ্র্যাজুয়েট ফেলোশিপ, লি কুয়ান ইউ স্কলারশিপ, এনইউএস সিংহ স্কলারশিপ, এ স্টার গ্র্যাজুয়েট স্কলারশিপ, এ স্টার কম্পিউটিং অ্যান্ড ইনফরমেশন সায়েন্স স্কলারশিপ, ডেটা-সায়েন্স স্কলারশিপ, সিকিউরিটি স্কলারশিপ, সিএসআই সিঙ্গাপুর পিএইচডি গ্র্যাজুয়েট স্কলারশিপ, এনইউএস ইন্ডাস্ট্রি-রিলেভেন্ট পিএইচডি স্কলারশিপ, এনইউএস মেডিসিন গ্র্যাজুয়েট স্টাডিজ অ্যাওয়ার্ড, এলকেওয়াই স্কুল অব পাবলিক পলিসি পিএইচডি স্কলারশিপ, এনইউএস সুঝাউ রিসার্চ ইনস্টিটিউট স্কলারশিপ, তিয়ানজিন ইউনিভার্সিটি-এনইউএস জয়েন্ট ইনস্টিটিউট ইন ফুঝাউ স্কলারশিপ, এনইউএস চোংকিং রিসার্চ ইনস্টিটিউট স্কলারশিপ, এমবিআই পিএইচডি রিসার্চ স্কলারশিপ, এশিয়ান ইনস্টিটিউট অব ডিজিটাল ফিন্যান্স স্কলারশিপ, এআই সিঙ্গাপুর স্কলারশিপ, এনইউএস-ডিএসও স্কলারশিপ, ফ্যাকাল্টি অব সায়েন্স ডিনস গ্র্যাজুয়েট ফেলোশিপ।

ভর্তি : ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরে ভর্তি সম্পর্কিত বিস্তারিত জানা যাবে www. nus.edu.sg ওয়েবসাইট থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত

এনসিপির ৮ নেতা চীন সফরে যাচ্ছেন আজ

নেদারল্যান্ডসের চমক, বাংলাদেশ সফরের আগে বদলে ফেলল স্কোয়াড

ঢাকার ব্যস্ততম দুই সড়ক অবরোধ

রিজার্ভ চুরি মামলা  / ৮৮ বার পেছাল তদন্ত প্রতিবেদন

সেই টাইসনকে খুঁজে পাওয়া যাচ্ছে না  

ইউরিক অ্যাসিড বেড়ে গেলে কী খাবেন, কী খাবেন না

চারটি করে আসন চান মানিকগঞ্জ ও মুন্সীগঞ্জের প্রতিনিধিরা

ক্যাম্পে হামলার ঘটনায় দ্রুতই ব্যবস্থা নেবে যৌথ বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ কিলোমিটারজুড়ে ভয়াবহ যানজট

১০

আড়াই মাস ধরে বন্ধ ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

১১

জাতীয় দলের সাবেক খেলোয়াড় মাদক ও অস্ত্রসহ আটক

১২

বাতিল হচ্ছে রাজনৈতিক বিবেচনায় পাওয়া পরীক্ষা কেন্দ্র

১৩

জঙ্গিসহ ৭০০ আসামি এখনো পলাতক : কারা অধিদপ্তর

১৪

টেস্ট থেকে হুট করে অবসরের মূল কারণ জানালেন রোহিত

১৫

সুন্দরবনে অভিযান দেখে পালালেন জেলেরা, জব্দ ৮৫০ কেজি কাঁকড়া  

১৬

শরিফুল এম খানকে মার্কিন দূতাবাসের শুভেচ্ছা

১৭

চোখে চোখ রেখে কথা বলা কেন জরুরি, জেনে নিন

১৮

নতুন একটি নির্বাহী আদেশে সই করলেন ট্রাম্প, থাকছে কঠোর শাস্তি

১৯

পবিপ্রবিতে অর্থ কেলেঙ্কারি, ২ কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

২০
X