রাঙ্গুনিয়ার জটিল রোগে আক্রান্ত ৫০ রোগীকে ২৫ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির বিশেষ উদ্যোগে সমাজসেবা দপ্তরের মাধ্যমে এসব অনুদান দেওয়া হয়। এ সময় অসুস্থ একজন রোগী কথা বলতে চাইলে তিনি তার কথা মনোযোগ সহকারে শোনেন। পরে রোগীর মোবাইল ফোনে মন্ত্রী নিজের নম্বরটি সংরক্ষণ করে দেন এবং সর্বশেষ ওই রোগীর অনুরোধে নিজেই সেলফি তুলে দেন তথ্যমন্ত্রী। একজন ব্যস্ততম মন্ত্রীর সাধারণ মানুষের সঙ্গে মিশে যাওয়ার এই অসাধারণ দৃশ্য সবাই প্রত্যক্ষ এবং এর ভূয়সী প্রশংসা করেন।
এর আগে প্রধান অতিথির বক্তব্যে ড. হাছান মাহমুদ বলেন, রাঙ্গুনিয়ায় জটিল রোগে আক্রান্ত অসুস্থ রোগীদের দফায় দফায় প্রত্যেককে ৫০ হাজার টাকা করে সহায়তা করা হচ্ছে। সারা দেশের প্রত্যেক উপজেলায় এ ধরনের সহায়তা করা হয়। এভাবে বর্তমান সরকার অসুস্থ রোগীদের চিকিৎসায় টাকা দেয়, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধীসহ নানারকম ভাতা দেয়, বিনামূল্যে চাল দেয়, টিসিবির মাধ্যমে কমমূল্যে নানারকম নিত্যপ্রয়োজনীয় সামগ্রী দেয়। এভাবে সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা
শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার। নির্বাচন সন্নিকটে। অনেকে আসবে, অনেক কথা বলবে। কিন্তু আপনাদের পাশে কোন সরকার ছিল, তা আপনাদের মনে রাখতে হবে। বর্তমান এই সময়ে কেউ কাউকে ৫০০ টাকা সহায়তা করে না, ভাই ভাইকে ৫ হাজার টাকা দেয় না। কিন্তু আওয়ামী লীগ সরকার অসহায়দের পাশে দাঁড়িয়ে এভাবে ৫০ হাজার টাকা করে সহায়তা প্রদান করছে। গতকাল শুক্রবার উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং সমাজসেবা অফিসের সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউল গনি ওসমানী। সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার, ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেব প্রসাদ চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, উপজেলা সমবায় কর্মকর্তা দিবাকর দাশ মান্না প্রমুখ।
মন্তব্য করুন