রফিকুল ইসলাম, রংপুর
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১১:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

চাঁদার টাকায় সাঁকো

ভোগান্তিতে ৪ গ্রামের মানুষ
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে গোল্ডেনের ঘাট এলাকায় নিজেরাই বাঁশের সাঁকো বানিয়ে চলাচল করেন স্থানীয়রা। ছবিটি সম্প্রতি তোলা
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে গোল্ডেনের ঘাট এলাকায় নিজেরাই বাঁশের সাঁকো বানিয়ে চলাচল করেন স্থানীয়রা। ছবিটি সম্প্রতি তোলা

মরা তিস্তা নদীর ওপর একটি বাঁশের সাঁকোই চার গ্রামের মানুষের চলাচলের পথ। রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে প্রায় ২০ হাজার মানুষ বছরের পর বছর এ সাঁকো দিয়েই চলাচল করে। স্থানীয়দের চাঁদার টাকায় নির্মিত বাঁশের সাঁকো দিয়ে পৌরসভা ও উপজেলা সদরে যাতায়াত করে গ্রামের মানুষ। এমনকি কৃষিপণ্য পরিবহনে কৃষকদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

সরেজমিন দেখা গেছে, হারাগাছে গোল্ডেনের ঘাট এলাকায় প্রায় ৩০০ মিটারের মরা তিস্তা নদীর ওপর এ বাঁশের সাঁকো রয়েছে। সাঁকোর ওপর দিয়ে রাজপুর ইউপির চিনাতুলি, প্রেমের বাজার, খুনিয়াগাছ ইউপির তালপট্টি, হরিণ চড়া, মিলন বাজার, টঙ্গী বাজার, হারাগাছ পৌরসভার চরচতুরা, ধুমগারা, পল্লীমারি গ্রামের মানুষজন প্রতিদিনই যাতায়াত করছে।

স্থানীয়রা জানিয়েছে, ২০১৩ সালের আগে মানুষ বন্যা এবং পানি মৌসুমে নৌকা দিয়ে পারাপার হতো। শুষ্ক মৌসুমে হেঁটে, মোটরসাইকেল, সাইকেলে পার হতো এবং কৃষিপণ্য আনা-নেওয়া করত। ২০১৩ সালে স্থানীয়রা চাঁদা তুলে বাঁশের সাঁকো তৈরি করে। প্রতিবছর দুই পাড়ের লোকজন টাকা তুলে সাঁকোটি মেরামতও করে। সেই ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে কোনোরকমে চলাচল করা গেলেও জনগণের দুর্ভোগ কমছে না।

মরা তিস্তা নদীর ওই পাড়ে পল্লীমারি উচ্চ বিদ্যালয়, চরচতুরা প্রাথমিক বিদ্যালয়, সাংচর ভাঙ্গীটারি বেসরকারি বিদ্যালয়, ইউএনএ বাংলাবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ পাঁচটি প্রাথমিক বিদ্যালয়, দুটি মাদ্রাসা ও পাঁচটি ছোট-বড় বাজার রয়েছে। প্রতিদিনই বিদ্যালয়গামী শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে।

ভুক্তভোগী স্থানীয়রা ক্ষোভের সঙ্গে বলছেন, ‘ভোটের আগে সবাই পুল দিবের চায়, কেউ কথা রাখে না। ভোটও শ্যাষ, পুলও শ্যাষ। গেল ত্রিশ বছর ধরি এমন কাণ্ড দেখোছি। ঝরির দিন যখন মেলা পানি হয় তখন এ পুল দিয়ে মানুষ চলাচলের অসুবিধা হয়া যায়। তখন ওইদিকের মানুষরা যাইতে ভয় করে। সন্ধ্যার পর সাইকেল বা মোটরসাইকেল নিয়ে যাওয়া যায় না।’

মমিনুল ইসলাম নামে এক ব্যক্তি বলেন, কয়েক দিন পরপর ব্রিজ মেরামত করা হয়, মেরামতের জন্য প্রতি সোম ও শুক্রবার হাটের দিনে যে যেমন পারে টাকা দেয়। এভাবে সপ্তাহে ৭০০ থেকে ৮০০ টাকা ওঠে, সেই টাকা দিয়ে ধীরে ধীরে মেরামত করা হয়।

দরোদি স্কুলের ছাত্র আশিকুর রহমান বলে, আমরা ব্রিজের ওই পাশ থেকে আসি, যখন বর্ষা হয় তখন আমাদের চলাচলে খুব অসুবিধা হয়ে যায়। আমরা ছাত্ররা তো আসতে পারি কিন্তু ছাত্রীরা আসতে পারে না। ব্রিজটা যদি ভালো হতো তাহলে আমাদের স্কুল যেতে সুবিধা হতো।

কাউনিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বলেন, সেতুটি নিয়ে এলজিইডিসহ বিভিন্ন জায়গায় প্রস্তাব দেওয়া হয়েছে। এখনো কোনো সাড়া পাইনি। আমি চেষ্টা করছি। কারণ মানুষষের অনেক দুর্ভোগ হচ্ছে।

হারাগাছ পৌরসভার মেয়র এরশাদুল হক বলেন, গোল্ডেনের ঘাটে সেতু নির্মাণের জন্য বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছে যাব। আমি চেষ্টা করব আমার সময়ে যেন ব্রিজটা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রুটিপূর্ণ ভবন নির্মাণে রাজউকের দায় আছে : চেয়ারম্যান

ফান্ড পেলে বন্ধ চিনিকল চালু করা হবে : শিল্প উপদেষ্টা 

৮ গোলের ম্যাচে ৭ গোল হজম আর্জেন্টিনার

মাসদাইর কবরস্থান মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজনে মাসুদুজ্জামান

৬১ হাজার টন গম নিয়ে যুক্তরাষ্ট্রের জাহাজ ভিড়ল চট্টগ্রামে 

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ১০ শিক্ষার্থীসহ দগ্ধ ১৯

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে পালাল সিংহ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ১২ দলীয় জোট

ফুটবল বিশ্বকাপের টিকিট পেল ৪২ দল, বাকি আরও ছয়

বাথরুমে পড়ে ছিল নারী প্রভাষকের লাশ, মাথায় আঘাতের চিহ্ন

১০

নভেম্বরের সেরার লড়াইয়ে বাংলাদেশের তাইজুল

১১

উইগ্রোর আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন

১২

অনলাইনে ইনভেস্টমেন্টের ফাঁদে ফেলে কোটি টাকা আত্মসাৎ

১৩

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স নিয়ে কাতার দূতাবাসের বার্তা

১৪

কাতার নয়, খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স আসবে যে দেশ থেকে

১৫

আরও বাড়ল স্বর্ণের দাম

১৬

কর্মবিরতিতে থাকা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি

১৭

নির্বাচন প্রস্তুতি সম্পন্ন, এখন মুখ্য খালেদা জিয়ার সুস্থতা : রিজভী

১৮

১০ লাখ টাকা ঘুষ চাওয়া সেই নাহিদকে পদ দিল এনসিপি

১৯

যারা মাইনাস ফোরের কথা বলছেন তারা স্বৈরাচারের দোসর : প্রেস সচিব

২০
X