জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ০২ জুলাই ২০২৩, ১১:৪৬ এএম
প্রিন্ট সংস্করণ

জগন্নাথপুরে প্রবাসীর বিরুদ্ধে শ্মশানঘাট দখলের অভিযোগ

ছবি : কালবেলা
ছবি : কালবেলা

সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসী মুহিত মিয়াসহ দুজনের বিরুদ্ধে সনাতন ধর্মাবলম্বীদের শ্মশানঘাট দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে কলকলিয়া ইউনিয়নের গোরারগাঁও গ্রামের হিন্দু সম্প্রদায়ের পক্ষে ৫০ জনের স্বাক্ষরিত লিখিত অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর দেওয়া হয়েছে।

অভিযুক্ত ইংল্যান্ডপ্রবাসী মুহিত মিয়া কলকলিয়া ইউনিয়নের বড় মোহাম্মদপুর গ্রামের মৃত সমসু মিয়ার ছেলে ও অন্য অভিযুক্ত গোরারগাঁও গ্রামের মৃত মনাই উল্লার ছেলে লাল মিয়া।

অভিযোগে জানা গেছে, উপজেলার কলকলিয়া ইউনিয়নের গোরারগাঁও মৌজার শ্মশানের ভূমি মুহিত মিয়া অভিযুক্ত লাল মিয়ার কাছ থেকে কিনেছেন দাবি করে জোরপূর্বক দখল করেন। এর পর থেকে মুহিত মিয়ার লোকজনের বাধায় ওই শ্মশানঘাট শবদাহের কাজ বন্ধ রয়েছে। মরদেহ নিয়ে গেলে ফিরে আসতে হয় সংখ্যালঘুদের।

গোরারগাঁও গ্রামের অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক করুনা সিন্ধু দাশ বলেন, ‘বংশ পরম্পরায় ওই শ্মশানঘাটে আমাদের পূর্বপুরুষরা শবদাহে কাজ করে আসছেন। দীর্ঘদিন ধরে প্রবাসী মুহিত মিয়া আমাদের শ্মশানঘাট বেদখলের পাঁয়তারা শুরু করেন। এ নিয়ে এলাকার লোকজন সালিশ-বৈঠকের আয়োজন করলে মুহিত মিয়া দলিল বা ওই জায়গার কাগজপত্র নিয়ে আসেন না। বর্তমানে শ্মশানঘাট মুহিত মিয়া জোরপূর্বক দখল করে নিয়েছেন।’

ওই গ্রামের আরেক বাসিন্দা রজন বৈদ্য বলেন, ‘আমরা সংখ্যালঘু হওয়ায় ইংল্যান্ডপ্রবাসী আমাদের শ্মশানঘাট অবৈধভাবে দখল করে নিয়েছেন। এখন শ্মশানে শবদাহ করতে দেওয়া হয় না। আমাদের শ্মশানঘাট দখল মুক্ত হওয়া জরুরি। এ শ্মশানঘাট ছাড়া আমাদের আর শবদাহের কোনো জায়গা নেই।’

এ বিষয়ে অভিযুক্ত মুহিত মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘আমি হিন্দু সম্প্রদায়ের শ্মশান ভূমি দখল করিনি। আমি গোরারগাঁও গ্রামের লাল মিয়ার কাছ থেকে ৮ থেকে ১০ বছর আগে জায়গা কিনেছি।’

অন্য অভিযুক্ত লাল মিয়া বলেন, ‘আমি পতিত জায়গা বিক্রি করেছি। হিন্দু সম্প্রদায়ের শ্মশান ভূমি বিক্রি করিনি। বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তি করে শ্মশান ভূমি আলাদা করে দিতে চেষ্টা করছি।’

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত করে পদক্ষেপ নেওয়া হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যারা অত্যাচার-নির্যাতন করেছে তাদের বিচার হতেই হবে : হুম্মাম কাদের

স্বাস্থ্য পরামর্শ / চোখের লাল-জ্বালা: এডেনোভাইরাল কনজাঙ্কটিভাইটিসের প্রাদুর্ভাব

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবি’র ৫ দফা দাবি

১০

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

১১

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

১২

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

১৩

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

১৪

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

১৬

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

১৭

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

১৮

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

১৯

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

২০
X