রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে একটি বাঘাইড় ধরা পড়েছে। গতকাল শুক্রবার সকালে জব্বার শেখ নামে এক জেলের জালে সাড়ে ২৭ কেজি ওজনের মাছটি ধরা পড়ে। জব্বার শেখ বলেন, প্রতিদিনের মতো রাতে পদ্মায় সহযোগীদের নিয়ে ট্রলারে মাছ ধরতে যান। রাতে তেমন মাছ ধরা না পড়ায় নদীতে জাল ফেলে অপেক্ষায় থাকি। সকালের দিকে জাল টেনে তুলতেই বড় ধরনের টান অনুভব করি। পরে দেখতে পাই বড় একটি বাঘাইড় ধরা পড়েছে। মাছটি সকালে বিক্রির জন্য দৌলতদিয়ার রওশনের আড়তে নিয়ে এলে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ মাছটি উন্মুক্ত নিলামে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৩৮ হাজার ৫০০ টাকায় কিনে নেন। মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, সকাল ১০টার দিকে রওশনের আড়ত থেকে মাছটি উন্মুক্ত নিলামে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে কিনে নিই। পরে যোগাযোগ করে মাছটি প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে ৪১ হাজার ২৫০ টাকায় ঢাকার মিরপুরে বিক্রি করেছি।
মন্তব্য করুন