কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০২:০৪ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৭:২৯ এএম
প্রিন্ট সংস্করণ
প্রত্যয় স্কিম

শিক্ষকদের আন্দোলন চলবে

প্রত্যয় স্কিম পেনশন বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
প্রত্যয় স্কিম পেনশন বাতিলের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাগাতার কর্মসূচি চলছে। গতকাল শনিবার সাপ্তাহিক ছুটির দিন কোনো কর্মসূচি না থাকলেও বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে সান্ধ্যকালীন কোর্সের ক্লাস-পরীক্ষা এবং অন্য দাপ্তরিক কাজ বন্ধ ছিল। তবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি), মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ (মাভাবিপ্রবি) কয়েকটি বিশ্ববিদ্যালয়ে শনিবার সাপ্তাহিক ছুটি না থাকায় শিক্ষকরা কর্মবিরতি পালন করেছেন। আজ রোববার থেকে ফের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত কর্মসূচি শুরু হবে।

জানা গেছে, ঢাকাসহ বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও বুয়েট, যবিপ্রবি, মাভাবিপ্রবিসহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি বৃহস্পতি ও শুক্রবার। তাই এসব বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা গতকাল কর্মবিরতি পালন করেন।

গতকাল বুয়েট শিক্ষকদের কর্মবিরতিতে যোগ দেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নিজামুল হক ভূঁইয়া। তিনি বলেন, এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ আলোচনার জন্য ডাকেনি। আমাদের প্রত্যাশা, সরকার থেকে দ্রুত আলোচনার জন্য ডাকা হবে। তা না হলে আমাদের আন্দোলন চলবে।

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী বলেন, পেনশন স্কিম বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা করা দরকার ছিল। এই স্কিমে ক্ষতিগ্রস্ত হবে ভেবেই শিক্ষকরা আন্দোলনে নেমেছেন। এর আগে শিক্ষকরা যখন অবসরের বয়সসীমা বাড়াতে বলেছিল, তখন কেউ কেউ এর বিরোধিতা করেছিলেন। এখনো অনেকেই বিরোধিতা করছেন। এভাবে চলতে থাকলে এ সমস্যার সমাধান হবে না। কাজেই মন্ত্রী পর্যায় নয়, এখানে সরাসরি প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ লাগবে। পাবলিক বিশ্ববিদ্যালয়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি প্রধানমন্ত্রীর সফট কর্নার রয়েছে, তিনি এ বিষয়ে হস্তক্ষেপ করলে সমস্যার সমাধান হবে।

প্রসঙ্গত, গত ১৩ মার্চ অর্থ মন্ত্রণালয় থেকে প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন জারির পর এটিকে বৈষম্যমূলক উল্লেখ করে এর বিরুদ্ধে সরব হন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। কিছু কর্মসূচি পালনের পর ৪ জুন অর্ধদিবস কর্মবিরতি পালন করেন তারা। এর পরও দাবির বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ না নেওয়ায় ২৫-২৭ জুন টানা তিন দিন অর্ধদিবস কর্মবিরতি পালন করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এর পরও দাবি আদায় না হওয়ায় ১ জুলাই থেকে লাগাতার কর্মবিরতিতে যান। তাদের এই কর্মসূচি চলাকালীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আলোচনার জন্য ডাকলেও পরে সেটি স্থগিত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিধ্বংসী নাসিরে ঢাকার সহজ জয়, পঞ্চম হার নোয়াখালীর

যে ৯ জেলায় যেভাবে সফর করবেন তারেক রহমান

বিপুল অস্ত্র-গুলিসহ নারী আটক

রাবিতে যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত শিক্ষক বরখাস্ত

গরুচোর সন্দেহে প্রবাসীকে পিটিয়ে হত্যা

এনসিপিকে ১০ আসন ছাড়ের বিষয়ে মুখ খুললেন ডা. তাহের

দুই মন্দিরের বিরোধ মিটিয়ে প্রশংসায় ভাসছে নুরুদ্দিন অপু

জকসু নির্বাচনে ১৮ কেন্দ্রের ফল প্রকাশ, কোন পদে কে এগিয়ে

ঢাকা-করাচি রুটে বিমানের ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা

সীমান্তে বিএসএফের গুলিতে মাটিতে লুটিয়ে পড়েন রনি

১০

জুলাই গণহত্যায় দায়ী ওসি-এসপিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা হবে : রিফাত

১১

টাকা তুলে ফেরার পথে সাবেক সেনাসদস্য নিহত

১২

হাদি হত্যার আসামি ফয়সালের ৫৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

১৩

ঢাবির ‘বিশেষ চাহিদাসম্পন্ন’ শিক্ষার্থীদের উত্তরপত্র আলাদা পাঠানোর নির্দেশ

১৪

বিশ্বকাপে বাংলাদেশ কি ওয়াকওভার দেবে, যা জানালেন বিসিবি পরিচালক

১৫

ট্রাম্পের সাক্ষাৎ পেতে ‘স্যার’ ডেকে আকুতি জানিয়েছিলেন মোদি

১৬

গ্রেপ্তারের পর যুবলীগ নেতার পোস্ট, লিখলেন ‘আমাকে পুলিশ ধরল’

১৭

অক্ষয় খান্নার চরিত্র যেভাবে ‘ছিনিয়ে’ নেন আমির!

১৮

সিবিআইয়ের জেরার মুখে থালাপতি বিজয়

১৯

বিএনপিতে যোগ দিলেন এনসিপির সাবেক কেন্দ্রীয় নেতা

২০
X