বিশেষ প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ০৩:০৩ এএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৪, ০৭:৫৯ এএম
প্রিন্ট সংস্করণ

জুলাই-আগস্টের গণহত্যার তদন্তে সময় এক মাস

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
জুলাই-আগস্টের গণহত্যার তদন্তে সময় এক মাস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত জুলাই-আগস্টে গণহত্যা চালানোর অভিযোগে দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে চলমান তদন্ত কার্যক্রম এক মাসে শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ বিগত সরকারের মন্ত্রিসভার সদস্য, উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে দায়ের করা আরেকটি মামলার তদন্তও এ সময়ের মধ্যে শেষ করতে বলা হয়েছে। তদন্ত শেষ করে আগামী ১৭ ডিসেম্বর প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ বিচারের জন্য গঠিত ট্রাইব্যুনাল। এ ছাড়া এক মামলায় গ্রেপ্তার শেখ হাসিনা সরকারের ১১ মন্ত্রী-প্রতিমন্ত্রী, একজন আমলা ও একজন বিচারপতিকে গতকাল সোমবার ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাদের কারাগারে আটক রাখার আদেশ দেন ট্রাইব্যুনালের নেতৃত্বদানকারী বিচারক গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ।

আদেশের পর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সাংবাদিকদের বলেন, জুলাই-আগস্টের হত্যাকাণ্ড ছাড়াও বিডিআর হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ডসহ সব মানবতাবিরোধী অপরাধের কেন্দ্রবিন্দুতে ছিলেন শেখ হাসিনা। অন্য যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা ছিলেন তার সহযোগী। ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য যা যা করার তার সবই করেছেন শেখ হাসিনার সহযোগীরা। তিনি আরও বলেন, বিগত সরকারের ১৩ জনকে অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আগামী দিনে যারা ফ্যাসিস্ট হতে চায়, তাদের জন্য আজকের দিনটি এক শিক্ষার দিন। মানবতাবিরোধী অপরাধ করে চিরদিন ক্ষমতায় থাকা যায় না।

পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক সরকারের ১২ জন মন্ত্রী-উপদেষ্টা, একজন কর্মকর্তা ও একজন বিচারপতিকে কারাগার থেকে হাজির করার কথা ছিল। কিন্তু এদের মধ্যে সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক একটি মামলায় রিমান্ডের কারণে টাঙ্গাইলের মির্জাপুরে থাকায় তাকে হাজির করা সম্ভব হয়নি। আগে থেকেই সিদ্ধান্ত থাকায় সাবেক সরকারের ভিআইপিদের আনাকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা বলয় গড়ে তোলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সাংবাদিকদের অনেকে আদালত ভবনের সামনে যেতে পারলেও সুনির্দিষ্ট পাস ছাড়া এজলাস কক্ষে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি। তার পরও আদালত কক্ষ ছিল কানায় কানায় পূর্ণ।

বেলা সাড়ে ১০টার দিকে সাবেক সরকারের ১৩ মন্ত্রী, উপদেষ্টা ও প্রতিমন্ত্রীকে প্রিজন ভ্যানে করে বিভিন্ন কারাগার থেকে ট্রাইব্যুনালের গারদখানায় ঢোকানো হয়। বেলা পৌনে ১১টার দিকে শেখ হাসিনা সরকারের গড়া যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধের বিচার হয়েছিল, জুলাই-আগস্ট গণহত্যার অভিযোগে সেই ট্রাইব্যুনালের কাঠগড়ায় নেওয়া হয় সাবেক সরকারের মন্ত্রী-উপদেষ্টাদের।

নিচে কাঠের রেলিং আর উপরে কাচ ঘেরা কাঠগড়ার ভেতরে চেয়ারে বসে আদালতের কার্যক্রম শুনেছেন আসামিরা। আসামিদের মধ্যে আনিসুল হক, সালমান এফ রহমান, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) ফারুক খান, তৌফিক-ই-ইলাহী চৌধুরী, গাজী গোলাম দস্তগীর, কামাল আহমেদ মজুমদার, শাজাহান খান, সাবেক সচিব জাহাঙ্গীর আলম চৌধুরী, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং জুনাইদ আহমেদ পলক কাঠগড়ায় ছিলেন। শুধু দীপু মনিকে কাঠগড়ার বাইরের পাশে একটি চেয়ারে বসে থাকতে দেখা যায়। শুনানিকালে দু-একজনকে একে অন্যের সঙ্গে কথা বলতে দেখা গেলেও অধিকাংশই ছিলেন বিমর্ষ।

বেলা ১১টায় বিচারকরা এজলাসে প্রবেশ করলে আদালতের কার্যক্রম শুরু হয়। আদালতের শুরুতেই চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আসামিপক্ষের আইনজীবী এহসানুল হক সমাজীর বিষয়ে ট্রাইব্যুনালের দৃষ্টি আকর্ষণ করেন। অ্যাডভোকেট সমাজী সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ পাঁচজনের প্রতিনিধিত্ব করার জন্য ট্রাইব্যুনালে এসেছিলেন। তখন তাজুল ইসলাম ট্রাইব্যুনালকে জানান, এহসানুল হক সমাজী সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন। সে কারণে তিনি এখন আসামিদের পক্ষে দাঁড়ালে সেটি ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ বা স্বার্থের দ্বন্দ্ব হতে পারে। তিনি অ্যাডভোকেট সমাজীকে শুনানি থেকে বিরত রাখার অনুরোধ জানান।

অ্যাডভোকেট সমাজী আদালতকে বলেন, তিনি এ বিষয়ে কিছু জানেন না। তখন তাজুল ইসলাম বলেন, তিনি দায়িত্ব নিয়েই বলছেন এবং সরকারের দিক থেকে খুব শিগগিরই এটি তাকে জানানো হবে। তখন ট্রাইব্যুনাল অ্যাডভোকেট সমাজীর কাছে জানতে চান, তিনি এখন কী করবেন। জবাবে সমাজী বলেন, তিনি বিষয়টি নিয়ে কিছু জানেন না এবং সরকারের দিক থেকে এমন কিছু এলে তিনি সেটি প্রত্যাখ্যানও করতে পারেন। তার পরও চিফ প্রসিকিউটর যেহেতু বলছেন সে কারণে বিতর্ক এড়াতে ও আদালতের প্রতি শ্রদ্ধা দেখিয়ে শুনানি করছি না।

পরে আজিজুর রহমান নামে আরেকজন আইনজীবী আসামিদের পক্ষে কথা বলবেন বলে জানান মি. সমাজী। তবে আজিজুর রহমানের এফিডেভিটকৃত আবেদন বিচারকরা হাতে না পাওয়ায় তার বক্তব্য তিনি উপস্থাপন করতে পারেননি। এরপর জুলাই-আগস্টের ঘটনায় ‘গণহত্যা মামলা’র প্রথমটি নিয়ে বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই মামলার একমাত্র আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুনানিতে তাজুল ইসলাম, ‘গত ১৫ বছরের শাসনামলে এমন কোনো মানবতাবিরোধী অপরাধ নেই, যেটা শেখ হাসিনা করেননি। সব মানবতাবিরোধী অপরাধের কেন্দ্রবিন্দু ছিলেন শেখ হাসিনা। আর উপস্থিত এই আসামিরা এসব অপরাধ সংগঠনে সহযোগিতা করে গেছেন। সর্বশেষ জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে দেড় হাজারের বেশি মানুষকে হত্যা, অঙ্গহানিসহ ২৫ হাজারের বেশি মানুষকে আহত করা হয়েছে। গণহত্যার মধ্য দিয়ে শেখ হাসিনা চেয়েছিলেন ক্ষমতা প্রলম্বিত করতে। তবে এসব অপরাধের বিচারিক প্রমাণ সংগ্রহে আরও সময়ের প্রয়োজন। এজন্য তিনি আদালতের কাছে দুই মাসের সময় চান। আদালত এক মাসের মধ্যে তদন্ত রিপোর্ট আদালতে উপস্থাপনের নির্দেশ দেন।

এরপর চিফ প্রসিকিউটর ইসলাম দ্বিতীয় মামলায় শেখ হাসিনা পরিবারের সদস্য এবং তার দলের নেতাসহ সাবেক কিছু সরকারি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগগুলো তুলে ধরেন। এসব অভিযোগের তদন্ত শেষ করতে সময় চাইলে আদালত এক মাস সময় দেন। একই সঙ্গে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল ও পরবর্তী শুনানির জন্য ১৭ ডিসেম্বর দিন ধার্য করেন। এর আগে গত ২৪ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।

শেখ হাসিনা কোথায়

চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের কাছে শেখ হাসিনার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার কী হলো জানতে চান আদালত। তাজুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে তারা জানতে পেরেছেন তিনি ভারতে পালিয়ে গেছেন। সেজন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির প্রক্রিয়া চলছে। এরপর ভারতের সঙ্গে যে বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে সে অনুযায়ী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতকে অনুরোধ জানাবে সরকার।

শুনানিতে তাজুল ইসলাম বলেন, শুধু জুলাই-আগস্ট মাসেই নয়, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই গুম-খুন ও হত্যার বীভৎসতা সৃষ্টি করে। হিটলারের সময়ের কনসেনট্রেশন ক্যাম্পের মতো ক্যাম্প তৈরি করে তাতে নিষ্ঠুরভাবে বন্দিদের নির্যাতন করা হয়েছে। তারা শুধু গণহত্যাই করেনি, নির্যাতনের যত রকম পন্থা রয়েছে সবই বাস্তবায়ন করেছে, যা হিটলারের নাৎসি বাহিনীর কথা মনে করিয়ে দেয়।

এর মধ্যে কাঠগড়া থেকে দুবার সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার দাঁড়িয়ে ‘মাননীয় আদালত’ শব্দগুলো উচ্চারণ করলেও তা আদালতের দৃষ্টিতে আসেনি। কাছে থাকা একজন পুলিশ সদস্য এগিয়ে মি. মজুমদারকে একাধিকবার তার চেয়ারে বসিয়ে দেন। মামলার কার্যক্রম শেষ হলে আদালত আসামিদের সঙ্গে তাদের স্বজন ও আইনজীবীদের সাক্ষাতের অনুমতি দেন। এরপর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারসহ বিচারকগণ এজলাস ছেড়ে যান। দুপুর ১টা ২০ মিনিটের দিকে কারাগারে নেওয়ার উদ্দেশ্যে আবারও প্রিজন ভ্যানে তোলা হয় গত ৯ মন্ত্রীসহ ১৩ আসামিকে। এ সময় সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাংবাদিকদের উদ্দেশ্যে দুই হাত তুলে দোয়া চান।

এদিকে আদেশের পর অ্যাডভোকেট তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ২০০৯ সাল থেকে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে রাজনীতিকরণ, দলীয়করণের মাধ্যমে একটি নিপীড়ক সংস্থায় পরিণত করা হয়েছিল, সে স্টোরি আমরা আদালতে তুলে ধরেছি।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত জুলাই ও আগস্টে গণহত্যার অভিযোগ ওঠে। এসব অভিযোগের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে নতুন প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থা গঠিত হয়েছে। বিচারের জন্য আইন সংশোধন ও ভবন মেরামতের কাজও চলমান। গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনাসহ আওয়ামী লীগ, ১৪ দলের নেতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাবেক শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত গুম, হত্যা, গণহত্যাসহ একশর বেশি অভিযোগ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা পড়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুক দিয়ে ঘানি টেনে সংসার চালান ষাটোর্ধ্ব দম্পতি

বাংলাদেশের কাছে হারের মূল কারণ জানালেন রশিদ খান

সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় বাংলাদেশের নিন্দা

‘রাজনৈতিক সংকট সমাধান ফিফার কাজ নয়’

ইতিহাসের প্রথম জুমার জামাতে কতজন মুসল্লি ছিলেন?

সুরা পড়ে মারুফার জন্য দোয়া করেন মা

খুব অল্প সময়ে সৃজিতের ঘনিষ্ঠ বন্ধু হয়েছি: সুস্মিতা

হারামাইনে আজ জুমা পড়াবেন যারা

রেললাইনের পাশে পড়ে ছিল যুবকের মরদেহ

সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ

১০

যে কারণে মেয়েকে লোকচক্ষুর আড়ালে রাখেন রানি

১১

শহীদ আবরার বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক : ডাকসু ভিপি

১২

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেল আরও দুই দেশ

১৩

যশোরের জামাই মেলায় এক দিনে কোটি টাকার মাছ বিক্রি

১৪

৯ রানে ৬ উইকেট হারালেও ‘টেনশনে’ ছিলেন না জাকের

১৫

দুপুরের মধ্যে ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে যেসব জেলায়

১৬

সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ৮ সাংবাদিক

১৭

যুক্তরাষ্ট্রে শাটডাউন দ্বিতীয় দিনে, সমাধান মিলছে না

১৮

টালিপাড়ায় রহস্যময় বার্তা দিলেন জিৎ

১৯

আফগান বধের দিন দুঃসংবাদ পেলেন মুস্তাফিজ

২০
X