গাইবান্ধা, রংপুর ও পীরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৩:১৫ এএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৩:১৯ এএম
প্রিন্ট সংস্করণ
ডা. শফিকুর রহমান

ক্ষমতায় গেলে অহংকার করার মতো দেশ গড়ব

ক্ষমতায় গেলে অহংকার করার মতো দেশ গড়ব

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে আমরা বৈষম্যহীন, মানবিক ও অহংকার করার মতো একটি দেশ গড়ে তুলব। যেখানে কোনো চাঁদাবাজি, দখলদারিত্ব, সন্ত্রাসী ও ঘুষ-দুর্নীতি থাকবে না। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে সাম্যের। সংখ্যাগুরু, সংখ্যালঘুর ধর্মীয় ভেদাভেদ থাকবে না। সব মানুষই দেশের নাগরিক হিসেবে পরিচিত হবে।

গতকাল মঙ্গলবার সকালে গাইবান্ধার ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলন এবং রংপুরে পথসভায় তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, শেখ হাসিনা ক্ষমতায় থাকতে কথায় কথায় টিকিট ছাড়াই দেশপ্রেমিকদের দেশ ছাড়তে বলতেন। তারা মনে করত, তারা দেশের মালিক, আর আমরা ভাড়াটিয়া।

তিনি বলেন, দীর্ঘদিন নির্যাতন-জুলুম সহ্য করে দিন পার করেছেন বাংলাদেশের মানুষ। গত ১৫ বছরে অসংখ্য মায়ের বুক খালি হয়েছে। আয়নাঘরে বন্দি রেখে জঙ্গিবাদের নাটক সাজানো হয়েছে। অসংখ্য মানুষকে বিনাবিচারে হত্যা-গুম করা হয়েছে।

শফিকুর রহমান বলেন, জাতীয় নির্বাচনের নামে বিনা ভোটে এমপিদের পাস করানো হয়েছে। নিশিরাতে ভোট হয়েছে। ২০২৪ সালে আমি আর ডামির নির্বাচন হয়েছে। এ সময় তিনি অভিযোগ করেন, পতিত ফ্যাসিবাদী সরকার বিডিআর বাহিনীকে ধ্বংস করেছে।

জেলা জামায়াতের আমির আব্দুল করিমের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মমতাজ উদ্দিন ও অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, জেলা জামায়াতের সাবেক আমির ডা. আব্দুর রহীম সরকার, সিনিয়র নায়েবে আমির বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ সরকার, জেলা সেক্রেটারি জহুরুল হক সরকার, সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান প্রমুখ।

এদিকে গতকাল বিকেলে রংপুরের পীরগঞ্জ বাসস্ট্যান্ডে পথসভায় বক্তব্য দেন জামায়াত আমির। এ সময় তিনি বলেন, আমরা কোনোভাবেই ফ্যাসিজমকে বরদাশত করব না।

শফিকুর রহমান বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচাররা দেশের বিচার বিভাগকে ধ্বংস করে দলীয় কার্যালয়ে পরিণত করেছিল। তারা আমাদের প্রতীক কেড়ে নিয়েছিল, দলকে নিবন্ধনহারা করেছিল। শেষ পর্যন্ত দিশেহারা হয়ে দলকে নিষিদ্ধ পর্যন্ত করেছিল। চার দিনের মাথায় আল্লাহতায়ালা তাদেরকেই নিষিদ্ধ করেছে।

এ ছাড়া মিঠাপুকুর কলেজ মাঠে পথসভায় জামায়াত আমির বলেন, আওয়ামী লীগের হম্বিতম্বি,

জুলুম-অত্যাচার, খুন-গুম, লুণ্ঠন সবকিছু সীমা ছাড়িয়ে গিয়েছিল। এজন্য মানুষ অতিষ্ঠ হয়ে রাস্তায় নেমে এসেছিল। তিনি বলেন, আওয়ামী লীগ সবচেয়ে বেশি জুলুম করেছে জামায়াতে ইসলামীর ওপর।

শফিকুর রহমান আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে থেমে নেই। আনসারকাণ্ড, জুডিশিয়াল ক্যুসহ বিভিন্ন ষড়যন্ত্র করা হচ্ছে। মাঝখানে একটি ধর্মীয় জনগোষ্ঠীর আবেগকে উসকে দিয়ে বাংলাদেশের জনগণের বিপক্ষে যুদ্ধ লাগানোর চেষ্টা করা হয়েছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি থেকে পালিয়ে প্রেমিককে বিয়ে, সেই তরুণীর রহস্যজনক মৃত্যু

টটেনহ্যামকে উড়িয়ে প্রিমিয়ার লিগে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল

যে কারণে ক্ষমা চাইলেন বাফুফে সভাপতি

গাজায় সেনা পাঠানো নিয়ে নতুন সংকটে পাকিস্তান

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ৬১ ক্রিকেট ব্যাট-বল বিতরণ

ভূমিকম্পে আহত হামীমের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন

৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা

খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক

ফাইনালে সুপার ওভারে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

বিদেশিদের হাতে বন্দরের ব্যবস্থাপনা তুলে দেওয়া অদূরদর্শী সিদ্ধান্ত : লায়ন ফারুক

১০

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় / পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয় মেজর সিনহাকে

১১

কর্মী নিয়োগ নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব

১২

সোনালী ব্যাংকে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে প্রতারণা

১৩

জাল টাকার নোটসহ আটক ২

১৪

রাজশাহীতে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

এসএ সিদ্দিক সাজুকে বিএনপির শোকজ

১৬

বিএনপি নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : সেলিমা রহমান

১৭

মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার

১৮

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত : রিজভী

১৯

যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা, কমান্ডারকে নিহতের দাবি ইসরায়েলের

২০
X