মুক্তিযোদ্ধাদের ৫০ লাখ টাকা আত্মসাতের মামলায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও এলডিপির মহাসচিব রেদোয়ান আহম্মেদকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে তাকে ৫০ লাখ টাকা জরিমানারও আদেশ দেওয়া হয়। গতকাল সোমবার ঢাকার বিশেষ জজ ২ এর বিচারক মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় মুক্তিযোদ্ধা সংসদের মহাসচিব শাহ আলম চৌধুরীকে খালাস দেওয়া হয়।
দুদকের আইনজীবী মীর আহম্মেদ সালাম বলেন, পলাতক থাকায় সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ানের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
২০০৭ সালের ১৫ ফেব্রুয়ারি রমনা থানায় রেদোয়ান আহমেদ ও শাহ আলমের বিরুদ্ধে মামলাটি করে দুদক। অভিযোগে বলা হয়, ২০০২ সালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের তৎকালীন প্রতিমন্ত্রী ও মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান রেদোয়ান আহমেদ এবং মুক্তিযোদ্ধা সংসদের তৎকালীন অর্থ সচিব শাহ আলম ৫০ লাখ টাকা আত্মসাৎ করেন।
মন্তব্য করুন