শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
জাফর আহমেদ
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৫, ০২:৪০ এএম
আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৭:৪০ এএম
প্রিন্ট সংস্করণ

ফেব্রুয়ারিতে ঘোষণাপত্রের আশায় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলন

জুলাই গণঅভ্যুত্থান
ফেব্রুয়ারিতে ঘোষণাপত্রের আশায় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলন

জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশে বিলম্ব হওয়ায় অসন্তোষ তৈরি হয়েছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের মধ্যে। তারা বলছেন, অভ্যুত্থানে সর্বস্তরের জনগণ যেমন অংশ নিয়েছিল, তেমনি অভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশও তাদের দাবি। ঘোষণাপত্র হলো গণঅভ্যুত্থানের স্বীকৃতি। এটা নিয়ে সময়ক্ষেপণ করা উচিত নয়। এমন পরিস্থিতিতে জাতীয় নাগরিক কমিটি আশা করছে, সব রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র প্রকাশ করা হবে।

অভ্যুত্থানের পর সরকারের পক্ষ থেকে কোনো উদ্যাগ না আসায় আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনই গত ৩১ ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশে উদ্যোগী হয়। তবে সে সময় তাদের থামিয়ে দিয়ে অন্তর্বর্তী সরকার জানায়, ঘোষণাপত্র সরকারই প্রকাশ করবে। এরপর ঘোষণাপত্র প্রকাশে সরকারকে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা। তবে সেই সময়ের মধ্যেও প্রকাশ হয়নি ঘোষণাপত্র।

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী আন্দোলনকারীরা বলছেন, রাজনৈতিক দলের মতামত গ্রহণ করার জন্য সময়ক্ষেপণ করা হচ্ছে। আন্দোলনের পর পাঁচ মাস পার হলেও এখনো ঘোষণাপত্র প্রকাশ না হওয়ায় আন্দোলনকারীদের মন খারাপ ও অসন্তোষ থাকা অস্বাভাবিক কিছু নয়। তবে গত ১৬ জানুয়ারি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের বিষয়ে অন্তর্বর্তী সরকারের মতামত চাওয়াকে ইতিবাচক হিসেবেই দেখছেন তারা।

জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন কালবেলাকে বলেন, ‘একটা অভ্যুত্থানের পরে ঘোষণাপত্র লাগবে। এ বিষয়ে দ্বিমত ছাড়া সবার মতামত নেওয়ার চেষ্টায় আছে সরকার। তবে যথেষ্ট স্লো। দেশের রাজনৈতিক দলগুলোকে ওইভাবে বোঝানো উচিত—গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র তাদের জন্য অত্যন্ত জরুরি। ভবিষ্যতে তাদের রাজনীতি নিরাপদ করা এবং তরুণবান্ধব করার জন্য ঘোষণাপত্র দরকার। তাদের সঙ্গে কথা বললে তাড়াতাড়ি হতে পারে। আন্দোলনের পর ঘোষণাপত্র না দেওয়া একটি অসমাপ্ত কাজ ছিল বৈষম্যবিরোধীদের। সেই কাজটা আবার হাতে নেওয়া হয়েছে। যখন এই কাজ পিছিয়ে যায় তখন আমরা মনে করি রাষ্ট্র দুর্বল। কারণ গণঅভ্যুত্থানের স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে দেরি ভালো মনে হয় না। গণঅভ্যুত্থানকে রক্ষা করার জন্য যেভাবে হোক না কেন সেটাকে পার করে ফেলা আমাদের জন্য জরুরি। যেহেতু ঘোষণাপত্র প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে, তাই এটা করা জরুরি।’

জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, ‘অক্টোবর মাসে বৈষম্যবিরোধীরা যে চারটি দাবি দিয়েছে, সেখানে রাষ্ট্রপতির পদত্যাগ, মুজিববাদী সংবিধান বাতিল, লাস্ট তিনটা নির্বাচন অবৈধ ঘোষণার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র প্রকাশের দাবি ছিল। কিন্তু সরকার ও রাজনৈতিক দলের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ দেখা যায়নি। সর্বশেষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উদ্যোগ নেয় ঘোষণাপত্র প্রকাশ করার। এরপর আমরা ৩১ ডিসেম্বর ঘোষণাপত্র প্রকাশের তারিখ নির্ধারণ করি। পরে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়, সরকার এটা ঘোষণা করবে। এরপর আমাদের দাবি ছিল ১৫ জানুয়ারি মধ্যে দিতে হবে, কিন্তু ঘোষণা করা হয়নি।’

তিনি বলেন, ‘যথাসময়ে ঘোষণাপত্র প্রকাশ করা ভালো মনে হয়। এ বিষয় নিয়ে অসন্তোষ হতে পারে। তার পরও গত ১৬ জানুয়ারি সব দলকে নিয়ে মিটিং করেছে সরকার। এখানে সব দলের সদস্যরা উপস্থিত ছিলেন। এই মিটিংয়ে ঘোষণাপত্র প্রকাশের বিষয় নিয়ে সব দলের মতামত চাওয়া হয়েছে। বিভিন্ন দল তাদের মতামত দেওয়া শুরু করেছে। তাই আশা করা হচ্ছে, ফেব্রুয়ারির মাঝামাঝিতে প্রকাশ করা হবে।’

বৈষম্যবিরোধী আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু বাকের মজুমদার কালবেলাকে বলেন, ‘সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে ঘোষণাপত্র প্রকাশ করা হবে। এটা নিয়ে কাজ চলছে এবং আশা করি খুব শিগগির ঘোষণাপত্র প্রকাশ করা হবে। যদি কালক্ষেপণ করা হয়, তাহলে আমাদের পক্ষ থেকে সর্বস্তরের জনগণকে নিয়ে মাঠের কর্মসূচি থাকবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাসনিম অনন্যার অনুসন্ধানে মহাবিশ্বের চাঞ্চল্যকর রহস্য উন্মোচন

২০২৬ বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা–ব্রাজিল?

বিশ্বকাপের গ্রুপ অব ডেথে ফ্রান্স

নুরুদ্দিন অপুর হাত ধরে আ.লীগ নেতার বিএনপিতে যোগদান

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: দেখে নিন কোন গ্রুপে কোন দল

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিপক্ষ যারা

রাতে আবার হাসপাতালে গেলেন জুবাইদা রহমান

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় ৩০টির বেশি দেশ

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ হয়েছে রক্তক্ষরণ

‘বাঁধের মাটি বড় বড় খণ্ড হয়ে ঝুপঝাপ শব্দে ভেঙে পড়ে’

১০

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

১১

দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

১২

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি যাত্রীসেবা

১৩

বিদেশি কোম্পানিকে ইজারা, প্রতিবাদে বিক্ষোভ 

১৪

যুবদল নেতা সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৫

দুই গ্রুপের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ১০

১৬

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক সাইফুল হক

১৭

পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই : মঞ্জু

১৮

খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখার জন্য শেখ হাসিনা বেঁচে আছেন : স্বপন

১৯

ভুয়া ফটোকার্ড ও অপপ্রচারের অভিযোগে জিডি করলেন ছাত্রদলের আবিদ-মায়েদ

২০
X