আমজাদ হোসেন হৃদয়
প্রকাশ : ২৯ মার্চ ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৮:৪৩ এএম
প্রিন্ট সংস্করণ

জুলাই শহীদ পরিবারে বিষাদের ঈদ

শোক কাটিয়ে উঠতে পারছেন না তারা
জুলাই শহীদ পরিবারে বিষাদের ঈদ

দরজায় কড়া নাড়ছে ঈদুল ফিতর। তবে সেই আনন্দের লেশমাত্র নেই জুলাই গণঅভ্যুত্থানে স্বজন হারানো পরিবারগুলোর মাঝে। আট মাস পেরিয়ে গেলেও শোক কাটিয়ে উঠতে পারছেন না তারা। উৎসবের কোলাহলের মাঝে তাদের মধ্যে বইছে বিষাদের সুর। কেউ সামর্থ্য থাকলেও কিনছেন না নতুন জামা, খাচ্ছেন না ভালো খাবার। আর কেউ বা একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দুচোখে অন্ধকার দেখছেন। সব মিলিয়ে ঈদের আনন্দের পরিবর্তে শহীদ পরিবারে ভর করছে দুঃখ ও বেদনা।

উত্তরার জামিয়া রওজাতুল উলুম মাদ্রাসার ইবতেদায়ি প্রথম বর্ষের শিক্ষার্থী আরাফাত হুসাইন। শহীদুল ইসলাম ও সালেহা আক্তার দম্পতির তিন ছেলেমেয়ের মধ্যে সে দ্বিতীয়। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের খবরে রাজধানীজুড়ে বিজয় মিছিল বের হয়। এই মিছিলে অংশ নেওয়ার আনন্দ থেকে নিজেকে সরিয়ে রাখতে চায়নি আরাফাত (১২)। তাই সেদিন বিকেলে সে অন্য সহপাঠীর সঙ্গে বেরিয়ে পড়ে। তবে মিছিলটি উত্তরার আজমপুর পূর্ব থানার সামনে যেতেই গুলি ছুড়তে থাকে পুলিশ। কিছু বুঝে ওঠার আগেই একটি গুলি আরাফাতের পেটের বাঁ পাশ দিয়ে ঢুকে ডান দিক দিয়ে বেরিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে নেওয়া হয় হাসপাতালে। এর পর থেকে আরাফাতকে নিয়ে শুরু হয় দরিদ্র মা-বাবার যুদ্ধ। শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। সাড়ে চার মাস চিকিৎসাধীন থাকার পর গত ডিসেম্বরে সে মারা যায়।

আরাফাতকে হারিয়ে শোকে স্তব্ধ গোটা পরিবার। আরাফাত যে ছিল তাদের ভালোবাসার মধ্যমণি! আরাফাতের কথা বলতেই কান্নায় ভেঙে পড়েন তার বড় ভাই হাসান আলী। কালবেলাকে তিনি বলেন, ‘ঈদ আসার কয়েকদিন আগে থেকেই নতুন জামার বাহানা ধরত সে। কখন মার্কেটে নিয়ে যাব, কিনে দেব। আমরা পারিবারিক সচ্ছল ছিলাম না। আমার বাবা রিকশা চালাইত। ওর যে চাহিদা ছিল তা আমরা পরিপূর্ণভাবে দিতে পারতাম না। চাহিদা অনুযায়ী ঈদের কেনাকাটা করে দিতে পারি নাই। তার প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাঁদাচ্ছে।’

হাসি মিলিয়ে গেছে শহীদ মেহেরুনের পরিবারে: মেহেরুন নেছা তানহার বয়স ছিল ২২ বছর। পড়াশোনা করছিলেন মিরপুরের হযরত শাহ আলী মহিলা কলেজে, অনার্স তৃতীয় বর্ষে। বাবা মোশাররফ হোসেন গাড়িচালক, মা আছমা আক্তার গৃহিণী। পড়ালেখার পাশাপাশি পার্টটাইম কাজ করতেন মেহেরুন নেছা। নিজের খরচ নিজেই বহন করতেন। পরিবারকেও করতে সহযোগিতা করতেন। ৫ আগস্ট নিভে গেছে এই প্রদীপ। সেদিন গণভবন ও সংসদ ভবন এলাকায় আনন্দ উদযাপন শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় মেহেরুন বাসায় ফেরেন। তখনো সেখানে চলছিল সংঘর্ষ। ভাইয়ের প্রতীক্ষায় জানালার সামনে দাঁড়াতেই একটা গুলি এসে লাগে তার শরীরে। মুহূর্তে মেঝেতে লুটিয়ে পড়েন মেহেরুন। তাড়াতাড়ি নিকটস্থ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কান্নাজড়িত কণ্ঠে মোশাররফ হোসেন কালবেলাকে বলেন, ‘অনেক বছর আমি বিদেশ ছিলাম। করোনার পর দেশে আসি। ভাবছি বাকি জীবনটা সন্তানদের নিয়ে কাটাব। মেহেরুন নেছা ছিল আমার বড় সন্তান। পৃথিবী একদিকে, আমার মেয়ে একদিকে—এত ভালোবাসতাম আমি তাকে। ঘরটা যেন মৃত বাড়ি হয়েছে। কেউ হাসিখুশি নেই, কেউ ভালো খাবার খায় না। কারণ আমার মেয়েটাই ঘরের মধ্যে উজ্জ্বল আলোর মতো ছিল। ঈদ, রমজান কোনো কিছুর আমেজ মোটেও নাই। ঈদের জন্য আমি দুই কেজি গরুর মাংস কিনে রাখছি কিন্তু মেয়ের শোকে আমার স্ত্রী বলছে, এই মাংস খাবে না। নিজের জন্য আমরা কিছুই কিনি নাই, কিনবও না। আমার মেয়ে যেহেতু নাই। আমাদের কিছুই দরকার নাই। কারণ আমাদের ঈদ আগেই শেষ হয়ে গেছে।’

মানবেতর জীবন কাটছে শহীদ মঞ্জুর পরিবারের: গাজীপুরে রাজমিস্ত্রির কাজ করতেন রংপুরের পীরগাছার মঞ্জু মিয়া (৪০)। ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে যোগ দিয়ে পুলিশের গুলিতে নিহত হন তিনি।

স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে গাজীপুরের বড়বাড়ি জয়বাংলা রোডে ভাড়া বাসায় থাকতেন মঞ্জু মিয়া। পীরগাছার গ্রামে থাকেন তার বৃদ্ধ মা-বাবা। পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি ছিলেন তিনি। ছেলের মৃত্যুর পর মানবেতর জীবন-যাপন করছেন তার বৃদ্ধ মা-বাবাসহ গোটা পরিবার।

শহীদ মঞ্জুর বাবা এনছার আলী কালবেলাকে বলেন, ‘আমার ছেলে না থাকায় শুধু শূন্যতা। আমি ছেলে হারালাম, তার ছেলেমেয়েরা হারিয়েছে বাবা। পুরো পরিবারটা নিঃস্ব হয়ে গেছে। তার ছেলেমেয়েরা আর হাসে না। নতুন জামাও তেমন কিনে নাই। আমাদের জন্য এবার আর ঈদ নাই। তার ছোট বাচ্চা আছে দুজন। তারা শুধু বাবা বলে কান্না করে।’

শহীদ মিরাজ হোসেনের বাসা রাজধানীর ডেমরা থানার পারডগাইরের মধুবাগে। গ্রামের বাড়ি কুমিল্লার তিতাস থানার সরস্বতীচর গ্রামে। বিবিএ পাস মিরাজ ছিলেন দুই ভাই, এক বোনের মধ্যে মেজো। ৫ আগস্ট সকাল ৯টার দিকে নাশতা খেয়ে কাউকে কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যান তিনি। যোগ দেন যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে। দুপুর ২টার পরপর যাত্রাবাড়ী থানার সামনে হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশের ছোড়া গুলি লাগে তার বুকের বাঁ পাশে। মাটিতে লুটিয়ে পড়েন তিনি। কয়েকজন তাকে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। মিরাজ ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম। তার মৃত্যুতে শোকাচ্ছন্ন পরিবার এখন দিশেহারাও।

শহীদ মিরাজের ছোট ভাই পাভেল হোসেন কালবেলাকে বলেন, ‘তার আয় দিয়েই আমাদের সংসারটা চলতো। তাকে হারিয়ে আমরা যেন সবকিছুই হারিয়েছি। মা-বাবা ইফতার করতে গেলে কান্না করে, সেহরি করতে গেলে কান্না করে। ঈদের সময় আম্মুর পছন্দ করে দেওয়া জামা সে পরতো, এসব স্মৃতি মনে করেও কান্না করে। আমার ভাই আমাদের মাঝে নেই, এটা আমরা কেউ মানতে পারছি না। আমরা দুই ভাই সবসময় একসঙ্গে থাকতাম। ঈদের নামাজ একসঙ্গে পড়তাম, নামাজ পড়ে এসে একসঙ্গে সেমাই খাইতাম। এ জিনিসগুলো এবার খুব মিস করব।’

খোঁজখবর না নেওয়ায় ক্ষোভ: জুলাই গণঅভ্যুত্থানের বেশিরভাগ শহিদ পরিবারের খোঁজ নেননি অন্তর্বর্তী সরকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। যা নিয়ে ক্ষুব্ধ শহিদ পরিবারের সদস্যরা। তারা বলছেন, যাদের জন্য নতুন দেশ তাদের অন্তত স্মরণ রাখা উচিত।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে যাত্রাবাড়ী এলাকায় শহিদ হন জসিম উদ্দিন। তার স্ত্রী সুলতানা রাজিয়া বলেন, গত বছর স্বামীর সঙ্গে একসঙ্গে ঈদ করেছি। ঈদে যা কিছু দরকার হতো সবকিছুই তিনিই ব্যবস্থা করতেন। এবার স্বামী নেই। ঈদে কী করব বুঝতে পারছি না। সরকারের পক্ষ থেকে আমাদের খোঁজ নেওয়া হয়নি।

শহীদ জাহাঙ্গীরের স্ত্রী তাসলিমা বেগম বলেন, ‘মাত্র কিছুদিন আগে আমার স্বামী শহিদ হয়েছেন। এত অল্প সময়ের মধ্যেই আমাদের আর কেউ খোঁজ রাখছে না। কীভাবে ঈদ করব এবং ঈদের বাজার করব, সে বিষয়ে সরকারের পক্ষ থেকে খোঁজ নেওয়া উচিত ছিল।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়াকাটা সৈকতে ভেসে এলো মৃত ডলফিন

শনিবার থেকে শুরু হচ্ছে বেফাকের ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষা

ষাটগম্বুজ মসজিদ ও বাগেরহাট জাদুঘরের ই-টিকিটিং সেবা চালু

জাপার সঙ্গে জোটে যাওয়া নিয়ে যা বলল ইসলামী আন্দোলন

ফাইনালে না হারা ‌‘এলিট’ কোচ তারা

‘নেতানিয়াহুর সঙ্গে ছবি তুলতেও এখন আর কেউ আগ্রহী নন’

একক নির্বাচনের সিদ্ধান্ত ইসলামী আন্দোলনের, তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাল জামায়াত

বায়রার নির্বাচনের তপশিল স্থগিত 

উত্তরায় বহুতল ভবনে আগুনের সূত্রপাত যেভাবে

বিমানবন্দর থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১০

সবার আগে বিপিএল থেকে নোয়াখালী এক্সপ্রেসের বিদায়

১১

গাড়িচাপায় পাম্প শ্রমিকের মৃত্যু, যুবদলের সাবেক নেতা আটক

১২

বিএনপি সবসময় ধর্মীয় মূল্যবোধে বিশ্বাস করে : সেলিমুজ্জামান

১৩

বিশ্বকাপের আগেই বড় চমক দেখাল বাংলাদেশের প্রতিপক্ষ

১৪

নোবেল পুরস্কারের প্রলোভনেও নড়লেন না ট্রাম্প, হতাশ মাচাদো

১৫

বেরিয়ে এলো মা-মেয়ে হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য

১৬

নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম ‘এনপিএ’র আত্মপ্রকাশ

১৭

৩২ আসনে কাদের সমর্থন দেবে, জানাল ইসলামী আন্দোলন

১৮

ওসমান হাদির ভাইকে যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ

১৯

ক্রিকেটারদের বহিষ্কারের স্ট্যাটাস দিয়ে আলোচনায় আসিফপত্নী

২০
X