স্মরণকালের ভয়াবহ বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়া বন্দর নগরী চট্টগ্রাম তিন সপ্তাহের মাথায় টানা বৃষ্টিতে ফের ডুবেছে। জলাবদ্ধতায় এবার বেশি ভুগছে সদ্য শুরু হওয়া এইচএসসি পরীক্ষার্থীরা। গতকাল রোববার সকালে নগরীতে পাহাড়ধসে মৃত্যু হয়েছে বাবা-মেয়ের। বৃহত্তর চট্টগ্রামের খাগড়াছড়িতে বন্ধ রয়েছে যান চলাচল। এ ছাড়া বিভিন্ন জেলা-উপজেলায় টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তৈরি হয়েছে পাহাড়ধসের শঙ্কা। পাহাড়ের পাদদেশে বসবাসরতদের নিরাপদে আশ্রয়কেন্দ্রে সরাতে জেলার বিভিন্ন স্থানে মাইকিং করছে স্থানীয় প্রশাসন। প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত—
চট্টগ্রাম: রোববার সকালে নগরীর ষোলশহর রেলস্টেশন সংলগ্ন আইডব্লিউ কলোনিতে রেলওয়ে মালিকানাধীন পাহাড়ে এই দুর্ঘটনা ঘটে। পরে পাহাড়টিতে অভিযান চালিয়ে ৪০টি অবৈধ ঝুঁকিপূর্ণ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। পাহাড়ধসে নিহতরা হলেন মো. সোহেল (৩৫) ও তার সাত মাস বয়সী মেয়ে বিবি জান্নাত।
এর আগে শনিবার রাত ১২টা থেকে ভারি বৃষ্টিপাত শুরু হয়। রোববার বিকেল ৩টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আমবাগান আবহাওয়া অধিদপ্তর। এই বৃষ্টিতেই পাহাড়ধসের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের উপপরিচালক (চট্টগ্রাম) মো. আব্দুল হালিম কালবেলাকে বলেন, আইডব্লিউ কলোনির পাহাড়টি অন্তত ৫০ ফুট উঁচু, সেখানে রিটেইনিং পাহাড়ের নিচে কাঁচা ঘর বানিয়ে নিম্ন আয়ের লোকজন থাকতেন। সোহেলও পরিবার নিয়ে পাহাড়ের পাদদেশে কাঁচাঘরে বসবাস করতেন। ভারি বৃষ্টিতে পাহাড় থেকে মাটি ধসে নিচে ঘরের ওপর পড়ে। তাতে একই পরিবারের চারজন চাপা পড়লে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এতে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। আহত সোহেলের স্ত্রী ও সন্তানকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চমেক হাসপাতালের নগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
এদিকে রেলওয়ে মালিকানাধীন এই পাহাড়ে রোববার দুপুরের দিকে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) চান্দগাঁও সার্কেল মো. মাসুদ রানা কালবেলাকে বলেন, রেলওয়ে মালিকানাধীন পাহাড়টিতে অভিযান চালিয়ে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা ৪০ পরিবারকে উচ্ছেদ করা হয়েছে।
জলাবদ্ধতায় বন্ধ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অভিমুখী বাস ও ট্রেন চলাচল। এ কারণে বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগের ২৪টি কোর্সের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এসব পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিভাগের সভাপতি ও জ্যেষ্ঠ শিক্ষকরা।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তর ও প্রশাসন সূত্র জানায়, ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে সড়কে তীব্র যানজট দেখা দিয়েছে।
খাগড়াছড়ি: অব্যাহত ভারি বর্ষণে খাগড়াছড়ির মহালছড়ি থেকে জালিয়াপাড়া সড়কে পাহাড়ধসে যান চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় এ সড়কের দুই পাশে আটকা পড়েছে যানবাহন। গতকাল রোববার ভোরে মহালছড়ি-সিন্দুকছড়ি-জালিয়াপাড়া সড়কে পাহাড়ধসের ঘটনা ঘটে।
জানা গেছে, রাতভর ভারি বৃষ্টিতে ভোর রাতের দিকে মহালছড়ি-সিন্দুকছড়ি-জালিয়াপাড়া সড়কের পঙ্খিমুড়া পুরাতন সেনাবাহিনীর ক্যাম্পের পাশে পাহাড় ধসে পড়ে। ফলে মহালছড়ি থেকে সিন্দুকছড়ি হয়ে জালিয়াপাড়া সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রেদাক মারমা বলেন, অব্যাহত ভারি বর্ষণে ভোরের দিকে পাহাড়টি ধসে পড়ে। যান চলাচল স্বাভাবিক করতে রাস্তা থেকে মাটি সরানোর কাজ চলছে। যান চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে বলেও জানান তিনি।
বান্দরবান: ভয়াবহ বন্যার ক্ষতির রেশ কাটতে না কাটতেই ফের গত শুক্রবার থেকে টানা বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিতে পাহাড়ধস ও বন্যার আশঙ্কায় পাহাড়ের পাদদেশে বসবাসরতদের নিরাপদে আশ্রয়কেন্দ্রে সরাতে জেলার বিভিন্ন উপজেলায় মাইকিং করছে স্থানীয় প্রশাসন। রোববার সকাল থেকে বান্দরবানে পাহাড়ের পাদদেশ ও নদীর তীরে ঝুঁকিপূর্ণ বসবাসরত পরিবারকে নিরাপদে সরে যেতে পৌরসভা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করে সতর্ক করা হচ্ছে।
জেলা সদরের হাফেজঘোনা, ইসলামপুর, কালাঘাটা, বড়ুয়ারটেক, বালাঘাটাসহ বিভিন্ন পাহাড়ে ঘুরে ঘুরে এই সতর্কবাণী প্রচার করা হচ্ছে।
এদিকে সকালে বান্দরবান সদরের নীলাচল পর্যটন স্পটের নীলাম্বরী রিসোর্ট এলাকায় মো. মারুফ হোসাইন (২৫) নামে এক পর্যটকের মরদেহ পাওয়া গেছে।
রোববার (২৭ আগস্ট) সকালে বান্দরবান সদরের নীলাচল পর্যটন স্পটের নীলাম্বরী রিসোর্ট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. মারুফ হোসাইন (২৫) গাজীপুরের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মারুফ শনিবার নীলাচলের নীলাম্বরী রিসোর্টে থাকার জন্য কক্ষ ভাড়া নেন। রোববার দুপুর ১২টায় কক্ষ ছেড়ে না দিলে কটেজ কর্তৃপক্ষ তাকে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে কটেজের কাছাকাছি দোলনা এলাকার পাহাড়ের খাদে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজীমী বলেন, কয়েক ঘণ্টা পর ৩০০ ফুট খাদ থেকে ফায়ার সার্ভিস তার লাশ উদ্ধার করেছে। আত্মহত্যা নাকি হত্যার ঘটনা, সেটি ময়নাতদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।
হাটহাজারী (চট্টগ্রাম): টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে হাটহাজারী অক্সিজেন মহাসড়ক। দুর্ভোগে পড়েছে এইচএসসি, আলিম পরীক্ষার্থীসহ অফিসগামী মানুষ।
শনিবার রাতের বৃষ্টিতে পানির নিচে তলিয়ে গেছে মহাসড়কের নন্দীরহাট ও বড় দিঘিরপাড় এলাকা। রাস্তার ওপর ছিল প্রায় কোমর পরিমাণ পানি। বাড়িঘর, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে গেছে পানি।
হাটহাজারী মডেল থানার ওসি মনিরুজ্জামান কালবেলাকে বলেন, সকাল ৮টা থেকে আমার থানার সব ফোর্স নিয়ে নন্দিরহাট ও বড় দিঘিরপাড়ে কাজ করে যাচ্ছি।
হাটহাজারী উপজেলার নবাগত ইউএনও এবিএম মশিউজ্জামান কালবেলাকে বলেন, পরীক্ষার্থীসহ মানুষের যেন কষ্ট না হয়, সেজন্য সকাল থেকে আমি কাজ করছি। পানিতে তলিয়ে যাওয়া এলাকায় আমি নিজেই ভ্যানে করে গিয়েছি এবং পরীক্ষার্থীদের পার করিয়েছি।
চকরিয়া (কক্সবাজার): অতি বৃষ্টিতে পাহাড়ি এলাকায় সৃষ্ট ঢলের পানিতে চকরিয়ায় ফের বন্যা দেখা দিয়েছে। নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় খাল ও ছড়া দিয়ে বৃষ্টি ও বানের পানি ঢুকে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। কিছু কিছু এলাকায় মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ঝুঁকিপূর্ণ এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে রোববার অবিরাম বৃষ্টি অব্যাহত থাকায় মাতামুহুরীর নদীতে বানের পানি বৃদ্ধি পেয়েছে। বিকেল থেকে নদীর কিনারা ছুঁয়ে প্রবাহিত হচ্ছে। এরই মধ্যে ঝিরা, ছোট ছোট খাল, ছড়াসহ বিভিন্ন এলাকায় ঢুকে পড়েছে পানি।
মন্তব্য করুন