ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৩, ০৩:০৬ এএম
প্রিন্ট সংস্করণ

মোহামেডান ছেড়ে সাকিব শেখ জামালে!

মোহামেডান ছেড়ে সাকিব শেখ জামালে!

গত মৌসুমে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগের তলানি থেকে মোহামেডানকে একা হাতে টেনে তোলা সাকিব আল হাসান এবার দল ছাড়ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ক্লাবটির পরিচালক ও ক্রিকেট কমিটির চেয়ারম্যান এজিএম সাব্বির। বিশ্বসেরা অলরাউন্ডারের গন্তব্য শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বিষয়টি নিশ্চিত করেছে ধানমন্ডি ক্লাবটির দায়িত্বশীল একটি সূত্র। এরই মধ্যে দেশের বাইরে সাকিবের সঙ্গে এ নিয়ে চূড়ান্ত আলোচনা সম্পন্ন হয়েছে ক্লাব কর্তৃপক্ষের। ২৯ আগস্ট আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ারও দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছে সূত্রটি।

এরই মধ্যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দলবদল করে আসন্ন মৌসুমে সাকিব রংপুর রাইডার্সের হয়ে খেলবেন বলে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন। দলটির মালিকানায় থাকা দেশের বৃহৎ শিল্প গ্রুপটি একাধারে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পৃষ্ঠপোষকতাও করে আসছে। উচ্চ পারিশ্রমিকের পাশাপাশি সাকিবের এবার ধানমন্ডি ক্লাবটিতে নাম লেখানোর নেপথ্যে এটিও কারণ হিসেবে দেখা হচ্ছে।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবের ক্লাব ছাড়ার ইস্যুতে বিভক্ত হয়ে পড়েছিলেন মোহামেডান কর্মকর্তারা। একাধিক পরিচালক তিন ফরম্যাটে জাতীয় দলের অধিনায়ককে দলে রেখে দেওয়ার পক্ষে ছিলেন। কিন্তু ফ্র্যাঞ্চাইঞ্জি লিগে দলবদল চুক্তির অংশ হিসেবে এক মৌসুম কাটিয়ে ক্লাব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছিলেন ক্লাবটির স্থায়ী সদস্য সাকিব নিজেই। ক্রিকেট সংশ্লিষ্ট কয়েকজন প্রভাবশালী পরিচালক তার ইচ্ছাকে গুরুত্ব দিয়ে এরই মধ্যে সম্মতি দিয়েছেন। এর পরই সাকিব-শেখ জামাল ক্লাবের আলোচনা চূড়ান্ত রূপ পায়।

এরই মধ্যে শেখ জামাল ধানমন্ডি ক্লাবটির সাংগঠনিক শক্তি বৃদ্ধি করতে ঢেলে সাজানো হয়েছে পরিচালনা পর্ষদ। সেখানে যুক্ত হয়েছেন একঝাঁক সরকারদলীয় তরুণ এমপি ও মন্ত্রী, প্রতিমন্ত্রী। ফুটবলে শক্তিশালী দল গঠন করে নতুনভাবে আত্মপ্রকাশ করছে ক্লাবটি। কাগজে-কলমে বসুন্ধরা কিংসের পর দ্বিতীয় সেরা দল হিসেবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে বিবেচনা করা হচ্ছে। ফুটবলের ধারাবাহিকতায় পরিচালনা পরিষদের ভূমিকা স্পষ্ট হচ্ছে ক্রিকেটের ক্ষেত্রেও। সূত্র জানাচ্ছে, সাকিব ছাড়াও দেশ-বিদেশের আরও একাধিক তারকা ক্রিকেটারকে আসন্ন মৌসুমে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলতে দেখা যাবে।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এশিয়া কাপ মিশনে শ্রীলঙ্কায় অবস্থান করছেন। শেখ জামাল ক্লাবের দায়িত্বপ্রাপ্ত কয়েক কর্মকর্তাও বর্তমানে অবস্থান করছেন সেখানে। চুক্তির খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা শেষে সাকিবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে শ্রীলঙ্কা থেকেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দেশের বিরুদ্ধে আগ্রাসনের চেষ্টা চালাচ্ছে ৩ পরাশক্তি’

ডাকসুর এজিএস মহিউদ্দীনকে শৈশবের শিক্ষাপ্রতিষ্ঠানে সংবর্ধনা

মেদ কমাতে হিমশিম খাচ্ছেন? মাত্র ২ মিনিটের কার্যকর কৌশল জেনে নিন 

‘জুনায়েদ বাবুনগরীকে কোটি টাকায়ও কিনতে পারেনি শেখ হাসিনা’

শাপলা প্রতীক না পেলে কী করবে এনসিপি?

বাংলাদেশকে সুখবর দিল বিশ্বব্যাংক

অপরাধীদের দল-মতের ঊর্ধ্বে আইনের আওতায় আনা হবে : পুলিশ সুপার

আইসিসি থেকে সুখবর পেলেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার

বছরের প্রথম সুপারমুন আজ, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?

পদার্থে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

১০

ডিএমপির ৫ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

১১

‘ক্রীড়া উপদেষ্টা কাউন্সিলরদের থ্রেট দিয়েছেন, নির্বাচনে আর্থিক লেনদেনও হয়েছে’

১২

কমলো এলপি গ্যাসের দাম 

১৩

রাতে সাপ হয়ে কামড়াতে যান স্ত্রী, প্রশাসনের কাছে স্বামীর অভিযোগ

১৪

অ্যাম্বুলেন্সে করে মহাসড়কে ডাকাতির চেষ্টা

১৫

কিশোর গ্যাংয়ের হামলায় আহত যুবকের মৃত্যু

১৬

ভয়াবহ হামলার ২ বছর, ইসরায়েলজুড়ে চলছে শোক

১৭

মৃত্যু ছাড়া মানুষের সেফ এক্সিট নেই : সারজিস আলম

১৮

যে ৪ আলামত থাকলেই বুঝবেন আল্লাহ আপনাকে অনেক ভালোবাসেন

১৯

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উত্তরা ইউনিভার্সিটিতে শিক্ষকদের সম্মাননা প্রদান

২০
X