হুমায়ূন কবির
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৭ জুন ২০২৫, ০৮:২০ এএম
প্রিন্ট সংস্করণ

ইরান-ইসরায়েল তুমুল পাল্টাপাল্টি হামলা

সংঘাতের চতুর্থ দিন
ইরান-ইসরায়েল তুমুল পাল্টাপাল্টি হামলা
ছবি : সংগৃহীত

ইসরায়েলের নজিরবিহীন হামলায় শুক্রবার ভোরে হতবিহ্বল হয়ে পড়েছিল ইরান। দেশের শীর্ষ সামরিক ও বৈজ্ঞানিক নেতৃত্বকে হত্যা করা হয়। পারমাণবিক ও সামরিক স্থাপনায় অকল্পনীয় হামলা হয়। বিষয়টি বুঝে তেহরান জবাব দিতে সময় নিয়েছিল প্রায় ১২ ঘণ্টা। ইরানকে অবনমিত ও দুর্বল ভেবে এমন আক্রমণ করেছিল তেল আবিব। তবে ইরান যে ধারণার চেয়েও ভয়ংকর, তা হয়তো ভাবেনি তারা। ইসলামী প্রজাতন্ত্র দেশটি ক্রমেই খোলস থেকে বেরিয়ে আসে, হামলা তীব্র করে। একের পর এক ছুড়তে থাকে ড্রোন, ক্ষেপণাস্ত্র। তেল আবিব বলছে, সোমবার পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে ৩৭০-এর বেশি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। তবে ইসরায়েলও হামলা অব্যাহত রেখেছে। গতকালও ইরানের বেশকিছু সামরিক ও পারমাণবিক স্থাপনা আক্রান্ত হয়েছে। হামলা হয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রধান কার্যালয়েও। রোববারের মতো গতকালও দুই দেশ তুমুল পাল্টাপাল্টি হামলা চালায়।

ইসরায়েল শুক্রবার ইরানে হামলার পর তেহরান খুব একটা শক্তভাবে জবাব দেয়নি। তবে রোববার থেকে ইরান যেন ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বৃষ্টির মতো ছুড়েছে। ইসরায়েলি ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ইরানি অস্ত্রে হামলার ধ্বংসযজ্ঞের ছবি প্রকাশিত হয়েছে। তবে ইসরায়েল দাবি করেছে, ইরানি ক্ষেপণাস্ত্রের ৮০-৯০ শতাংশই ঠেকিয়ে দেওয়া হয়েছে। মাত্র ১০-২০ শতাংশ আঘাত হানতে পেরেছে। গতকাল পর্যন্ত ইরানি হামলায় ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪ জনে।

ইরান অপারেশন ট্রু প্রমিস থ্রি নামের এ অভিযানে ইসরায়েলের দিকে মোট ৩৭০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শতাধিক ড্রোন ছুড়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, সোমবার সকাল পর্যন্ত ইরানি হামলায় দেশটিতে অন্তত ২৪ জন নিহত ও ৫৯২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানি হামলায় দেশটির অন্তত ৩০টি স্থানে আঘাত লেগেছে। ভিডিও ফুটেজে হাইফার আশপাশের এলাকায় বিস্ফোরণ, ঘরবাড়িতে আগুন ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি দেখা গেছে। অন্যদিকে, শুক্রবার থেকে শুরু হওয়া সংঘাতে ইরানে অন্তত ২২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এক মার্কিন বিশ্লেষক বলেছেন, ইরান শুরুর ধাক্কা সামলে ইসরায়েলকে চমকে দিয়েছে। কোইন্সি ইনস্টিটিউট ফর রেসপনসিবল স্টেটক্র্যাফটের ভাইস প্রেসিডেন্ট ত্রিটা পারসির মতে, যুদ্ধক্ষেত্রের ক্ষত থেকে জ্বলে উঠেছে ইরান। যুদ্ধের সংজ্ঞা পাল্টে দিয়ে খুব দ্রুত সামরিক নেতৃত্ব পুনর্গঠন করেছে দেশটি। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) ও সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের নেতৃত্বে ব্যাপক রদবদলের পাশাপাশি শক্ত প্রতিরোধ গড়ে তুলেছে ইরান। চালাচ্ছে পাল্টা হামলাও।

তাৎক্ষণিক যুদ্ধবিরতি চায় ইরান—রয়টার্স: এদিকে রাতে রয়টার্স জানায়, তাৎক্ষণিক যুদ্ধবিরতি কার্যকরে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার প্রভাব ব্যবহারের অনুরোধ জানিয়েছে ইরান। উপসাগরীয় অঞ্চলের তিন দেশ সৌদি আরব, কাতার এবং ওমানের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টের প্রতি তেহরান এই আহ্বান জানিয়েছে। সোমবার ইরানের অন্তত দুটি ও আঞ্চলিক তিনটি সূত্র রয়টার্সকে যুদ্ধবিরতি চেয়ে ওই তিন দেশের কাছে ইরানের দ্বারস্থ হওয়ার তথ্য জানিয়েছে।

ইসরায়েলি হামলার পর পুনরায় সম্প্রচার শুরু করল ইরানের রাষ্ট্রীয় টিভি: ইসরায়েলের হামলায় কিছুক্ষণের জন্য সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের। তবে ফের সম্প্রচার শুরু হয়েছে। রাজধানী তেহরানে ইসলামী প্রজাতন্ত্র সম্প্রচার সংস্থার (আইআরআইবি) ভবনে ওই হামলা চালানোর পর সম্প্রচার বন্ধ হয়ে গিয়েছিল রাষ্ট্রীয় টেলিভিশনের। এএফপি জানায়, আইআরআইবির জ্যেষ্ঠ কর্মকর্তা হাসান আবেদিনি বলেন, ইরানের জনগণের শত্রু জায়নিস্ট শাসক কয়েক মিনিট আগে ইসলামী প্রজাতন্ত্রের সংবাদ নেটওয়ার্কের ওপর হামলা চালিয়েছে। তিনি আরও বলেন, এই (ইসরায়েল) শাসন ব্যবস্থা জানে না, একটি সামরিক হামলা চালিয়ে ইসলামী বিপ্লবের কণ্ঠ ও মহান ইরানের কণ্ঠস্বর স্তব্ধ করা যায় না। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবনে ইসরায়েলি হামলার কথা স্বীকার করেছেন।

আরও দেরি হওয়ার আগেই আলোচনায় আসা উচিত ইরানের—ট্রাম্প: ইসরায়েলের সঙ্গে উত্তেজনা কমাতে ইরানকে এখনই আলোচনায় বসা উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘আমি বলব, ইরান এই যুদ্ধে জিতছে না... তাই দেরি হওয়ার আগেই তাদের কথা বলা উচিত।’ সোমবার জি-৭ সম্মেলনের ফাঁকে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে বৈঠকের শুরুতে ট্রাম্প এ কথা বলেন।

রাতে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা ইরানের: ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর ইসরায়েলের উত্তরাঞ্চলের বহু এলাকায় সাইরেন বেজে উঠেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। ইসরায়েলি বাহিনীর বিবৃতির বরাত দিয়ে আলজাজিরা জানায়, হামলার সতর্কতা জারি করা হয়েছে এবং ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করছে। সাধারণ জনগণকে আশ্রয়কেন্দ্রে চলে যেতে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে বলা হয়েছে। এর আগে তেহরানের বাহিনী তেল আবিবের বাসিন্দাদের সরে যেতে বলেছিল। তেহরানে বড় ধরনের হামলার পর এ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।

পরমাণু স্থাপনার ব্যাপক ক্ষতি করার দাবি ইসরায়েলের: ইসরায়েল দাবি করছে, তারা নাতানজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্রের ব্যাপক ক্ষতিসাধন করেছে। কিন্তু জাতিসংঘের সংস্থা আইএইএ বলছে, ক্ষয়ক্ষতি সামান্য।

নাতানজ ইরানের প্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র। এক ইসরায়েলি কর্মকর্তা সিএনএনকে জানান, ইরানের নাতানজ স্থাপনার ভূগর্ভস্থ অংশে ধসে পড়ার ‘আলামত’ রয়েছে।

জটিল পরিস্থিতিতে ইসরায়েল, যুদ্ধে জড়াবে না কোনো মিত্র—ইসরায়েলি বিশ্লেষক: এ পরিস্থিতিতে অনেকেই ভাবছেন, ইসরায়েলের পক্ষে যুদ্ধে অংশগ্রহণ করতে পারে যুক্তরাষ্ট্র। ইসরায়েলও নানাভাবে যুক্তরাষ্ট্রকে রাজি করানোর চেষ্টা করছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

তবে সেই সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক ওরি গোল্ডবার্গ। তিনি বলছেন, আপাতত ইরান-ইসরায়েল যুদ্ধে যুক্তরাষ্ট্রের জড়ানোর কোনো কারণ নেই।

তেহরানের আকাশ দখলে, ইসরায়েল ‘জয়ের পথে’—নেতানিয়াহু: ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেছেন, বিমানবাহিনী তেহরানের আকাশ দখলে নেওয়ায় অভিযানের ধারা বদলে গেছে। ইসরায়েল এখন লক্ষ্য পূরণের পথে আছে। সোমবার ইসরায়েলের একটি বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে এ মন্তব্য করেন বেনিয়ামিন নেতানিয়াহু।

মধ্যপ্রাচ্যের দিকে যাচ্ছে মার্কিন বিমানবাহী রণতরী: মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মধ্যে মার্কিন ওই বিমানবাহী রণতরী দক্ষিণ চীন সাগর ছেড়ে পশ্চিম দিকে রওনা হয়েছে। সোমবার ইউএসএস নিমিটজকে নতুন গন্তব্য অভিমুখে দেখা গেছে।

ইরানের হাসপাতালে ইসরায়েলি হামলা: কেরমানশাহে একটি হাসপাতালে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলায় হাসপাতালটির একাংশের ছাদ ধসে পড়েছে। এতে কয়েকজন রোগী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছে।

তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলে ব্যাপক বিস্ফোরণ: তেহরানের পূর্ব ও পশ্চিমাঞ্চলে ব্যাপক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আলজাজিরা জানায়, ইরানের সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, তেহরানের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি সামরিক ঘাঁটিতে ইসরায়েল হামলা চালিয়েছে। এ ছাড়া তেহরানের পূর্বাঞ্চলেও বিস্ফোরণের খবর প্রকাশ করেছে ইরানি গণমাধ্যম।

ইসরায়েলের বিরুদ্ধে ইরান একা, পাশে কেউ নেই, বললেন চ্যাথাম হাউস বিশ্লেষক: ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরান এককভাবেই লড়ছে বলে মন্তব্য করেছেন লন্ডনভিত্তিক চ্যাথাম হাউস থিঙ্ক-ট্যাঙ্কের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশ্লেষক লিনা খাতিব। তিনি বলেন, ‘ইরান এখন একাই লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের পাশে কোনো আঞ্চলিক বা আন্তর্জাতিক মিত্র নেই।’

ইরানের সঙ্গে সব সীমান্ত ক্রসিং বন্ধ করল পাকিস্তান: পাকিস্তান ইরানের সঙ্গে তাদের সব সীমান্ত ক্রসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। আলজাজিরার খবরে বলা হয়, পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের জ্যেষ্ঠ কর্মকর্তা কাদির বখশ পিরকানি এএফপিকে বলেন, চাগাই, ওয়াশুক, পাঞ্জগুর, কেচ ও গাদার—এই পাঁচ জেলার সব সীমান্ত কার্যক্রম স্থগিত করা হয়েছে।

পুতিন-এরদোয়ান ফোনালাপ, সংঘাত বন্ধে কূটনীতিতে জোর: রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে ফোনালাপ হয়েছে। ফোনালাপে তারা আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে তুরস্ক। আলজাজিরার খবরে বলা হয়, দুই নেতার বৈঠকের পরে এক যৌথ বিবৃতিতে জানানো হয়, ইরান-ইসরায়েল বিরোধ অবিলম্বে বন্ধ হওয়া উচিত এবং এই সংকটে কূটনীতিকে গুরুত্ব দিতে হবে—এ বিষয়ে উভয় নেতা একমত হয়েছেন।

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তি, ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর: মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ২০২৩ সালে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম এসমাইল ফেকরি। অর্থের বিনিময়ে মোসাদকে গোপন তথ্য সরবরাহের চেষ্টা করেছিলেন তিনি।

ইরান এ পর্যন্ত প্রায় ৩৭০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে, একেকবারে ছুড়েছে ৩০-৬০টি ক্ষেপণাস্ত্র—ইসরায়েল: ইরান এ পর্যন্ত প্রায় ৩৭০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত ২৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনীর হোম ফ্রন্ট কমান্ড। তারা জানিয়েছে, এই নিহতদের বেশিরভাগই আশ্রয়কেন্দ্রে ছিলেন না।

ইরানের এক-তৃতীয়াংশ ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংসের দাবি ইসরায়েলের: আইডিএফ বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী ইরানের ১২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। চার দিনের হামলায় ইরানের মোট ক্ষেপণাস্ত্র লঞ্চারের এক তৃতীয়াংশ ধ্বংস করেছে বলে দাবি করেছে আইডিএফ।

যুক্তরাষ্ট্রকে ইসরায়েলি হামলার নিন্দা জানাতে বলল ইরান: যুক্তরাষ্ট্রকে ইরানের ভূখণ্ডে একের পর এক ইসরায়েলি হামলার সমালোচনা করতে বলেছে তেহরান। পারমাণবিক ইস্যুতে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখতে চাইলে যুক্তরাষ্ট্রকে এটা করতে হবে বলেছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই গতকাল সোমবার এ কথা বলেছেন। তিনি জানান, পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) থেকে বেরিয়ে যাওয়ার জন্য ইরানের পার্লামেন্টে একটি বিল উত্থাপনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা নেই—ইরানের প্রেসিডেন্ট: চার দিন ধরে ইরানজুড়ে ইসরায়েলের চলমান হামলার প্রসঙ্গে পার্লামেন্টে বক্তব্য দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, পারমাণবিক অস্ত্র তৈরির কোনো ইচ্ছা ইরানের নেই।

তেল আবিবে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন দূতাবাসে ক্ষয়ক্ষতি: ইসরায়েলের তেল আবিবে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছাকাছি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেন, ইরান থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র তেল আবিবে মার্কিন দূতাবাস ভবনের কাছে আঘাত হেনেছে। এতে দূতাবাস ভবনে সামান্য ক্ষতি হয়েছে। এ ঘটনায় মার্কিন কর্মীদের কেউ হতাহত হননি।

তেহরানে কুদস ফোর্সের সদর দপ্তরে হামলার কথা জানাল ইসরায়েল: ইরানের রাজধানী তেহরানে কুদস ফোর্সের সদর দপ্তরে হামলা চালিয়েছে ইসরায়েল। আইআরজিসির ‘বিদেশি শাখা’ ধরা হয় এই কুদস ফোর্সকে। লেবানন থেকে ইরাক, ইয়েমেন থেকে সিরিয়া পর্যন্ত পুরো মধ্যপ্রাচ্যে মিত্র মিলিশিয়াদের ওপর কুদস ফোর্সের ব্যাপক প্রভাব রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই দশক পর কারামুক্তি, সঙ্গে লাখ টাকা সঞ্চয় দুই নারীর

এবার ইরাকের বিমানবন্দরে রকেট হামলা

মায়ের কোল ফিরে পেল ৬০ হাজারে বিক্রি হওয়া শিশুটি

গুম কমিশনের প্রতিবেদনে নির্যাতনের ভয়াবহ চিত্র

ট্রাম্পকে বিদায় করতে আয়োজন করে নামছেন মাস্ক!

এডাস্ট এসডিআই ও সোল গেটওয়ে করপোরেশনের মধ্যে সমঝোতা স্মারক সই

দেশে কোনো জঙ্গি নেই, আছে ছিনতাইকারী : ডিএমপি কমিশনার

আ.লীগ নিষিদ্ধ নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে আমরা হতাশ : নুর 

নরসিংদীতে গুলির পর কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ 

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষার তারিখ জানাল পিএসসি

১০

অঝোরে কাঁদলেন কিম

১১

ইসরায়েলের মৃত্যু সন্নিকটে : ইরানি জেনারেল

১২

প্রধান উপদেষ্টার সঙ্গে একান্ত বৈঠকে কী আলোচনা হলো, জানালেন সিইসি

১৩

মৌলভীবাজারে প্রিজন্স ফুটবল টুর্নামেন্ট শুরু, কারাগারের প্রাচীরে ছড়িয়েছে উচ্ছ্বাস

১৪

টাকার প্রশ্নে ইলন মাস্ককেও ছাড়লেন না ট্রাম্প

১৫

নারায়ণগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি

১৬

প্লট দুর্নীতি  / শেখ হাসিনাসহ ২৩ জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

১৭

শহীদ আবু সাঈদের সেই ফেসবুক পোস্ট আবার ভাইরাল

১৮

ফুল গিয়ারে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে : সিইসি

১৯

হবিগঞ্জে ভুয়া ডাক্তারকে কারাদণ্ড

২০
X