কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৫ এএম
প্রিন্ট সংস্করণ

মির্জা ফখরুলের ‘সাক্ষাৎকার’ নিয়ে রাজনীতিতে বিতর্ক

এই সময়কে ‘এ ধরনের কথা’ বলিনি: মির্জা ফখরুল
মির্জা ফখরুলের ‘সাক্ষাৎকার’ নিয়ে রাজনীতিতে বিতর্ক

সমসাময়িক ইস্যুতে ভারতের পশ্চিমবঙ্গের দৈনিক পত্রিকা ‘এই সময়’- এ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উল্লেখ করে প্রকাশিত একটি সাক্ষাৎকার নিয়ে দেশের রাজনীতিতে আলোড়ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে। যার শিরোনাম ‘বিএনপি-জামায়াতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে, প্রশ্ন মির্জার’। ওই ‘সাক্ষাৎকারে’ মির্জা ফখরুল ইসলামের ভাষ্য বলে উল্লেখ করা কিছু বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ছাড়াও নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে থাকা বিএনপি মহাসচিব বলেছেন, কলকাতার দৈনিক এই সময়- এ সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তিকর। পত্রিকাটির সঙ্গে কথা বললেও সাক্ষাৎকার দেননি বলে দাবি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। জামায়াতে ইসলামীর ৩০টা আসন চাওয়ার বিষয়ে কোনো কথা বলেননি বলেও জানান তিনি।

‘নির্বাচনে ৩০টি আসনের প্রতিশ্রুতি না পেয়ে’ পিআর নিয়ে জামায়াতে ইসলামী চাপ সৃষ্টি করছে বলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে যে ভাষ্য প্রচার করেছে ‘এই সময়’, তা ভুয়া বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব। তিনি গণমাধ্যমকে বলেন, ‘ওই নিউজটা ফেইক নিউজ।

ওরা (পত্রিকাটি) আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে এই মিথ্যা, বিভ্রান্তিকর সংবাদ দিয়েছে। কোনো রাজনৈতিক নেতা এরকম অবান্তর কথা বলতে পারে? আপনি বলুন। এটা উদ্দেশ্যমূলক। কলকাতার “এই সময়ে” আমি এ ধরনের কোনো কথা বলিনি।’

যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে মির্জা ফখরুল বলেন, ‘এই সময়কে আমি কোনো সাক্ষাৎকার দেইনি। কথা হয়েছে, কিন্ত এ ধরনের কোনো কথাই আমি বলিনি।’ আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধের প্রসঙ্গে কোনো কথা হয়েছে কিনা জানতে চাইলে ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের ব্যাপারে তো আমরা আগেই বলেছি।’

‘এই সময়’- এর আলোচিত-বিতর্কিত ওই ‘সাক্ষাৎকারে’ আওয়ামী লীগ ও জাতীয় পার্টির আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ এবং জামায়াতের আসন দাবি করা নিয়ে মির্জা ফখরুলকে উদ্ধৃত করে বলা হয়, ‘আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই, এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশ নিক। একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক।’

জামায়াতের ৫০ আসনের দাবি নিয়ে প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিবের বক্তব্য হিসেবে প্রকাশিত হয়, ‘তারা ৩০ আসন চেয়েছিল। আমরা উৎসাহ দেখাইনি। অনেক কম একটা সংখ্যার কথা বলেছি, যা তাদের মনঃপূত হয়নি। আপনাকে আশ্বাস দিচ্ছি, জামায়াতকে আর আমরা মাথায় উঠতে দেবো না। তারা যত বড় না শক্তি, আমরা অকারণে তার চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। পিআর-টিআর সবই বিএনপির উপরে চাপ সৃষ্টির কৌশল।’

কথিত এই সাক্ষাতকার নিয়ে দিনভর বিতর্ক, আলোচনা-সমালোচনার পর বিবৃতি দেয় বিএনপির মিডিয়া সেল। তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা ওই বিবৃতিতে বলা হয়, বিএনপি মহাসচিবকে নিয়ে ‘এই সময়’ এর সাক্ষাৎকারটি ভুলভাবে উপস্থাপিত হয়েছে, যা বিভ্রান্তিকর। বিএনপির বিবৃতিতে বলা হয়, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সিনিয়র রাজনৈতিক নেতা হিসেবে কখনো কোনো অবান্তর কথা বলেন না। তিনি এই ধরনের সংবাদ প্রকাশের নিন্দা জানান এবং জনগণকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন।’ একই সঙ্গে তিনি ওই সাক্ষাৎকার থেকে কোনো অংশ ব্যবহার করে বিভ্রান্তিকর শিরোনাম বা সংবাদ প্রকাশ না করতে অনুরোধ জানিয়েছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

ওই সাক্ষাৎকারে ‘৩০টি আসন না দেওয়ায় পিআর নিয়ে বিএনপির ওপর চাপ সৃষ্টি করছে জামায়াত’ এবং গণহত্যার অভিযোগে সাময়িক নিষেধাজ্ঞায় থাকা রাজনৈতিক দল আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে আগামী নির্বাচনে ভোটে অংশগ্রহণের পক্ষে মির্জা ফখরুল তার অবস্থান তুলে ধরেন বলে কলকাতার পত্রিকাটি দাবি করেছে। সম্প্রতি ঢাকার গুলশানে ‘এই সময়’কে বিএনপি মহাসচিব সাক্ষাৎকারটি দেন উল্লেখ করে গত সোমবার তা প্রকাশ করা হয়। আর এর পরই দেশের রাজনীতিতে তোলপাড় শুরু হয়। এসব বিষয় নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং চব্বিশের গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

‘এই সময়’- এ প্রকাশিত ওই ‘সাক্ষাতকারে’ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাতে পত্রিকাটি দাবি করে যে ফখরুল বলেছেন, ‘আমি চাই সব দল ভোটে আসুক। এজন্য অনেকে আমাকে কোনো দেশের এজেন্ট কিংবা কোনো দলের দালাল বলে গালি দিচ্ছে। কিন্তু শেখ হাসিনা যেভাবে প্রতিপক্ষকে ১৫ বছর ভোটে দাঁড়াতে দেননি, আমরাও তো সেই ভুল করতে পারি না। তিনি এর শাস্তি পেয়েছেন। একই পথ অনুসরণ করলে আমরাও প্রতিফল ভোগ করব। দীর্ঘ সময় ধরে সহিংসতা ও প্রাণহানির কারণে মানুষের মধ্যে আওয়ামী বিরোধী মনোভাব রয়েছে।’

জামায়াতের পিআর (আনুপাতিক প্রতিনিধিত্ব) দাবি এবং এনসিপি প্রসঙ্গে মির্জা ফখরুলের বরাতে এই সময় বলে, ‘জামায়াত ভোটে আসবে। পিআর-টিআর নয়, মানুষ যে পদ্ধতিতে ভোট বোঝেন, সেই প্রচলিত পদ্ধতিতেই হবে বাংলাদেশের ভোট। জামায়াতও দেখবেন অংশ নেবে।’

বিএনপির কাছে জামায়াত ও এনসিপি কোনো আসন চেয়েছে কি না- এমন প্রসঙ্গে বিএনপি মহাসচিবকে উদ্বৃত করে বলা হয়, ‘এনসিপি কখনো চায়নি। তবে জামায়াত চেয়েছে। তারা ৩০টি আসন চেয়েছে। আর এনসিপির এখন একমাত্র লক্ষ্য, বিএনপিকে সরকার গঠন করতে না দেওয়া।’

তবে গতকাল এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী স্বাভাবিকভাবে তার মূল নেতৃত্বের অধীনে পরিচালিত হয়। কারও কাছে আসন চাওয়ার রাজনীতির সঙ্গে জামায়াতের বর্তমান সময়ে দূরতম কোনো সম্পর্ক নেই। তিনি যদি তার বক্তব্যের পক্ষে প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হন, তাহলে আমরা আহ্বান জানাব, সত্যকে মেনে নিয়ে তিনি তার বক্তব্যের জন্য ন্যূনতম পক্ষে জনগণের সামনে দুঃখ প্রকাশ করবেন।

এ সাক্ষাৎকার নিয়ে দেওয়া বিবৃতিতে প্রতিক্রিয়া জানিয়ে বিএনপি মহাসচিবকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে দেওয়া বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, ‘এই সময়’-এর সঙ্গে এক সাক্ষাৎকারে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামী সম্পর্কে যে বক্তব্য প্রদান করেছেন তার প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। এ ধরনের সম্পূর্ণ অসত্য, অমর্যাদাকর ও প্রতিহিংসাপরায়ণ বক্তব্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো প্রবীণ রাজনীতিবিদ দিয়েছেন তা বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়। এই বক্তব্যের সঙ্গে সত্য ও শিষ্টাচারের কোনো মিল নেই। যদি এ বক্তব্য তার হয়ে থাকে, তবে বাধ্য হয়ে আমরা তার প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছি। পাশাপাশি এই বক্তব্য যদি তার হয়ে থাকে—তাহলে জামায়াতে ইসলামী কার কাছে এই আসনগুলো দাবি করেছে, তার প্রমাণ জাতির কাছে উপস্থাপন করার জন্য দ্ব্যর্থহীন কণ্ঠে আহ্বান জানাচ্ছি।

মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি মহাসচিব জামায়াতের রাজনীতি এবং সংগঠনের মর্যাদা সম্পর্কে যে তাচ্ছিল্যের ভাষায় কথা বলেছেন, তার বিচারের ভার জনগণের আদালতের ওপর ছেড়ে দিলাম। প্রিয় জনগণের ওপর আমাদের যথেষ্ট আস্থা রয়েছে। আমাদের কার্যক্রম দেশ ও জনগণের জন্য। মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই আমাদের চূড়ান্ত লক্ষ্য। আমাদের ভরসার মূল জায়গা মহান রবের করুণা ও সাহায্য। ভবিষ্যতে এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য আহ্বান জানাচ্ছি।

আর এই সাক্ষাতকারের তীব্র নিন্দা জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে ৩৬ জুলাই বা ৫ আগস্ট বাংলাদেশের ছাত্র-জনতা আওয়ামী লীগের বিরুদ্ধে তাদের রায় জানিয়ে দিয়েছিল। সেই রায়টি ছিল বাংলাদেশে আওয়ামী লীগ এবং মুজিববাদীদের কোনো রাজনীতি থাকবে না। তারা যে অপকর্ম করেছে বাংলাদেশে সেজন্য তাদের বিচারের আওতায় আনতে হবে।

এনসিপি আহ্বায়ক আরও বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে আনার অথবা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই। যারা এটা করার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে। তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে। আওয়ামী লীগকে পুর্নবাসন করার রাজনীতি বিএনপি যদি গ্রহণ করে থাকে, সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। বিএনপিকে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিবর্তে বাংলাদেশ পুনর্গঠনে কাজ করার আহ্বান জানাচ্ছি। তাহলে বিএনপি তরুণদের সাপোর্ট পাবে।

নাহিদ ইসলাম বলেন, একদিকে যেমন আওয়ামী লীগ তৎপরতা চালাচ্ছে, ষড়যন্ত্র করছে, সন্ত্রাসী কার্যক্রম করছে; অন্যদিকে দেশের কোনো কোনো রাজনীতিবিদ আওয়ামী লীগকে নির্বাচনে আনার ষড়যন্ত্র করছেন।

তবে ‘এই সময়’ তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করেছে জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কালবেলাকে বলেন, ‘এই সময়’-কে আমি কোনো সাক্ষাৎকার দিইনি। কথা হয়েছে, কিন্তু এ ধরনের কোনো কথাই আমি বলিনি। আর আওয়ামী লীগের ব্যাপারে তো আমরা আগেই বলেছি।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুদক-টিআইবি সমঝোতা স্মারক / দুর্নীতি প্রতিরোধে নতুন পাঁচ বছরের কর্মপরিকল্পনা

আব্রাহামের প্রেমে মজেছিলেন ক্যাটরিনা, যা বললেন বিপাশা

স্বামী-স্ত্রীর ঝগড়ার মূল ১০ সাধারণ কারণ

ভারতের কাছে হারলেও যে সমীকরণ মিললে ফাইনাল নিশ্চিত বাংলাদেশের

জানুয়ারি-সেপ্টেম্বর / ইরানে প্রতি মাসে ১১১ মৃত্যুদণ্ড কার্যকর

অন্তরঙ্গ দৃশ্যের শর্তেই ভেঙে যায় অমৃতার বলিউড ক্যারিয়ার

একই পরিবারের তিনজন দৃষ্টিহীন, পাশে দাঁড়ালেন তারেক রহমান

‘আমরা আন্তর্জাতিক প্লেয়ার, আঞ্চলিক বানাইয়েন না’

নিয়মিত আঙুর খাওয়ার ১২ দারুণ উপকার

আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি : প্যারিসের মেয়রকে ড. ইউনূস

১০

দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক সই

১১

নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

১২

আগামী নির্বাচন সম্পর্কে বিশ্বকে অবহিত করবেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

১৩

যে একাদশ নিয়ে আজ ভারতের বিপক্ষে মাঠে নামতে পারে বাংলাদেশ

১৪

ফেসবুকে ঋণের জন্য মাফ চেয়ে ট্রেনের নিচে ঝাঁপ যুবকের

১৫

রেললাইনের পাশে পড়ে থাকা অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্ত

১৬

হংকং ও তাইওয়ানকে তছনছ করছে সুপার টাইফুন ‘রাগাসা’, নিহত ১৪  

১৭

বড় পর্দায় বাংলাদেশ-ভারত ম্যাচ দেখার সুযোগ

১৮

যারা পেলেন ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার

১৯

গবেষণা / ভুল করেও মানুষ নিজেকে ঠিক ভাবে কেন

২০
X