সিলেটে পারিবারিক কলহের জেরে নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন দেওয়ার পর মনসুর ইসলাম নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর মিরাবাজারের সেবক আবাসিক এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন।
নিহত মনসুর ইসলাম জয়পুরহাট জেলার জামিউল ইসলামের ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে মনসুরের সাথে তার স্ত্রীর পারিবারিক কলহের জেরে কথা কাটাকাটি হতো। মনসুরের স্ত্রী ঢাকায় ১টি গার্মেন্টসে চাকরি করে। সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। এর জেরে মঙ্গলবার সকালে রিকশা নিয়ে মেইন রোডে এসে নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যায়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম কালবেলাকে বলেন, পারিবারিক কলহের জেরে নিজের গায়ে পেট্রল ঢেলে আগুন দিয়ে এক রিকশাচালক আত্মহত্যা করেছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। এ সময় তার লাশের পাশ থেকে রিকশা, পেট্রলের বোতল ও লাইটার উদ্ধার করা হয়।
মন্তব্য করুন