কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ
দুদক-টিআইবি সমঝোতা স্মারক

দুর্নীতি প্রতিরোধে নতুন পাঁচ বছরের কর্মপরিকল্পনা

দুদক ও টিআইবির মধ্যে পঞ্চমবারের মতো পাঁচ বছরের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ছবি : কালবেলা
দুদক ও টিআইবির মধ্যে পঞ্চমবারের মতো পাঁচ বছরের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ছবি : কালবেলা

দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) পঞ্চমবারের মতো পাঁচ বছরের জন্য সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। উভয় পক্ষের আশা, এ সহযোগিতার মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে দুদক কার্যালয়ে এ সমঝোতা স্মারক স্বাক্ষর হয়।

স্বাক্ষর অনুষ্ঠানে দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন বলেন, আমরা পূর্বের ধারাবাহিকতায় এবার পাঁচ বছর মেয়াদি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছি।

দুর্নীতিবিরোধী কার্যক্রম সামনে এগিয়ে নিতে টিআইবির সহযোগিতা অব্যাহত থাকবে জানিয়ে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ২০১৫ সাল থেকে দুদকের সঙ্গে সমঝোতা স্মারক কার্যকর রয়েছে। এবারের সহযোগিতায় যৌথ গবেষণা, তথ্য সংগ্রহ, প্রশিক্ষণ এবং স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটির কার্যক্রম বেগবান করার ওপর জোর দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, আমরা দুদকের ওয়াচডগ এবং একই সঙ্গে সহযোগী। ঘাটতি চিহ্নিত করে আমরা পরামর্শ দিই, পাশাপাশি দুদকের সক্ষমতা বৃদ্ধিতেও কাজ করব।

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, টিআইবির সঙ্গে আমাদের আনুষ্ঠানিক সম্পর্কের ১০ বছর পূর্তি হলো। এবার পাঁচ বছরের জন্য সমঝোতা চুক্তি করেছি। আমাদের লক্ষ্য একই—বাংলাদেশের মঙ্গল।

তিনি আরও উল্লেখ করেন, এবারই প্রথম সরকার আন্তর্জাতিক দুর্নীতি ধারণা সূচকে বাংলাদেশের অবস্থান নিয়ে প্রতিবাদ না করে স্বীকার করেছে। তার ভাষ্য, ‘এটি সত্যের কাছাকাছি, তাই আমরা গ্রহণ করেছি।’

অভ্যন্তরীণ দুর্নীতির প্রশ্নে দুদক চেয়ারম্যান স্পষ্ট করে বলেন, দুদক যদি দুর্নীতিমুক্ত না হয়, তবে অন্য প্রতিষ্ঠানকে বলার নৈতিক অধিকার থাকে না। তাই আমরা নিজেদের ঘরে দুর্নীতি রোধে কাজ করছি এবং মিডিয়া এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

টিআইবির নির্বাহী পরিচালক দুদক সংস্কার কমিশনের রিপোর্ট প্রসঙ্গে জানান, এর ৪৭টি সুপারিশের প্রায় সবই রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছে। তবে কিছু সুপারিশের বাস্তবায়ন এখন সরকারের হাতে। তিনি আশা প্রকাশ করেন, এই সুপারিশগুলো বাস্তবায়িত হলে দুদক একটি আদর্শ দুর্নীতি দমন কমিশনে পরিণত হবে।

দুদক চেয়ারম্যান ও টিআইবি নির্বাহী পরিচালক একমত হন, আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কৃতিতেও ইতিবাচক পরিবর্তন আনতে হবে। তাহলেই দুর্নীতি প্রতিরোধ কার্যক্রম কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাইকোলজিস্ট পদে ওয়ার্ল্ড ভিশনে চাকরি

সীমান্তে আরও ১৯ বাংলাদেশিকে বিএসএফের পুশইন

‎আন্দোলনের মুখে আইআইইউসি বন্ধ ঘোষণা

ইনোভেশনের জরিপ / সরকার গঠনে সবচেয়ে বেশি সম্ভাবনা বিএনপির

নায়ক থেকে রাজনীতিবিদ—১৫০টির বেশি প্রেমের প্রস্তাব পেয়েছেন উর্বী

প্রতিমা ভাঙচুরের অভিযোগে গ্রেপ্তার ১

ছাগলকাণ্ডের মতিউরের জামিন নামঞ্জুর

ওয়ালটনে চাকরির সুযোগ

‘এই সময়’-এ প্রকাশিত ফখরুলের সাক্ষাৎকার নিয়ে বিএনপির বিবৃতি 

অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে এপেক্স ফুটওয়্যারে চাকরির সুযোগ

১০

২৪ ঘণ্টায় মধ্যে সাগরে লঘুচাপ, সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১১

ডাকাত সন্দেহে গণপিটুনিতে একাধিক মামলার আসামি নিহত

১২

সঠিক নিয়মে সালাদ খান, সুস্থ থাকুন

১৩

সাবেক মন্ত্রী কামরুল রিমান্ডে, গ্রেপ্তার সোলায়মান 

১৪

পিআর বাস্তবায়নের আগে গণভোট করা যেতে পারে : জাকসু ভিপি

১৫

‘ভারত ম্যাচে মুস্তাফিজসহ মূল ক্রিকেটারদের বিশ্রামে রাখা উচিত’

১৬

নিষিদ্ধ করা কনটেন্ট নির্মাতাদের সুখবর দিল ইউটিউব

১৭

আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াডে অংশ নেবেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা

১৮

এই ৭ লক্ষণ দেখলে শিশুর হার্টে সমস্যা নিয়ে সতর্ক হোন

১৯

পোকা দমনে ‘আলোক ফাঁদ’, কমছে কীটনাশকের ব্যবহার

২০
X