কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২৯ এএম
প্রিন্ট সংস্করণ

ঢাকায় রেকর্ড লোকসমাগম করবে বিএনপি

তারেক রহমানের প্রত্যাবর্তন
ঢাকায় রেকর্ড লোকসমাগম করবে বিএনপি

আগামী ২৫ ডিসেম্বর বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটেই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে অভ্যর্থনা জানাতে রেকর্ড লোকসমাগম করতে চায় বিএনপি। দলটি জানিয়েছে, ২৫ ডিসেম্বর ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেলা ১১টা ৫৫ মিনিটে অবতরণ করবেন তারেক রহমান। সেখান থেকে সড়কপথে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় গাড়িবহরে যাবেন এভারকেয়ার হাসপাতালে, যেখানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন আছেন তার মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল বৃহস্পতিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তার চারপাশের এলাকা পরিদর্শনের পর সাংবাদিকদের এ কথা জানান তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপি গঠিত কমিটির আহ্বায়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

এদিকে, ঢাকায় বিমানবন্দরে নেমে হাসপাতালে চিকিৎসাধীন মাকে দেখতে যাওয়ার আগে পথে ৩০০ ফিট সড়কে বিএনপির পক্ষ থেকে আয়োজিত একটি জনসভায় অংশ নিতে পারেন তারেক রহমান। এ ছাড়া পরদিন শেরেবাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার দিন দলটির পক্ষ থেকে ৫০ লাখ লোকসমাগমের পরিকল্পনা রয়েছে বলে কালবেলাকে জানিয়েছেন অভ্যর্থনা কমিটির এক সদস্য। তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে নেতাকর্মীদের ঢাকায় আসার সুবিধার্থে ৭টি ট্রেন রিজার্ভের জন্য রেল মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়েছে বিএনপি।

সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘আমরা চাই, তার (তারেক রহমান) এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত ৫৫ বছরের ইতিহাসে যেভাবে, যা কিছু দৃষ্টান্ত হয়েছে, তাকে ছাড়িয়ে যায় এবং আগামী ৫৫ বছরে ইতিহাসেও যেন সে রকম কোনো ঐতিহাসিক ঘটনা না হয়, সে রকম একটা স্মরণীয় করে রাখার জন্যই আমাদের সব আয়োজন হচ্ছে।’

তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছরের কষ্টের নির্বাসিত জীবন শেষে আমাদের নেতা ২৫ ডিসেম্বর ঢাকা ফিরবেন। বাংলাদেশ বিমানের নিয়মিত কমার্শিয়াল ফ্লাইটেই উনি আসবেন। সেটার ল্যান্ডিং টাইমটা ১১টা ৫৫ মিনিট হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২টাই বলতে পারি।’

সংবর্ধনাস্থল কোথায় হবে সে প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এটা এখনো ঠিক হয়নি। আমরা জায়গাগুলো দেখছি। দেশের জনগণ তাকে একনজর দেখার জন্য উদগ্রীব ও উন্মুখ হয়ে আছে এবং তার দুইটা কথা শোনার জন্য উন্মুখ হয়ে আছে। সেজন্য আমরা ব্যবস্থা করার চেষ্টা করছি সেটা কোন জায়গায় হলে ভালো হয়। সবাই যাতে আসতে পারে, দেখতে পারে এবং জনদুর্ভোগ যাতে না হয়— সব কিছু বিবেচনায় রেখে আমরা জায়গাগুলো পরিদর্শন করছি। যথাসময়ে আপনারা জানতে পারবেন।’

তারেক রহমানকে অভ্যর্থনা জানানো এবং তার পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে থেকে সহযোগিতা পাচ্ছেন বলে জানান সালাহউদ্দিন আহমদ। এ ছাড়া তারেক রহমানের নিরাপত্তার বিষয়ে কয়েক দিন ধরে সংশ্লিষ্ট বিভাগের প্রধানদের সঙ্গে দলের গঠিত নিরাপত্তার টিমের প্রধান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুল ইসলামের নেতৃত্বে সদস্যরা বৈঠক করে কাজের সমন্বয় করছেন বলেও জানান তিনি। বিমানবন্দরে কথা বলার সময় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, খালেদা জিয়া-তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধান নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম শামসুল ইসলামসহ সদস্যরা উপস্থিত ছিলেন।

দেশে ফিরতে ট্রাভেল পাসের জন্য আবেদন তারেক রহমানের: তারেক রহমান দেশে ফিরতে ‘ট্রাভেল পাসের’ জন্য আবেদন করেছেন। তিনি লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে এ আবেদন করেছেন বলে গতকাল একটি কূটনৈতিক সূত্র কালবেলাকে জানিয়েছে। সূত্রটি আরও জানায়, তারেক রহমানের ট্রাভেল পাসের আবেদন এরই মধ্যে বাংলাদেশ হাইকমিশনে জমা দেওয়া হয়েছে। রাজনৈতিক কারণে লন্ডনে নির্বাসিত তারেক রহমান মেয়াদ ফুরানোর পর আর বাংলাদেশের পাসপোর্ট পাননি। গত বছর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সুযোগ থাকলেও তিনি পাসপোর্ট নবায়নের আবেদন করেননি। বর্তমান পরিস্থিতিতে এ কারণেই বাংলাদেশি হিসেবে তাকে দেশে ফিরতে হলে ট্রাভেল পাস নিয়ে আসতে হবে।

২৪ ডিসেম্বর থেকেই ঢাকায় আসবেন নেতাকর্মীরা: গতকাল বিমানবন্দরে সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, ‘আমাদের প্রিয় নেতাকে স্বাগত জানাতে সারা দেশ থেকে নেতাকর্মীরা আসবে। আমরা সারা দেশের সব জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যন্ত বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দিচ্ছি কীভাবে তারা ২৪ তারিখ রাতের মধ্যে অথবা ২৫ তারিখ সকালের মধ্যে ঢাকায় আসবেন। এর মধ্যে সারা দেশে জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে।’

কমিটি কাজ করছে পুরোদমে: তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপি গঠিত কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আমাদের অভ্যর্থনা কমিটি কাজ করছে পুরোদমে। কাজের অনেক দূর অগ্রগতি হয়েছে। সেদিন মানুষের যে উপস্থিতি যেটা হবে সেটা হবে ঐতিহাসিক নিঃসন্দেহে। ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির সদস্যরা দিনরাত পরিশ্রম করছেন।

৭টি ট্রেন চায় বিএনপি: দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নেতাকর্মীদের ঢাকায় আসার সুবিধার্থে বিশেষ ট্রেন ও বগি রিজার্ভ চেয়েছে বিএনপি। গতকাল রেল মন্ত্রণালয়ের সচিবকে চিঠি পাঠিয়েছেন সিনিয়র যুগ্ম মহাসচিব ও তারেক রহমানকে অভ্যর্থনা জানানো কমিটির সদস্য সচিব রুহুল কবির রিজভী। চিঠিতে বলা হয়েছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে ঢাকায় প্রত্যাবর্তন করবেন। তাকে সংবর্ধনা জানানোর জন্য সারা দেশ থেকে বিপুলসংখ্যক ছাত্র-জনতা ঢাকায় আগমন করবেন। তাদের আগমনের সুবিধার্থে বিএনপির পক্ষ থেকে ২৪ ডিসেম্বর দিবাগত রাতের বিভিন্ন রুটে রেলগাড়ি রিজার্ভ করতে ইচ্ছুক। সরকারি নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট ভাড়া পরিশোধ করা হবে।

চিঠিতে কক্সবাজার-ঢাকা, সিলেট-ঢাকা, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা, টাঙ্গাইল-ঢাকা, চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকা, পঞ্চগড়-নীলফামারী-পার্বতীপুর-ঢাকা ও কুড়িগ্রাম-রংপুর-ঢাকা রুটের জন্য একটি করে স্পেশাল ট্রেন বা অতিরিক্ত বগি রিজার্ভ করার অনুরোধ জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে নয়, যেখানে নেওয়া হচ্ছে হাদির মরদেহ

খালেদা জিয়ার সবশেষ অবস্থা জানালেন ডা. জাহিদ

হাদি হত্যার প্রতিবাদে জুলাই ঐক্যের ‘কফিন মিছিল’

ঢাবি ভর্তিসহ ৫টি পরীক্ষা স্থগিত, পেছাল সমাবর্তন

ছাত্রলীগ নেতাকে ধরতে পুরস্কার ঘোষণা

ওসমান হাদির মরদেহ দেশে পৌঁছেছে

দেড় যুগ পর পুলিশ ক্যাডার হলেন আলোচিত দম্পতি

হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বরিশালে বিক্ষোভ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শনিবারের এলএলবি পরীক্ষা স্থগিত

ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ

১০

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের শনিবারের নিয়োগ পরীক্ষা স্থগিত 

১১

নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

১২

সুদানে ফের হামলা, নিহত ১৬

১৩

নেকটার চার ক্যাটাগরির নিয়োগ পরীক্ষা স্থগিত

১৪

আইনজীবী আলিফ হত্যার আসামি সুকান্ত গ্রেপ্তার

১৫

বাংলাদেশকে নতুন স্বপ্ন দেখাচ্ছিলেন হাদি : মান্না

১৬

ষড়যন্ত্র করে নির্বাচন প্রতিহত করা যাবে না : আমান

১৭

কোনো উসকানিতে পা না দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

১৮

গ্রাহকদের ‘দুঃসংবাদ’ দিল তিতাস গ্যাস

১৯

ঢাবির কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে হাদিকে

২০
X