

মার্কিন ডলার শক্তিশালী হওয়ায় বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কিছুটা কমেছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মূল্যস্ফীতি তথ্য প্রকাশের অপেক্ষায় বিনিয়োগকারীরা সতর্ক অবস্থান নেওয়ায় স্বর্ণের চাহিদায় চাপ তৈরি হয়েছে। তবে রুপার দাম রেকর্ড উচ্চতার কাছাকাছিই রয়েছে। খবর রয়টার্সের।
বাংলাদেশে বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবস। এ দিন দুপুর পর্যন্ত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে কমতে থাকে। স্পট মার্কেটে স্বর্ণের দাম ০ দশমিক ৪ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৩২৩ দশমিক ৫৭ ডলারে নেমেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ফিউচার বাজারে সোনার দামও ০ দশমিক ৪ শতাংশ কমে দাঁড়িয়েছে আউন্সপ্রতি ৪ হাজার ৩৫৬ দশমিক ১০ ডলার।
বিশ্লেষকেরা বলছেন, ডলার সূচক সাম্প্রতিক এক সপ্তাহের প্রায় সর্বোচ্চ অবস্থানের কাছাকাছি থাকায় ডলারে মূল্যায়িত স্বর্ণ বিদেশি ক্রেতাদের জন্য তুলনামূলক ব্যয়বহুল হয়ে উঠেছে। এতে দামে বিক্রির চাপ তৈরি হয়েছে।
অন্যদিকে, শিল্প চাহিদা ও সরবরাহসংকটের প্রত্যাশায় রুপার দাম এখনো রেকর্ডের কাছাকাছি অবস্থান করছে। বিনিয়োগকারীরা এখন যুক্তরাষ্ট্রের আসন্ন মূল্যস্ফীতি তথ্যের দিকে নজর রাখছেন, যা সুদের হার নিয়ে ফেডারেল রিজার্ভের পরবর্তী নীতিগত সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
মন্তব্য করুন