রাজকুমার নন্দী
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৩, ০৩:০০ এএম
আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ১২:০৭ পিএম
প্রিন্ট সংস্করণ

বিএনপি ও মিত্ররা সমঝোতার পথ দেখছে এখনো

কাল থেকে ৪৮ ঘণ্টার হরতাল
বিএনপির লোগো।
বিএনপির লোগো।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার মধ্য দিয়ে রাজনৈতিক সমঝোতা ছাড়াই আওয়ামী লীগ সরকার ‘একতরফা’ নির্বাচনের পথে হাঁটছে বলে মনে করছে বিএনপি ও তাদের মিত্ররা। তাদের দাবি, একতরফা নির্বাচন চলমান রাজনৈতিক সংকটের সমাধান নয়, বরং সংকটকে আরও ঘনীভূত করবে। একই সঙ্গে তপশিল ঘোষণা হলেই যে নির্বাচন হয়ে যাবে, সেটিও মনে করছে না বিএনপি ও তাদের শরিকরা। নেতারা বলছেন, এ দেশে পুনঃতপশিল হওয়ার একাধিক উদাহরণ রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে রাজপথে আন্দোলন আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সংকট সমাধান না হওয়া পর্যন্ত একদফার আন্দোলন চালিয়ে যাবে দলটি। নেতাদের দাবি, চলমান আন্দোলন এবং নির্বাচন ইস্যুতে সরকারের ওপর পশ্চিমা বিশ্বের অব্যাহত চাপে শিগগির অবস্থার ইতিবাচক পরিবর্তন হতে পারে।

বিএনপি ও শরিকদের দাবি, তপশিল ঘোষণা হলেও দেশে নির্বাচনী আমেজ নেই বরং জনমনে এক ধরনের উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। তপশিলকে স্বাগত জানিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ আনন্দ মিছিল করলেও গণতন্ত্রকামী দলগুলোর পাশাপাশি দেশের জনগণ ‘একতরফা’ তপশিল প্রত্যাখ্যান করেছে। তা ছাড়া বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীরা কারাগারে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ, নেতাকর্মীরা সেখানে যেতে পারেন না। মিথ্যা মামলায় এরই মধ্যে অনেককে সাজা দেওয়া হয়েছে। রাজনৈতিক আরও অনেক মামলা রায়ের পথে। সবকিছুই হচ্ছে একতরফাভাবে। সরকারের এসব কার্যক্রমে প্রতীয়মান হচ্ছে, বিএনপি ও বিরোধী দলগুলোকে বাইরে রেখে তারা ফের একতরফা নির্বাচনের পথেই হাঁটছে।

এদিকে ‘একতরফা’ তপশিলের বিরুদ্ধে রাজপথে আন্দোলন জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপির হাইকমান্ড। শিগগির অবস্থার ইতিবাচক পরিবর্তন হবে—এমন আশাবাদ তুলে ধরে সারা দেশের নেতাকর্মীদের হতাশ না হয়ে মাঠে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। আন্দোলনের অংশ হিসেবে তপশিলের প্রতিবাদে এবং সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে আগামীকাল রোববার থেকে ফের কর্মসূচি নিয়ে মাঠে নামছে বিএনপি ও শরিকরা। ওইদিন সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতাল কর্মসূচি পালন করবে তারা। এর আগে একদফা দাবিতে গত ২৯ জুলাই থেকে পাঁচ দফায় সারা দেশে ১১ দিন অবরোধ এবং এক দিন হরতালের কর্মসূচি পালন করেছে।

জানা গেছে, ৪৮ ঘণ্টার এ হরতাল শেষে এক দিন বিরতি দিয়ে চলতি সপ্তাহের শেষ দুদিন ফের হরতালের কর্মসূচি আসতে পারে। এরপর জনস্বার্থে শুক্র ও শনিবার বিরতি দিয়ে আগামী সপ্তাহ থেকে দেশব্যাপী ফের অবরোধের কর্মসূচি দিতে পারে বিএনপি ও শরিকরা।

বিএনপি নেতারা বলছেন, একতরফা তপশিল বাতিল এবং একদফা দাবিতে তাদের কর্মসূচি অব্যাহত থাকবে। সরকারের অব্যাহত দমন-পীড়ন, গ্রেপ্তার উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যাওয়ার সক্ষমতা তাদের রয়েছে। আন্দোলনকে এগিয়ে নিতে কৌশলের অংশ হিসেবে নেতারা গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে রয়েছেন বলে দাবি দলটির।

বিএনপি ও যুগপতের শরিক দলগুলোর নেতারা বলছেন, রাজনৈতিক সমঝোতা ছাড়া একতরফাভাবে তপশিল ঘোষণা করা হলেও যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব আগামী নির্বাচন নিয়ে সরকারের অবস্থান মনিটর করছে। যুক্তরাষ্ট্রের শর্তহীন সংলাপের প্রস্তাব প্রত্যাখ্যাত হলেও বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিতে সরকারের ওপর পশ্চিমা বিশ্বের চাপ অব্যাহত। এ ইস্যুতে আগামী দিনগুলোতে তাদের তরফ থেকে সরকারের ওপর নতুন করে আরও চাপ তৈরি হতে পারে। ফলে তপশিল হলেও সরকার শেষ পর্যন্ত গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচনের চাপ উপেক্ষা করতে পারবেন না। এর ফলে রাজনৈতিক সমঝোতা এবং পুনঃতপশিল হওয়াটা অস্বাভাবিক নয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, দেশে তপশিল ঘোষণার পর নির্বাচনের তারিখ পরিবর্তনের একাধিক উদাহরণ আমরা দেখেছি। এমন তপশিল ঘোষণার পর একটি নির্বাচন সম্পূর্ণ বাতিলেরও উদাহরণ দেখেছি। স্পষ্টতই বাংলাদেশে রাজনীতি এবং আসন্ন নির্বাচন উভয়ই এখনো সম্পূর্ণ তরল অবস্থায় রয়েছে। সময়ই বলে দেবে বাংলাদেশের গণতন্ত্র কোন দিকে যাচ্ছে।

জানা যায়, ২০০৭ সালের ২২ জানুয়ারি যে নবম জাতীয় সংসদ নির্বাচন হওয়ার কথা ছিল তা বাতিল করা হয়। এরপর ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনের আগেও চার দফায় তপশিল পরিবর্তন হয়।

নবম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ইসির পরিসংখ্যান প্রতিবেদনে বলা হয়েছে, কমিশনের ঘোষিত রোডম্যাপ অনুযায়ী দেশবাসীর প্রত্যাশিত জাতীয় সংসদ নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে ২ নভেম্বর ২০০৮ তারিখে নবম জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হয়। সব দলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এ তপশিল চার বার পরিবর্তন করা হয়। অবশেষে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর বহু প্রত্যাশিত নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এদিকে বাংলাদেশে নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনে গণতান্ত্রিক বিশ্বের চাওয়াকে আমলে না নিয়ে সরকার একতরফা নির্বাচনের পথেই হাঁটছে বলে মনে করছে সরকারবিরোধী যুগপৎ আন্দোলনে বিএনপির গুরুত্বপূর্ণ মিত্র গণতন্ত্র মঞ্চ। এ প্রসঙ্গে এই জোটের অন্যতম নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক দৈনিক কালবেলাকে বলেন, গত কয় বছর ধরে এই সরকারের একটা পাবলিক অঙ্গীকার ছিল, আগামী নির্বাচনটা ২০১৪ কিংবা ‘১৮ এর মতো হবে না। তারা এবার সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন করবেন; কিন্তু সে ব্যাপারে সরকারের দিক থেকে আজ পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রস্তাবনা নেই। সরকার যদি নির্বাচনকালীন সংকট উত্তোরণে আন্তরিক হন, তাহলে একটা নীতিগত সিদ্ধান্ত ও প্রস্তাবনা নিয়ে এগিয়ে আসতে হবে। প্রথমত, ঘোষিত তপশিল স্থগিত করতে হবে। তারপর বিরোধী দলের নেতাদের মুক্তির ব্যবস্থা করতে হবে, বিরোধী দলের স্বাভাবিক গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। এই উদ্যোগটি সরকারের পক্ষ থেকেই আসতে হবে। এ রকম একটা পরিবেশ তৈরি হলে তখন বিএনপি, গণতন্ত্র মঞ্চসহ বিরোধী দলগুলো নিশ্চয়ই বসবে; কিন্তু বর্তমান অবরুদ্ধ পরিস্থিতিতে সংলাপের কোনো পরিবেশ নেই।

তিনি আরও বলেন, গণতান্ত্রিক বিশ্ব বলে পরিচিত বাংলাদেশের উন্নয়ন অংশীদার দেশগুলো বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় বলে বিভিন্ন সময় জানিয়েছে; কিন্তু তাদের পরামর্শ, চাওয়াকে আমলে না নিয়ে সরকার বেপরোয়াভাবে একতরফা নির্বাচনের পথে হাঁটছে। ফলে সুষ্ঠু নির্বাচন ইস্যুতে সরকারের ওপর এ দেশগুলোর চাপ সামনে আরও বাড়তে পারে, এমন আশঙ্কাই বেশি। আমরা জনগণের নিরপেক্ষ নির্বাচনের দাবির প্রতি নির্ভর করে চলমান গণআন্দোলনকে তীব্রতর করব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজ বিশ্ব মানবিক দিবস

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

২২ বছর ধরে মুয়াজ্জিনকে বিনামূল্যে খাওয়াচ্ছেন হোটেল মালিক 

এখনো দেড় হাজার অস্ত্র উদ্ধার না হওয়ার কারণ জানাল র‌্যাব

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

৬ সহস্রাধিক শিক্ষার্থীর ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

ইবিতে অভ্যুত্থানবিরোধী সেই ১৯ শিক্ষক কারা?

১৯ আগস্ট : আজকের রাশিফলে কী আছে জেনে নিন

আপত্তিকর ভিডিও ধারণ, দারোয়ানকে ৪ তলা থেকে ফেলে দিল প্রেমিক যুগল

ইউক্রেনের জন্য ভালো খবর আসতে পারে, ইঙ্গিত দিলেন ইতালির প্রধানমন্ত্রী

১০

গ্রেটার ইসরায়েল ধারণার জন্ম হলো যেভাবে

১১

আজ শেষ হচ্ছে এইচএসসির লিখিত পরীক্ষা

১২

আশ্বাসে ‍সরে দাঁড়ালেন অনশনরত ২ শিক্ষার্থী, অন্যরা ‘অনড়’

১৩

সূর্যের হাসি ক্লিনিকে চাকরির সুযোগ, আবেদন করুন অনলাইনে

১৪

হাসপাতালের সামনে অদ্ভুত আচরণ করছিল কিশোর, অতঃপর...

১৫

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬২ হাজার ছাড়াল

১৬

১৯ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৭

ময়মনসিংহ সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ

১৮

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৯

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২০
X