শফিকুল ইসলাম
প্রকাশ : ২৮ জুন ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৮ জুন ২০২৩, ০১:৪৭ পিএম
প্রিন্ট সংস্করণ

চূড়ান্ত বার্তা নিয়ে তৃণমূলে বিএনপি নেতারা

বিএনপির দলীয় পতাকা
বিএনপির দলীয় পতাকা

সরকারের পদত্যাগ দাবিতে চূড়ান্ত আন্দোলন সামনে রেখে এবার ঈদ উদযাপন করবেন বিএনপি নেতারা। ঈদুল আজহা উপলক্ষে দলটির অনেক নেতা এরই মধ্যে নিজ নিজ এলাকায় চলে গেছেন। স্থানীয় নেতাকর্মী ও পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করবেন তারা। সেইসঙ্গে পৌঁছে দেবেন সরকার পতনে চূড়ান্ত আন্দোলনের বার্তা। দলের সিনিয়র নেতাদের কেউ কেউ ঢাকায় ঈদের নামাজ আদায় করেই রওনা দেবেন নিজ এলাকায়। বিশেষ করে যারা আগামী জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চান, তাদের বেশিরভাগই এখন এলাকামুখী। ঈদ উৎসবের মধ্যেই স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক কাজকর্ম শেষ করে দ্রুতই ঢাকাই ফিরতে চান তারা।

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমাদের অসংখ্য নেতাকর্মী এখনো কারাগারে বন্দি। দেশনেত্রী খালেদা জিয়া মিথ্যা মামলায় অসুস্থ অবস্থায় গৃহান্তরিন। আমরা যারা বাইরে আছি, তারাও বৃহত্তর কারাগারেই আছি। সবার প্রতি আমার আহ্বান থাকবে—যেন সতর্কতার সঙ্গে, পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করেন।

দলীয় সূত্রে জানা গেছে, চূড়ান্ত আন্দোলনের প্রস্তুতির অংশ হয়ে উঠবে এবারের ঈদ। সামনে একদফা দাবিতে আন্দোলনের যে চূড়ান্ত কর্মসূচি আসবে, সেটা সর্বাত্মকভাবে সফল করতে তৃণমূলের নেতাকর্মীদের নির্দেশনা দেবেন সংশ্লিষ্ট এলাকার কেন্দ্রীয় নেতারা। পাশাপাশি আগামীদিনের আন্দোলন কর্মসূচিতে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি ও অংশগ্রহণ বাড়াতে চায় দলটির হাইকমান্ড। সেই লক্ষ্যে তৃণমূলের নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হবে।

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল কালবেলাকে বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার মধ্যদিয়ে দেশের চলমান অবস্থার পরিবর্তন ঘটাতে বিএনপিসহ বিরোধী দলগুলো আন্দোলন করছে। অবৈধ শেখ হাসিনা সরকারকে হটাতে সামনে একদফা আন্দোলনের চূড়ান্ত প্রস্তুতির অংশ হয়ে উঠবে এবারের ঈদ। নেতাকর্মীদের সেই বার্তাই দেওয়া হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান কালবেলাকে জানান, দলের চেয়ারপারসন খালেদা জিয়া গুলশানের বাসায় পরিবারের সদস্যদের নিয়ে ঈদ উদযাপন করবেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডনে পরিবার ও স্থানীয় নেতাদের সঙ্গে নিয়ে ঈদ উদযাপন করবেন। সেখানে খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী দুই মেয়েকে নিয়ে ঈদ পালন করবেন। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে নিজ এলাকায় ঈদের নামাজ আদায় ও বাবা-মায়ের কবর জিয়ারত শেষে পরদিন ঢাকায় ফিরবেন। সেইসঙ্গে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কুশলবিনিময় করার কথা রয়েছে তার।

দলের স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন চিকিৎসার জন্য গতকাল মঙ্গলবার সিঙ্গাপুর গেছেন। মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকায় ঈদ করবেন। ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশে গ্রামের বাড়িতে ঈদের নামাজ আদায় শেষে ঢাকায় আসবেন। স্থায়ী কমিটির অন্য সদস্য নজরুল ইসলাম খান, সেলিমা রহমান ঢাকায় ঈদ উদযাপন করবেন। আমীর খসরু মাহমুদ চৌধুরী আমেরিকায় ঈদুল আজহা পালন করবেন। সেখান থেকে লন্ডন অথবা লন্ডনে ঈদ উদযাপন শেষে আমেরিকা যাবেন। সালাহউদ্দিন আহমেদ ভারতে এবং চিকিৎসার জন্য দীর্ঘদিন ধরে বাইরে থাকা ইকবাল হাসান মাহমুদ টুকু বিদেশেই কোরবানির ঈদ পালন করবেন।

ঈদের দিন সকাল সাড়ে ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত, ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাত করবেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও সিনিয়র নেতারা। ঈদের দিন রাতেই স্থায়ী কমিটির সদস্যরা খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাবেন বলে জানা গেছে।

এ ছাড়া দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, আবদুল আউয়াল মিন্টু, শামসুজ্জামান দুদুসহ অনেকে ঢাকায় থাকবেন। ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বরকতউল্লাহ বুলু নোয়াখালীতে, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরে নিজ এলাকায় ঈদ করবেন। সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রাজধানীর আদাবরের বাসায়, বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এবিএম আব্দুস সাত্তার ঢাকায় ঈদ পালন করবেন। যুগ্ম মহাসচিবদের মধ্যে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল পরিবারসহ এরই মধ্যে বরিশালে নিজ গ্রামে গেছেন। সেখানে তিনি ঈদ উদযাপন করবেন। হাবিব-উন-নবী খান সোহেল, খায়রুল কবির খোকন পরিবার ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঢাকায় ঈদ পালন করবেন। আন্তর্জাতিকবিষয়ক সহসম্পাদক নজরুল ইসলাম আজাদ তার নির্বাচনী এলাকা নারায়ণগঞ্জ-২ আসনে (আড়াইহাজার) পরিবার ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবেন। তিনি বলেন, স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ করে আবার ঢাকা ফিরব।

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব মো. আমিনুল হক, দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম ঢাকায় নিজ নির্বাচনী এলাকায় ঈদ করবেন। সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহে, আরেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ নিজ এলাকা মুন্সীগঞ্জের লৌহজংয়ে যাওয়ার কথা রয়েছে। এ ছাড়া কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক ও মুন্সীগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী মীর সরফত আলী সপু শ্রীনগরে, সহ-দপ্তর সম্পাদক মো. মুনির হোসেন পটুয়াখালী, কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুল নিজ এলাকা জামালপুরের মেলান্দহে, তাবিথ আউয়াল ও প্রকৌশলী ইশরাক হোসেন ঢাকায় ঈদ করবেন।

জানা গেছে, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন বরিশালে, সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুরে নিজ এলাকায়, বিএনপির শিক্ষা সম্পাদক ও ইউট্যাবের প্রেসিডেন্ট অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, মিডিয়া সেলের সদস্য ও ইউট্যাবের মহাসচিব অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহিন ও আব্দুস সাত্তার পাটোয়ারী ঢাকায় থাকবেন। এ ছাড়া সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু নিজ এলাকা নাটোরে, সিরাজগঞ্জ-৬ আসনে মনোনয়নপ্রত্যাশী বিএনপি নেতা গোলাম সারোয়ার, ঝিনাইদহ-৪ আসনে (কালীগঞ্জ) স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ, নেত্রকোনা-২ আসনে জেলা বিএনপির আহ্বায়ক এবং এমপি প্রার্থী অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক নেত্রকোনা-৩ (সদর), ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি ও চাঁদপুর জেলা বিএনপির সদস্য ডা. সরকার মাহবুব আহমেদ শামীম তার নির্বাচনী এলাকা চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ), নেত্রকোনা-৩ (কেন্দুয়া) আসনে মনোনয়নপ্রত্যাশী ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (অ্যাব) সহসহভাপতি প্রকৌশলী মো. মোস্তাফা-ই জামান সেলিম, সিআইপি, নরসিংদী-৫ আসনে মনোনয়নপ্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নেতা প্রকৌশলী আশরাফ উদ্দীন বকুল নিজ নিজ আসনের নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদুল আজহার নামাজ আদায় এবং শুভেচ্ছা বিনিময় করবেন। এ ছাড়া বিএনপির সিনিয়র ও গুরুত্বপূর্ণ নেতারা নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন বলে জানা গেছে।

দলটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু কালবেলাকে বলেন, বর্তমান অবৈধ ভোট ডাকাত সরকারকে হটাতে আমাদের সামনে এখন আন্দোলন ছাড়া কিছুই নেই। আন্দোলনে বিজয়ী হয়ে দেশবাসীকে নিয়ে ঈদের আনন্দ করতে চাই। চূড়ান্ত আন্দোলন সফলের লক্ষ্যে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিরা ৫ কর্মদিবসেই পাবেন যুক্তরাজ্যের ভিসা, তবে...

নুরের ওপর হামলার প্রতিবাদে এবি পার্টির বিক্ষোভ

যে কারণে আগামী মৌসুমে রিয়ালকে আতিথেয়তা দিতে পারবে না লিভারপুল

দত্তক নিয়ে ৩ সন্তানের মা সানি কেন নিজে গর্ভধারণ করেননি

১৭তম সন্তানের জন্ম দিলেন ৫৫ বছরের নারী!

দেশের দুঃসময়ে জিয়া পরিবারের ভূমিকা অনস্বীকার্য : আমান

চীনে মোদিকে লাল গালিচা সংবর্ধনা, কী ইঙ্গিত করছে?

গণনা শেষ, পাগলা মসজিদের সিন্দুকে মিলল রেকর্ড টাকা

সাপের মতো সুযোগ সন্ধানী শেখ হাসিনা ও তার দলবল : অধ্যাপক নার্গিস

‘বাচ্চা না হলে সংসার ছেড়ে চলে যেতে হবে’

১০

তিন চমক নিয়ে ইতালির বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা

১১

২৬ সেপ্টেম্বর থেকে প্রাথমিক শিক্ষকদের আমরণ অনশনের আলটিমেটাম

১২

চার সিদ্ধান্ত জানাল ডাকসুর নির্বাচন কমিশন

১৩

নুরের ওপর হামলার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

১৪

আফ্রিদির পছন্দের কেএফসির চিকেন আনল পরিবার, মেলেনি অনুমতি

১৫

মেয়োনিজ না পাওয়ায় ক্যাফেতে আগুন ধরিয়ে দিলেন বৃদ্ধ!

১৬

এবার ইসরায়েলের পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়াল রাশিয়া

১৭

তাসকিনের চার উইকেট, নেদারল্যান্ডসের সংগ্রহ ১৩৬

১৮

দেশের ৭১ শতাংশ মানুষ পিআর পদ্ধতিতে ভোট চায় : মুহাম্মদ শাহজাহান

১৯

ভোটে জয় নয়, মানুষের জীবন বদলানোই লক্ষ্য : বিএনপি নেতা মনিরুজ্জামান

২০
X