জাকির হোসেন লিটন
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৪, ০৩:১২ এএম
আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৮:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ

এমপি হতে না পেরে আবার উপজেলায় ফিরতে চান তারা

প্রার্থী হওয়ার ঘোষণা
এমপি হতে না পেরে আবার উপজেলায় ফিরতে চান তারা

জাতীয় সংসদের সদস্য হওয়ার জন্য উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করেছিলেন স্থানীয় অনেক জনপ্রতিনিধি। তাদের কেউ নির্বাচনে অংশও নিয়েছেন। আবার নানা কারণে নির্বাচনে অংশ নিতে পারেননি কেউ কেউ। এর মধ্যে কয়েকজন এমপি নির্বাচিতও হয়েছেন। বাকিদের অনেকেই এমপি হতে না পেরে আবার উপজেলায় ফিরতে চান। সেজন্য আগামী উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে এরই মধ্যে মাঠে নেমেছেন তারা। অনেকে রয়েছেন সিদ্ধান্তহীনতায়। নিজে প্রার্থী না হয়ে পরিবারের কোনো সদস্যকে প্রার্থী করার চিন্তা রয়েছে কারও কারও মধ্যে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারা।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বিএনপি জোটসহ সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর বর্জনের মধ্যে অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন দেওয়ার পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের জন্যও মাঠ উন্মুক্ত করে দেয় ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রার্থীদের অংশগ্রহণ ও ভোটার উপস্থিতি বাড়ানোর এ কৌশলে ‘বিদ্রোহী’দের ছাড় দেয় ক্ষমতাসীন দলটি। সরকারের এমন অবস্থানে সারা দেশে স্বতন্ত্র প্রার্থীদের হিড়িক পড়ে। পদত্যাগ করে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন অর্ধশতাধিক উপজেলা চেয়ারম্যান। এর মধ্যে রয়েছেন বরিশালের বাকেরগঞ্জের মোহাম্মদ শামসূল আলম, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর মো. আলী আসলাম, গাইবান্ধা সদরের শাহ সারোয়ার কবীর, নীলফামারীর সৈয়দপুরের মোখছেদুল মোমিন, রংপুরের মিঠাপুকুরের জাকির হোসেন সরকার, খুলনার ফুলতলার শেখ আকরাম হোসেন, কুষ্টিয়ার মিরপুরের কামারুল আরেফিন, সাতক্ষীরা সদরের আসাদুজ্জামান, শ্যামনগরের এস এম আতাউল হক, মেহেরপুর সদরের ইয়ারুল ইসলাম, চট্টগ্রামের ফটিকছড়ির হোসাইন মো. আবু তৈয়ব, নোয়াখালীর সোনাইমুড়ীর খন্দকার রুহুল আমিন, কুমিল্লার ব্রাহ্মণপাড়ার এম এ জাহের, চট্টগ্রামের চন্দনাইশের মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরী, কক্সবাজারের রামুর সোহেল সরওয়ার কাজল, ব্রাহ্মণবাড়িয়া সদরের ফিরোজুর রহমান, চট্টগ্রামের পটিয়ার মোতাহেরুল ইসলাম চৌধুরী ও কক্সবাজারের মহেশখালীর মোহাম্মদ শরীফ বাদশা।

পদত্যাগ করা উপজেলা চেয়ারম্যানদের তালিকায় আরও রয়েছেন কুমিল্লার চৌদ্দগ্রামের আবদুস ছোবহান ভূঁইয়া, দেবীদ্বারের আবুল কালাম আজাদ, চাঁদপুরের হাজীগঞ্জের গাজী মাঈনুদ্দিন, চট্টগ্রামের সাতকানিয়ার আবদুল মোতালেব, চাঁদপুরের ফরিদগঞ্জের মোহাম্মদ জাহিদুল ইসলাম, চট্টগ্রামের সীতাকুণ্ডের এস এম আল মামুন, মৌলভীবাজারের কুলাউড়ার এ কে এম সফি আহমদ, সুনামগঞ্জের শাল্লার চৌধুরী আবদুল্লাহ আল মাহমুদ. ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আবদুল মালেক সরকার, ঈশ্বরগঞ্জের মাহমুদ হাসান; শেরপুরের ঝিনাইগাতীর আবদুল্লাহেল ওয়ারেজ, ময়মনসিংহের হালুয়াঘাটের মাহমুদুল হক, শেরপুরের শ্রীবরদীর এ ডি এম শহিদুল ইসলাম ও ময়মনসিংহের মুক্তাগাছার আবদুল হাই আকন্দ।

আরও পদত্যাগ করেছেন নেত্রকোনার দুর্গাপুরের জান্নাতুল ফেরদৌস, নাটোরের সিংড়ার শফিকুল ইসলাম, পাবনার চাটমোহরের আবদুল হামিদ, বগুড়ার আদমদীঘির সিরাজুল ইসলাম খান, শেরপুরের মজিবুর রহমান, সিরাজগঞ্জের বেলকুচির মো. নুরুল ইসলাম, উল্লাপাড়ার শফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম, গোপালগঞ্জের মুকসুদপুরের কাবির মিয়া, নরসিংদীর মনোহরদীর সাইফুল ইসলাম খান, মুন্সীগঞ্জের সিরাজদিখানের মহিউদ্দিন আহমেদ, মানিকগঞ্জের সিঙ্গাইরের মুশফিকুর রহমান খান, রাজবাড়ী সদরের ইমদাদুল হক বিশ্বাস, টাঙ্গাইলের মির্জাপুরের মীর এনায়েত হোসেন, নারায়ণগঞ্জের রূপগঞ্জের শাহজাহান ভূঁইয়া, কিশোরগঞ্জের করিমগঞ্জের নাসিরুল ইসলাম খান, ঢাকার ধামরাইয়ের মোহাদ্দেছ হোসেন ও টাঙ্গাইলের গোপালপুরের ইউনুস ইসলাম তালুকদার।

সূত্রগুলো জানায়, পদত্যাগকারী চেয়ারম্যানদের মধ্যে অন্তত ১৬ জন এমপি নির্বাচিত হয়ে জাতীয় সংসদে রয়েছেন। কয়েকজন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেও হেরে যান। বাকিদের মধ্যে কয়েকজন বিভিন্ন কারণে শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিতে পারেননি। জানা গেছে, খুলনার ফুলতলার শেখ আকরাম হোসেন আবারও উপজেলায় প্রার্থী হচ্ছেন। নির্বাচন করবেন কুড়িগ্রামের আব্দুল হাই মাস্টার। এ ছাড়া মেহেরপুর সদরের ইয়ারুল ইসলাম, বগুড়ার আদমদিঘীর সিরাজুল ইসলাম খান, সিরাজগঞ্জের বেলকুচির মো. নুরুল ইসলাম ও ঢাকার ধামরাইয়ের মোহাদ্দেছ হোসেনও নির্বাচনে প্রার্থী হচ্ছেন। অন্যদিকে এখনো সিদ্ধান্তহীনতায় রয়েছেন নীলফামারীর সৈয়দপুরের মোখছেদুল মোমিন, সাতক্ষীরা সদরের আসাদুজ্জামান, কক্সবাজারের রামুর সোহেল সরওয়ার কাজল ও মহেশখালীর মোহাম্মদ শরীফ বাদশা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম, রাজবাড়ী সদরের ইমদাদুল হক বিশ্বাস, চাঁদপুরের হাজীগঞ্জের গাজী মাঈনুদ্দিন, শেরপুরের ঝিনাইগাতীর আব্দুল্লাহেল ওয়ারেজ ও ময়মনসিংহের মুক্তাগাছার আব্দুল হাই আকন্দ। মনোনয়নপত্র জমাদানের সময় ঘনিয়ে এলে তারা নির্বাচনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।

মেহেরপুর প্রতিনিধি জানান, দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে অংশ নিতে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম পদত্যাগ করেছিলেন। মেহেরপুর-১ আসনে তিনি আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ব্যর্থ হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। তবে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্রটি অবৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। ফলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি আবারও উপজেলা পরিষদ চেয়ারম্যান হতে চান। এখনই প্রার্থিতা ঘোষণা করছেন না। দলীয় হাইকমান্ডের নির্দেশনার জন্য অপেক্ষা করছেন। অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম কালবেলাকে বলেন, ‘আমি দলীয় হাইকমান্ডের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। এজন্য এখনই কোনো সিদ্ধান্তের কথা আপনাদের জানাতে পারব না।’

খুলনা ব্যুরো জানায়, ফুলতলা উপজেলার চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে খুলনা-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ফুলতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে করা ওই নির্বাচনে তিনি টানা তিনবারের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দের কাছে পরাজিত হন। তিনি আবারও উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেছেন। কালবেলাকে শেখ আকরাম বলেন, ‘এই উপজেলার মানুষের ভালোবাসার কারণে আবারও আমাকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে।’

কুড়িগ্রাম প্রতিনিধি জানান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার কুড়িগ্রাম-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। সংসদ নির্বাচনে পরাজয়ের পরেই উপজেলা চেয়ারম্যান পদে প্রচারণায় ব্যস্ত রয়েছেন তিনি। কালবেলাকে তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হয়েছি। এখন আবারও জনগণ আমাকে ভোট দিয়ে আবারও উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করবে ইনশাআল্লাহ।’

বগুড়া ব্যুরো ও আদমদীঘি প্রতিনিধি জানান, আদমদীঘি উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু পদত্যাগ করে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তিনি নির্বাচন করতে পারেননি। আসন সমঝোতায় জাতীয় পার্টিকে ছেড়ে দিতে হয় আসনটি। এজন্য তিনি আবারও উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান। এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম সুমন বলেন, ‘সিরাজুল ইসলাম খান রাজু উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। এটি অনেকটা নিশ্চিত। তবে দল থেকে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’

দিনাজপুর প্রতিনিধি জানান, উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করে সংসদ নির্বাচন করা তারিকুল ইসলাম বলেন, ‘এখনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আর জনগণ চাইলে তো ফিরতেই হবে।’

সিরাজগঞ্জ প্রতিনিধি জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নের আশায় বেলকুচি উপজেলা পরিষদ থেকে পদত্যাগ করা চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল আবারও একই পদে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন। এসব বিষয়ে জানতে চাইলে কালবেলাকে তিনি বলেন, ‘আমি পাঁচ বছর উপজেলা চেয়ারম্যান হিসেবে নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। জনগণের সেবা দেওয়ার চেষ্টা করেছি। সাধারণ মানুষের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। আমি জনগণের ওপর ভরসা করে আবারও উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই।’

ধামরাই (ঢাকা) প্রতিনিধি জানান, ঢাকা-২০ আসনে ধামরাই উপজেলা চেয়ারম্যান থেকে পদত্যাগ করে প্রার্থী হন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাদ্দেছ হোসেন। তিন আবারও উপজেলা চেয়ারম্যান পদে ফিরতে চান। এরই মধ্যে মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন। কালবেলাকে তিনি বলেন, ‘আমি এমপি নির্বাচিত না হতে পারলেও জনগণের ভালোবাসা পেয়েছি। আবারও উপজেলায় ফিরতে চাই। সময় এলে চূড়ান্ত ঘোষণা হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মিল্টন গ্রেপ্তার

টিউলিপের ২ বছরের কারাদণ্ড, যা বলা হচ্ছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে

স্বর্ণপদকজয়ী জাতীয় পর্যায়ের বডিবিল্ডারকে পিটিয়ে হত্যা

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন

ক্ষমতায় গেলে সমৃদ্ধ অর্থনীতির দেশ গড়বে বিএনপি : ফখরুল

বাড়ি ফেরা হলো না ফল ব্যবসায়ী মধুউল্লাহর

বিভিন্ন থানায় পুলিশ টাকা ছাড়া কথা শোনে না : সারজিস

বার্ষিক পরীক্ষা বন্ধের ঘোষণা ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজের শিক্ষকদের

যে আসন থেকে নির্বাচন করতে চান রেজা কিবরিয়া

অস্তিত্ব সংকটে ষাটগম্বুজ মসজিদ, ক্ষয়ে গেছে ১০ মিহরাব

১০

কম্পিউটার কেনার সময় যেসব বিষয় জানা জরুরি

১১

রোহিত-কোহলির পরবর্তী বিশ্বকাপ খেলা নিয়ে যা জানাল টিম ম‍্যানেজমেন্ট

১২

দেশের আদালতে প্রথম কোনো ব্রিটিশ এমপির সাজা 

১৩

সেন্টমার্টিনগামী জাহাজকে জরিমানা

১৪

বিএনপিতে যোগ দিলেন রেজা কিবরিয়া

১৫

প্লট দুর্নীতি / রেহানার ৭, হাসিনার ৫ ও টিউলিপের ২ বছরের কারাদণ্ড

১৬

আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম

১৭

শতবর্ষী বৃদ্ধার ঘর তৈরি করে প্রশংসায় ভাসছে ছাত্রদল

১৮

বিপিএলে চমক: রংপুর রাইডার্সে ইতালির ক্রিকেটার—কে তিনি

১৯

সাবেক ইউপি সদস্যকে গলা কেটে হত্যা

২০
X