আলী ইব্রাহিম
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ০৬:২৩ এএম
আপডেট : ০৬ জুন ২০২৪, ০৮:২৩ এএম
প্রিন্ট সংস্করণ

চাপে ছোট শুল্ক ছাড়ের তালিকা

হচ্ছে বড় ধরনের কাটছাঁট
চাপে ছোট শুল্ক ছাড়ের তালিকা

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপে আগামী (২০২৪-২৫) অর্থবছরের বাজেটে বেশিরভাগ পণ্যের শুল্ক অব্যাহতি কিংবা ছাড়ের সুবিধা কাটছাঁট করা হচ্ছে। সংসদ সদস্যদের (এমপি) গাড়ি আমদানি থেকে শুরু করে ফ্রিজ, শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র (এসি), এমনকি বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি আমদানিতেও রেয়াতি সুবিধা কমানোর প্রস্তাব করা হচ্ছে। এ ছাড়া ব্যাগেজ রুলসের আওতায় বিদেশ থেকে পণ্য আনার সুবিধায়ও বড় ধরনের পরিবর্তন আসছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

সূত্র জানায়, আগামী ২০২৪-২৫ অর্থবছরের কর অব্যাহতির সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে শুল্ক সুবিধায় বড় ধরনের কাটছাঁট করা হচ্ছে। এ ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে নতুন করে শুল্ক আরোপ করা হচ্ছে। আগামী বাজেটে এমপিদের গাড়ি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা বাতিল করে ২৫ শতাংশ শুল্ক এবং ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করা হতে পারে।

বাজেটের এ পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন কালবেলাকে বলেন, ‘সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে শুল্ক আরোপের উদ্যোগ ইতিবাচক। কেন তাদের শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানি করতে হবে? তারা তো শুল্ক-কর পরিশোধ করে গাড়ি কেনার ক্ষমতা রাখেন।’

সূত্র জানায়, বাজেটে ২৫০-এর বেশি সিসির মোটরসাইকেলের উপকরণ আমদানিতে নতুন করে ১০ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করা হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট পণ্যের কাস্টমস ট্যারিফ ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হতে পারে।

দীর্ঘদিন ধরে রামপালসহ বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য নিয়ে আসা পণ্যের রেয়াতি সুবিধা শূন্য শতাংশ প্রত্যাহার করে ৫ শতাংশ আরোপ করা হচ্ছে। এতে নতুন করে যেসব উদ্যোক্তা বিদ্যুৎ প্লান্ট স্থাপন করবেন, তাদের খরচ বাড়তে পারে। একই সঙ্গে অর্থনৈতিক অঞ্চলের শূন্য শতাংশ রেয়াতি সুবিধা সংশোধন করে ১ শতাংশ করার প্রস্তাব করা হতে পারে। হাইটেক পার্কের মূলধনি যন্ত্র এবং নির্মাণসামগ্রীর আমদানি শুল্ক শূন্য শতাংশ থেকে ১ শতাংশ করা হচ্ছে। আর উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত যন্ত্রপাতির আমদানি শুল্ক শূন্যের পরিবর্তে ৫ শতাংশ করা হচ্ছে। সিসি ক্যামেরা এবং এটিএমের উপকরণের শুল্ক ১ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করার প্রস্তাব করা হতে পারে। এতে সিসি ক্যামেরা স্থাপনের খরচ আরও বাড়তে পারে।

ওয়াটার পিউরিফাইর আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হতে পারে আগামী বাজেটে। এ ছাড়া সিএনজি বা এলপিজি ফিলিং স্টেশন স্থাপন ও পরিচালনার উপকরণের আমদানি শুল্ক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৫ শতাংশ করা হচ্ছে।

সূত্র আরও জানায়, বড় ধরনের পরিবর্তন আনা হচ্ছে ব্যাগেজ রুলে। এ ক্ষেত্রে কোনো যাত্রী চাইলেও লাগেজ বা হ্যান্ডব্যাগে ২৪ ক্যারেটের স্বর্ণ আনতে পারবেন না। চলতি অর্থবছরের একজন যাত্রী ব্যাগেজ রুলের আওতায় দুটি নতুন মোবাইল সেট শুল্ক-কর ছাড়া আনতে পারতেন বা খালাস নিতে পারতেন। আগামী অর্থবছরে শুধু একটি মোবাইল সেট নিয়ে আসতে পারবেন এবং শুল্ক-কর পরিশোধ করে খালাস করতে পারবেন।

এ ছাড়া রেফ্রিজারেটর ও এয়ার কন্ডিশনের কাঁচামালের রেয়াতি সুবিধা প্রত্যাহার করে নতুন করে শুল্ক আরোপ করা হচ্ছে। এয়ারকন্ডিশনের স্টিল শিটের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করা হচ্ছে। এ-সংক্রান্ত যেসব পণ্যের শুল্ক ১০ শতাংশ রয়েছে, তা বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হতে পারে। এলইডি লাইটে নতুন করে ১০ শতাংশ হারে আমদানি শুল্ক নির্ধারণ করা হচ্ছে। একই সঙ্গে জেনারেটর তৈরির উপকরণ শূন্য শতাংশ থেকে ১ শতাংশ করা হচ্ছে। এ ছাড়া ইলেকট্রিক খাতের সুইচ, সকেট ও হোল্ডারের আমদানি শুল্ক ৫ শতাংশ থেকে ১ শতাংশ কমিয়ে আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে। আয়রন তৈরির কাঁচামাল আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হতে পারে আগামী বাজেটে। এ ছাড়া নতুন করে কাজুবাদামের আমদানি শুল্ক ৫ শতাংশ এবং রেগুলেটরি ডিউটি ১০ শতাংশ করার প্রস্তাব আসতে পারে। এ ছাড়া রেফারেল হাসপাতাল স্থাপনের যন্ত্রপাতির আমদানি শুল্ক ১ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করার প্রস্তাব করা হতে পারে। আগামী বাজেটে ২৮ ধরনের পণ্যের ন্যূনতম শুল্ক প্রত্যাহার করে নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব করা হচ্ছে। একই সঙ্গে ১৯১ পণ্যের আমদানি শুল্ক যৌক্তিক পর্যায়ে আনার জন্য সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব করা হতে পারে। এ ছাড়া ইলেকট্রিক মিটারের আমদানি শুল্ক ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হতে পারে। একই সঙ্গে প্রিপেইড কিলোওয়াট মিটারের যন্ত্রপাতির আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হতে পারে।

সূত্র আরও জানায়, আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে ক্যান্সারের ওষুধ তৈরির উপকরণে রেয়াতি সুবিধার প্রস্তাব করা হচ্ছে। একই সঙ্গে ডায়ালাইসিস রোগীদের কথা বিবেচনায় নিয়ে ডায়ালাইসিস ফিল্টার ও ডায়ালাইসিস সার্কিটের শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করার প্রস্তাব করা হচ্ছে। এ ছাড়া কেপিআইভুক্ত রেয়াতি সুবিধায় নতুন কিছু পণ্য যুক্ত করার প্রস্তাব করা হতে পারে।

এই সময়ে সবচেয়ে আলোচিত হচ্ছে ডেঙ্গু রোগ। এই ডেঙ্গু টেস্টের কিট আমদানিতে রেয়াতি সুবিধা দিয়ে একটি প্রজ্ঞাপন জারির প্রস্তাব করা হতে পারে বাজেটে। এ ছাড়া কার্পেট শিল্পের কাঁচামাল ম্যাঙ্গানিজের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হতে পারে। দেশে ইলেকট্রিক গাড়ি উৎপাদন উৎসাহিত করতে মোটর তৈরির কাঁচামালে রেয়াতি সুবিধা প্রদানের প্রস্তাব করা হতে পারে বাজেটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৮ মামলায় ইমরান খানের জামিন

মাদ্রাসাপ্রধানদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা, না মানলে ব্যবস্থা

বরাদ্দ পেল বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

স্থিতিশীল অর্থনীতির জন্য গ্যাস উৎপাদন বাড়ানোর দাবি ব্যবসায়ীদের

একদিনের সফরে কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা

যে বয়সের আগেই শিশুকে ৮ শিক্ষা দেওয়া জরুরি

দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে ‘চাঁদাবাজ’ আখ্যা প্রধান শিক্ষকের, তদন্তে কমিটি

চট্টগ্রাম-৩ আসনে ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী মিল্টন ভুঁইয়া

বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা নিয়ে ‘সুখবর’ পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা

ফেসবুক পেজ জনপ্রিয় করার ৮ কৌশল

১০

বাড়ির আঙিনায় বিষধর পদ্মগোখরা, অতঃপর...

১১

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

১২

বরইতলা নদীর ‘বাঁধ’ এখন মৃত্যু যন্ত্রণায় কাতর

১৩

ইস্পাত খাতে বিশেষ তহবিল চান ব্যবসায়ীরা

১৪

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বৃদ্ধিতে আগ্রহী পাকিস্তান

১৫

উপকূলজুড়ে টানা বৃষ্টিপাত, জনজীবনে দুর্ভোগ

১৬

উমামা-সাদীর নেতৃত্বে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল ঘোষণা

১৭

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১১ জন

১৮

ডাকসু নির্বাচন / ডাকসু ভোটারদের মির্যা গালিবের ৩ পরামর্শ

১৯

বাংলাদেশি সন্দেহে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মারধর

২০
X