হুমায়ূন কবির
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৮:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

কতটা ঘুরে দাঁড়াল আফগান অর্থনীতি

কতটা ঘুরে দাঁড়াল আফগান অর্থনীতি

যুক্তরাষ্ট্রের বাহিনীকে হটিয়ে ২০২১ সালের ১৫ আগস্ট থেকে আফগানিস্তানের নিরঙ্কুশ ক্ষমতা তালেবানদের কবজায়। গত ১৫ আগস্ট সেই ক্ষমতা দখলের চার বছর পূর্ণ হলো। তবে যুক্তরাষ্ট্র সামরিকভাবে আফগানিস্তানকে ছাড়তে বাধ্য হলেও অর্থনৈতিকভাবে তালেবানদের ছাড়েনি। এখনো আফগান অর্থনীতির ওপর ওয়াশিংটনের প্রধান অস্ত্র অর্থনৈতিক অবরোধ বিদ্যমান। এমনকি মার্কিন ফেডারেল রিজার্ভে থাকা আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভে থাকা প্রায় ১০ বিলিয়ন ডলার আটকে রাখে তারা। এরপরও অর্থনীতি-ব্যবসা ও বাণিজ্য গতিশীল করার চেষ্টা করছে তালেবান। এ সময়ে নিরাপত্তা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও দেশটির একরকম স্থবিব। পাশাপাশি দেশটির মানবিক সংকট দিন দিন বাড়ছে। কৃষি, খনি, নির্মাণ ও বাণিজ্য খাত কিছুটা পুনরুদ্ধার হলেও রপ্তানি খাতে বাধা ও সমর্থনের ঘাটটিতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির অর্থনীতি। তবে তালেবানের যে একেবারে কোনো সফলতা নেই, তা কিন্তু নয়। দেশটির মুদ্রার বিনিময় মূল্য বেড়েছে, দুর্নীতি কমেছে আর কর সংগ্রহ বেড়েছে। তালেবান শাসনে আফগান অর্থনীতি নিয়ে বিস্তারিত লিখেছেন হুমায়ূন কবির

২০২১ সালের ১৫ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান আফগানিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনি। তালেবান যখন ক্ষমতা দখল করে তখন দেশটি ছিল বৈদেশিক মুদ্রাশূন্য দুর্ভিক্ষের এক দেশ। অর্থনীতি ছিল যুদ্ধবিধ্বস্ত। সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে আফগান অর্থনীতি। বিশ্বব্যাংক জানিয়েছে, ২০২৩-২৪ অর্থবছরে আফগানিস্তানের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৭ শতাংশ। ২০২৫ সালে এটি ২ থেকে ৩ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হতে পারে। মূলত ব্যক্তিগত ভোগ ব্যয় বৃদ্ধির কারণে আফগানিস্তান এই প্রবৃদ্ধির দেখা পেয়েছে। চার বছর আগে তালেবানের হাতে ক্ষমতা যাওয়ার পর গত দুই বছর আফগান অর্থনীতির প্রবৃদ্ধির ধারায়।

বিদেশি সাহায্য বন্ধ হয়ে যাওয়া ছাড়াও বিভিন্ন দেশে আফগানিস্তানের তহবিল অবরুদ্ধ হয়, দেশ ছেড়ে যান অনেক দক্ষ কর্মী। এ কারণে বিপদে পড়ে আফগানিস্তান। তালেবান সরকার তাদের আইনশৃঙ্খলা প্রতিষ্ঠার মাধ্যমে ব্যবসা-বাণিজ্যও পুনরুজ্জীবিত করতে পেরেছে। তারা দুর্নীতি হ্রাস, কর সংগ্রহ বৃদ্ধি ও মুদ্রার বিনিময় মূল্য বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ নিলে দেশটি তার সুফল পেতে শুরু করে। এর ধারাবাহিকতায় প্রবৃদ্ধির দেখা পায় আফগানিস্তান।

তবে এখনো আফগানিস্তানের অর্থনীতি অনেক দুর্বল। প্রাকৃতিক দুর্যোগ, প্রতিবেশী পাকিস্তান ও ইরান থেকে ফিরতে থাকা নিজ দেশের শরণার্থী নাগরিকের ঢল তালেবানের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ। তালেবান নারী শিক্ষা প্রায় নিষিদ্ধ করেছে। সব ধরনের চাকরি থেকে নারীদের বরখাস্ত করেছে। এসব কিছুও দেশটির অর্থনীতির জন্য আরেকটি বড় ধাক্কা।

২০২৩-২৪ অর্থবছরে আফগানিস্তানের রপ্তানি স্থিতিশীল থাকলেও আমদানির ঊর্ধ্বগতির কারণে বাণিজ্য ঘাটতি বেড়েছে। খাদ্য, জ্বালানি ও যন্ত্রপাতির জন্য বিদেশনির্ভরতা দেশটির স্থিতিশীল অর্থনীতির জন্য এখন বড় হুমকি। আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা ছাপাতে পারে না। তাদের বিদেশে মুদ্রা নোট ছাপাতে হয়। দেশটিতে সুদের লেনদেনও নিষিদ্ধ। তাই ব্যাংকগুলো অর্থ ধার দেওয়া বন্ধ রেখেছে। আন্তর্জাতিক মহলে স্বীকৃত না হওয়া তালেবান সরকার বিদেশ থেকে ঋণ সহায়তাও পাচ্ছে না। দেশটির সঙ্গে আন্তর্জাতিক লেনদেনও বন্ধ।

বিশ্বের একমাত্র দেশ রাশিয়া এখন পর্যন্ত তালেবানকে আফগানিস্তানের বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দিয়েছে। তবে চীন, পাকিস্তান, ভারত, কাতারের মতো আঞ্চলিক বড় শক্তিগুলোর সঙ্গে নিয়মিত বৈঠক করছে তারা। এমনকি তাদের প্রতিনিধিরা জাতিসংঘের উদ্যোগে আয়োজিত বিভিন্ন বৈঠকেও অংশ নিয়েছেন। চাপ সত্ত্বেও জাতিসংঘের এসব বৈঠকে কোনো নারী বা নাগরিক সমাজের প্রতিনিধি রাখেনি তালেবান। আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও কাতার ও সংযুক্ত আরব আমিরাত তালেবানের সঙ্গে অর্থনৈতিক লেনদেন করছে।

আন্তর্জাতিক স্বীকৃতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কাতার, আর আমিরাতের উড়োজাহাজ সংস্থার সহায়তাও তালেবানের জন্য বেশ গুরুত্বপূর্ণ।

সংকট কাটাতে তালেবান নানা ধরনের কর নির্ধারণ করেছে। ২০২৩ সালে তারা প্রায় ২৯৬ কোটি ডলার রাজস্ব সংগ্রহ করেছে। কিন্তু ধুঁকতে থাকা অর্থনীতি চাঙা করতে তাদের আরও অনেক বেশি অর্থ প্রয়োজন। এর মধ্যে ২০২৩ সালের শেষের দিকে আফগান মুদ্রা বিশ্বের সেরা মুদ্রা হয়। দুর্নীতি কমানো, পাচার বন্ধ ও কর সংগ্রহ বাড়ানোর মাধ্যমে তাদের মুদ্রা বিশ্বের সেরা ‘পারফর্মিং কারেন্সি’তে পরিণত হয়। অর্থনীতি ঠিক করার জন্য তারা স্থানীয় লেনদেনে ডলার ও পাকিস্তানি রুপির ব্যবহার বন্ধের পাশাপাশি দেশ থেকে বাইরে ডলার নিয়ে যাওয়ার ওপর কড়াকড়ি আরোপ করে তালেবান সরকার। পাশাপাশি প্রবাসী আয় বৃদ্ধির জন্যও নানা উদ্যোগ নেয় তালেবান সরকার।

তালেবানের সবচেয়ে বড় সাফল্য কৃষি ব্যবস্থার আমূল পরিবর্তন। আফগানিস্তান একসময় বিশ্বে আফিম উৎপাদনে শীর্ষ অবস্থানে ছিল। তালেবান ক্ষমতায় আসার পর আফিম উৎপাদনের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। জাতিসংঘের মাদক ও অপরাধ-সংক্রান্ত দপ্তর এক প্রতিবেদনে বলছে, ২০২৩ সালে সারা দেশে আফিম চাষ ২ লাখ ৩৩ হাজার হেক্টর থেকে কমে মাত্র ১০ হাজার ৮০০ হেক্টরেরও কম হয়েছে। আফিমের উৎপাদন আগের বছরের চেয়ে ৯৫ শতাংশ কমে ৩৩৩ টনে দাঁড়িয়েছে। আফিমের বদলে তালেবান সরকার জাফরান আবাদ বাড়াচ্ছে। ডালিমও আফগানিস্তানের অন্যতম কৃষিপণ্য। দেশটিতে প্রচুর ডালিম চাষ বেড়েছে গত কয়েক বছরে। এতদিন ফল হিসেবে ডালিম রপ্তানি হলেও এখন সেটি পানীয় আকারে রপ্তানি করা হচ্ছে। দেশটির পামির কোলা ‘শাফা’ ব্র্যান্ডের পানীয় বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলেছে। মূলত তালেবানের নীতিগত পরিবর্তনের সুদূরপ্রসারী প্রভাব পড়ছে দেশটির অর্থনীতিতে। আফগানিস্তান খনিজ সম্পদে সমৃদ্ধ এক অঞ্চল। সেখানে যে পরিমাণ লিথিয়াম আছে, তার মূল্য প্রায় ৩ লাখ কোটি মার্কিন ডলার। ২০২৩ সালে লৌহ, আকরিক ও স্বর্ণের খনি নির্মাণে চীনা, ব্রিটিশ ও তুর্কি কোম্পানির সঙ্গে তালেবান সরকার ৬৫০ কোটি ডলারের চুক্তি করেছে। গত বছর জানুয়ারি মাসে তেল উত্তোলনের জন্য চীনা কোম্পানির সঙ্গে চুক্তি করে তালেবান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৃষ্টিতে বাইক চালাতে সাবধান না হলে বিপদ

যুবকের কাণ্ডে ৫ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

২০২৬ সালে রোজা শুরু হতে পারে যেদিন থেকে

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ আবেদনের শুনানি ফের আজ

সকালে উঠে ভুলেও করবেন না এই ৫ কাজ

উন্নত ও গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার মূল প্রেরণা কাজী নজরুল : রিজভী

কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ

সহপাঠীদের সঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ, কচুরিপানার নিচে মিলল লাশ

সপ্তাহের ব্যবধানে সাড়ে ৪ হাজার সেনা হারাল ইউক্রেন

অ্যাসিস্ট্যান্ট অফিসার পদে নিয়োগ দিচ্ছে আড়ং

১০

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

১১

এসিআই-এ নিয়োগ, আবেদন করুন অনলাইনে

১২

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

১৩

বসতভিটা ছিনিয়ে নেওয়ার হুমকি, সন্তানের বিরুদ্ধে বাবার মামলা

১৪

ব্রাজিলের মন্ত্রীর মার্কিন ভিসা বাতিল, দায়িত্বজ্ঞানহীন বললেন লুলা

১৫

ভিপি প্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ, কী বললেন প্রক্টর

১৬

শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক

১৭

২৭ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

২৭ আগস্ট : টিভিতে আজকের খেলা 

১৯

আজ থেকে নতুন দামে বিক্রি হবে স্বর্ণ

২০
X