কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ০৮:০১ এএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৮:১৪ এএম
অনলাইন সংস্করণ

ভিপি প্রার্থীর বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগ, কী বললেন প্রক্টর

রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাবির প্রক্টর সাইফুদ্দীন আহমদ। ছবি : সংগৃহীত
রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাবির প্রক্টর সাইফুদ্দীন আহমদ। ছবি : সংগৃহীত

রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে ডাকসু নির্বাচনে স্বতন্ত্র ভিপি প্রার্থী জালাল আহমদ ওরফে জ্বালাময়ী জালালকে পুলিশের কাছে হস্তান্তর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘটনায় জালালের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের হাজী মুহাম্মদ মুহসীন হলের ৪৬২ নম্বর রুমে ছুরিকাঘাতের শিকার হন রবিউল হক।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, এ ঘটনায় হল প্রশাসন বাদী হয়ে জালাল আহমদের বিরুদ্ধে থানায় মামলা করেছে। এখন মামলাটি পরবর্তী ধাপে প্রচলিত আইন অনুযায়ী এগিয়ে যাবে।

ঘটনার পর জালাল আহমদের ভিপি প্রার্থিতা বহাল থাকবে কি না—এমন প্রশ্নের জবাবে প্রক্টর বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। তারা নিজেদের বিধি-বিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

জালাল আহমদের বিরুদ্ধে আগের অভিযোগগুলোর প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসন কী পদক্ষেপ নিয়েছিল তা এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে আজকের ঘটনার পর পূর্ববর্তী সব অভিযোগও খতিয়ে দেখা হবে।

হাজী মুহাম্মদ মুহসীন হলের প্রভোস্টের পদত্যাগের দাবির বিষয়ে প্রক্টর বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে আমিও প্রভোস্টের পদত্যাগের দাবি শুনেছি। তবে তারা যদি বুধবার উপাচার্যের সঙ্গে বসে আনুষ্ঠানিকভাবে তাদের দাবি তুলে ধরে, তাহলে সেই দাবিগুলো নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রক্টর আরও জানান, এ ঘটনার কোনো প্রভাব ডাকসুর নির্বাচনে পড়বে না। তিনি বলেন, রাতের ঘটনাকে ডাকসু নির্বাচনকেন্দ্রিক মনে হয়নি। তাই এ ঘটনার কারণে নির্বাচনে কোনো প্রভাব পড়বে বলে মনে করেন না তিনি।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, দীর্ঘদিনের বাগবিতণ্ডার জেরে রবিউলকে রুমমেট জালাল আহমদ ছুরিকাঘাত করেন। আহত অবস্থায় রবিউলকে হাসপাতালে নেওয়ার খবর ছড়িয়ে পড়তেই মুহসীন হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জালাল রুমে আছে জানতে পেরে দুই থেকে তিন শতাধিক শিক্ষার্থী তার কক্ষে ভিড় জমায়। এ সময় অনেকে দরজা ভাঙার চেষ্টা করলে হলের প্রভোস্ট ড. মোহাম্মদ সিরাজুল শিক্ষার্থীদের শান্ত করেন এবং তাৎক্ষণিকভাবে জালালকে বহিষ্কারের আশ্বাস দেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও তিন হলে হলে ভিপি-জিএসে ছাত্রশিবির এগিয়ে

চাকসুতে কেন্দ্রীয় সংসদে দুই পদে এগিয়ে ছাত্রশিবির, একপদে ছাত্রদল

চবিতে আরও দুই হলের ফল ঘোষণা

কারচুপি হলে বাংলাদেশ অচল করে দেবে ছাত্রদল: রাকিব

সোহরাওয়ার্দী হলে ভিপি-জিএসে এগিয়ে শিবির

সোহরাওয়ার্দী হলে পুনরায় ভোট গণনার দাবিতে ছাত্রদলের বিক্ষোভ

আরেক হলের ফল ঘোষণা, তিন পদেই এগিয়ে ছাত্রদল

হাসপাতালে খালেদা জিয়া

ইসরায়েলি কারাগারে নির্যাতনের বর্ণনা দিলেন গ্রেটা থুনবার্গ

চবিতে মুখোমুখি অবস্থানে ছাত্রদল-ছাত্রশিবির

১০

চাকসুর ফল কারচুপির চেষ্টার অভিযোগে শাহবাগে ছাত্রদলের অবস্থান

১১

৩১ দফা বাস্তবায়নে / বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী সোহাগের গণসংযোগ ও লিফলেট বিতরণ

১২

চবিতে ২ প্লাটুন বিজিবি মোতায়েন

১৩

সেনা হেফাজতে থাকা কর্মকর্তাদের বিচার নিয়ে ভলকার তুর্কের আহ্বান

১৪

বিএনপিকে ধন্যবাদ জানাল জামায়াত

১৫

চাকসু নির্বাচনে আরেক হলের ফল ঘোষণা, ভিপি পদে এগিয়ে ছাত্রদল

১৬

গোমতীর চরে আগাম সবজির চাষ, অধিক লাভের আশা কৃষকের

১৭

নতুন কুঁড়ি প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে কেশবপুরের তপস্যা

১৮

গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

১৯

ইন্দোনেশিয়ায় তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০

২০
X