কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ০৮:০৪ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

বিশ্ব বিবেক জাগ্রত হোক

বিশ্ব বিবেক জাগ্রত হোক

সমগ্র বিশ্বই অতিবাহিত হচ্ছে অস্থিরতার ভেতর দিয়ে। একের পর এক গণহত্যার মর্মান্তিক অভিজ্ঞতার সাক্ষী হচ্ছে আধুনিক সভ্যতা। ফিলিস্তিনে গণহত্যার বিরুদ্ধে যখন পৃথিবীর নানা প্রান্তে বিশ্ব বিবেককে দেখা গেছে জেগে উঠতে; ঠিক একই সময় আরও একটি নারকীয় গণহত্যা সংঘটিত হওয়ার অভিযোগ উঠছে আফ্রিকার দ্বিতীয় বৃহত্তম দেশ সুদানে। বলা হচ্ছে, দুই বছরেরও বেশি সময় ধরে চলমান সংঘাতে সুদানজুড়ে নিহত হয়েছে দেড় লাখের বেশি মানুষ। বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১ কোটি ২০ লাখ। দুর্ভিক্ষ ছড়িয়ে পড়েছে পুরো দেশে। প্রাণিজগতের একমাত্র বিবেকসম্পন্ন মানুষ ও তার সভ্যতার জন্য এসব ঘটনা নিশ্চয়ই লজ্জা ও হতাশার, যে ক্ষত ইতিহাস বহন করবে।

ক্ষমতা দখলকে কেন্দ্র করে ২০২৩ সালের এপ্রিলে সুদানে ভয়াবহ গৃহযুদ্ধ ছড়িয়ে পড়ে। সেনাবাহিনী (এসএএফ) আর প্যারামিলিটারি গ্রুপ র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে সে সময় থেকে শুরু হয় সশস্ত্র সংঘাত। সম্প্রতি দেশটির পশ্চিম দারফুর অঞ্চলের এল-ফাশের শহর আরএসএফ বাহিনী নিয়ন্ত্রণে নেয়। এরপর তারা সেখানে গণহত্যা চালায় বলে অভিযোগ উঠছে আন্তর্জাতিক মহলে। খোদ জাতিসংঘের ভাষ্য, এই মুহূর্তে বিশ্বের বৃহত্তম মানবিক সংকটে পতিত সুদান। আরএসএফের বিরুদ্ধে শত শত বেসামরিক পুরুষকে হত্যা ও জোরপূর্বক গুম করার অভিযোগ উঠছে। এ হত্যাকাণ্ডগুলো জাতিগত পরিচয়ের ভিত্তিতে প্রতিশোধমূলক হত্যাযজ্ঞ বলেও মনে করা হচ্ছে। আন্তর্জাতিক মহলে ঘটনাগুলো বিবেচিত হচ্ছে যুদ্ধাপরাধ হিসেবে। জাতিসংঘের মানবাধিকার কমিশন অনুমান করছে, বেসামরিক মানুষকে আরএসএফ মৃত্যুদণ্ড দিয়েছে। সামাজিকমাধ্যমে প্রকাশিত ভিডিওতে আরএসএফের ইউনিফর্ম পরিহিত পুরুষদের নিরস্ত্র বন্দিদের গুলি করার দৃশ্য দেখা গেছে বলে বিশ্ব গণমাধ্যমের খবরে উঠে এসেছে।

সুদানে চলমান গৃহযুদ্ধর শুরুটা হয় ২০১৯ সালে, তিন দশক ধরে প্রেসিডেন্ট থাকা ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করার মধ্য দিয়ে। ১৯৮৯ সালে সেনা অভ্যুত্থানের মধ্য দিয়ে সুদানের ক্ষমতায় আসেন বশির। তাকে সরাতে ২০১৯ সালে দেশটিতে বিপুল মাত্রায় বিক্ষোভ হয়। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্টের পতন ঘটিয়ে ক্ষমতায় আসে। তবে সাধারণ মানুষ গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বিক্ষোভ অব্যাহত রাখে। বিক্ষোভের মুখে সেনাবাহিনী ও বেসামরিক প্রশাসনের যৌথ উদ্যোগে সরকার প্রতিষ্ঠা করা হয়। কিন্তু ২০২১ সালের অক্টোবরে আরেকটি অভ্যুত্থানে ওই সরকারও ক্ষমতাচ্যুত হয়। ওই অভ্যুত্থানের পেছনে মূলত যে দুজন ব্যক্তি ছিলেন, তারাই সুদানে চলমান সংঘাতের পেছনে রয়েছেন। তারা হলেন জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান ও জেনারেল মোহামেদ হামদান দাগালো।

মানবতার বিপর্যয় কোনোক্রমেই কাম্য নয়। পৃথিবীর যে প্রান্তেই মানবতার ওপর ধ্বংসযজ্ঞ নেমে আসুক না কেন, মানুষ হিসেবে তার বিরুদ্ধে সোচ্চার অবস্থান ও প্রতিবাদ আবশ্যক। পাশাপাশি জরুরি তাদের পাশে দাঁড়ানো। আমরা জানি একের পর উত্তেজনা সৃষ্টি হচ্ছে পৃথিবীর নানা প্রান্তে। যুদ্ধ হচ্ছে, আবার থামছে। একপ্রান্তে থামলে নতুন করে যুদ্ধ বাধছে আরেক প্রান্তে। এ ছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ তো এখনো চলমান। মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনি যুদ্ধের বিরতি কাগজে-কলমে হলেও ইসরায়েলি আগ্রাসন থেমে নেই। নিধনযজ্ঞ অব্যাহত রয়েছে সেখানেও। অন্যত্র চলছে গৃহযুদ্ধ। সম্প্রতি একাধিক দেশে সংঘটিত হয়েছে জেন-জি অভ্যুত্থান। হয়েছে রেজিম চেঞ্জ। সব মিলিয়ে মানুষের জন্য সময়টা মোটেও সুখকর নয়। আমাদের প্রত্যাশা, দেশে দেশে অস্থিরতার মেঘ কাটবে। সুদানে মানবিক বিপর্যয়ের লাগাম টানতে বিশ্বনেতৃত্ব সোচ্চার ও মানবিক উদ্যোগ গ্রহণ করবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে ভালো করার লক্ষ্য বাংলাদেশের

গুগলে দ্রুত তথ্য খুঁজে পাওয়ার ৭ সহজ কৌশল

রাজশাহীতে ভোরের কুয়াশায় শীতের আগমনি বার্তা

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

কেন চিটাগং কিংসকে বাদ দেওয়া হয়েছে, কারণ জানাল বিসিবি

যুদ্ধবিরতি সত্ত্বেও গাজায় ইসরায়েলের গোলাবর্ষণ

গাইবান্ধায় ৩ জনকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

জবিতে ১০ সদস্যের কেন্দ্রীয় ভর্তি কমিটি গঠন

সেনাবাহিনীকে নিয়ে গুজবের শেষ কোথায়?

এমবাপ্পের পেনাল্টি মিস দেখে রিয়াল সমর্থকের মৃত্যু

১০

শীতে সুস্থ থাকার সহজ ৭ উপায়

১১

শাহরুখ-আরিয়ানের সম্পর্ক নিয়ে জল্পনা তুঙ্গে

১২

দীর্ঘ বিরতির পর বিটিভিতে আসিফ আকবর

১৩

৪ দপ্তরে নতুন সচিব

১৪

অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলন আজ

১৫

ঢাকার যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

১৬

চাঞ্চল্যকর কৃষক হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার

১৭

কেন ক্ষমা চাইলেন শাহরুখ?

১৮

খালি পেটে যে ৩ খাবার খেলে হতে পারে বিপদ!

১৯

আফগানিস্তান / মধ্যরাতে ভূমিকম্পে নিহত ৭, আহত ১৫০

২০
X