

এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ-২০২৫ উপলক্ষে টঙ্গী স্টেডিয়ামে চলছে বাংলাদেশ দলের অনুশীলন। নিজেদের চেনা পরিবেশে প্রতিযোগিতা হওয়ায় দারুণ কিছু করে দেখাতে জোড় প্রস্তুতি নিচ্ছেন আরচাররা। রোববার (২ নভেম্বর) টঙ্গীর আরচারি ট্রেনিং সেন্টারে বাংলাদেশ লিগের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। চার লিগের পয়েন্ট যোগ করে সেরা হয়েছে বাংলাদেশ বিমানবাহিনী। রানার্সআপ হয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)। যৌথভাবে তৃতীয় হয়েছে তীরন্দাজ ও বাংলাদেশ আনসার।
আগামী ৮-১৪ নভেম্বর ঢাকা জাতীয় স্টেডিয়াম ও আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ২৪তম এশিয়ান আরচারি। জাতীয় স্টেডিয়ামে ৮ থেকে ১২ নভেম্বর এবং আর্মি স্টেডিয়ামে ১৩ ও ১৪ নভেম্বর, দুই ভেন্যুতে প্রতিযোগিতা চলবে। ঘরের মাঠের এবারের আসরে ভালো করার প্রত্যয় জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ মার্টিন ফ্রেডরিখ, ‘এটা আমাদের জন্য সম্মানের যে, এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য এশিয়ান ফেডারেশন আমাদের ওপর আস্থা রেখেছে। এটা অনেক বড় দায়িত্ব। আমরা নিজেদের মাঠে অবশ্যই ভালো করতে চাই। আমরা রোমাঞ্চ নিয়ে সামনের দিকে তাকিয়ে আছি।’
কোচ আরও বলেন, ‘আপনাদের মনে থাকবে, ২০২১ সালে যখন এখানে এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ হয়েছিল, আমরা তিনটি পদক পেয়েছিলাম। কিন্তু সবশেষ ২০২৩ সালে ব্যাংককের আসরে আমরা কিছুই পাইনি। তো আমি চাই, ২০২১ সালে যে সাফল্য আমরা এখানে পেয়েছিলাম, সেটার পুনরাবৃত্তি করতে।’
দলের আরেক কোচ নূরে আলম বলেন, ‘সারা বছরই ক্যাম্প চলমান থাকে। কারও কারও ব্যক্তিগত কোনো কাজ থাকলে ছুটি দেওয়া হয়। যেমন এসএসসি পরীক্ষা বা বিশেষ কোনো প্রয়োজনে আরচাররা ছুটি পায়। সবাই সারাক্ষণ ক্যাম্পে থাকায় প্রস্তুতি ভালো। নতুন যারা আছে, তারাও বিশ্বমানের। আশা করি, তারা ভালো করবে।’
এ নিয়ে তৃতীয়বারের মতো আরচারির এই মর্যাদাকর ইভেন্ট আয়োজন হচ্ছে ঢাকায়। এর আগে ২০১৭ ও ২০২১ সালে সফলভাবে এই আয়োজন সম্পন্ন করেছিল বাংলাদেশ আরচারি ফেডারেশন।
মন্তব্য করুন