কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১০ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৮ এএম
প্রিন্ট সংস্করণ
সম্পাদকীয়

সঠিক নীতি ও বাস্তবায়ন চাই

সঠিক নীতি ও বাস্তবায়ন চাই

বাংলাদেশের অর্থনীতি এখন বহুমাত্রিক চাপে রয়েছে। দীর্ঘমেয়াদি কাঠামোগত দুর্বলতা, আর্থিক খাতের অস্থিরতা, বৈদেশিক মুদ্রার সংকট, বিনিয়োগে ভাটা, সব মিলিয়ে অর্থনীতির সামগ্রিক স্থিতিশীলতা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘বাংলাদেশ স্টেট অব দ্য ইকোনমি ২০২৫’ ও ‘এসডিজি অগ্রগতি প্রতিবেদন ২০২৫’ প্রকাশ অনুষ্ঠানে অর্থনীতিবিদদের বক্তব্যে এ বাস্তবতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। বিশেষজ্ঞদের মতে, বর্তমান পরিস্থিতি কোনো স্বাভাবিক ওঠানামা নয়; বরং বহু বছরের অব্যবস্থাপনা, দুর্নীতি ও দুশাসনের ফল।

অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন উল্লেখ করেছেন, বাংলাদেশ এখন ইতিবাচক ও নেতিবাচক সূচকের দ্বৈত চাপে রয়েছে। রেমিট্যান্স বৃদ্ধি, অর্থ পাচার কমে আসা, রাজস্ব আদায়ে কিছুটা গতি ও বিদ্যুৎ সরবরাহের উন্নতি অবশ্যই আশাব্যঞ্জক। কিন্তু উচ্চ মূল্যস্ফীতি, প্রকৃত মজুরি হ্রাস, বিনিয়োগ পতন, কর্মসংস্থানে স্থবিরতা—এসব নেতিবাচক সূচক সামষ্টিক অর্থনীতিকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে। বিশ্বব্যাংকের সাম্প্রতিক দারিদ্র্য মূল্যায়নে দরিদ্র জনগোষ্ঠীর বৃদ্ধির বিয়ষটি পরিস্থিতির গভীরতাকেই প্রতিফলিত করে।

এ সংকটের মূলভিত্তি যে কাঠামোগত, তা অন্য বক্তারাও স্পষ্ট করেছেন। সিপিডির ড. মোস্তাফিজুর রহমান বলেছেন, রাজস্ব-জিডিপি অনুপাত দশ বছর আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমে গেছে। যে দেশের রাজস্বভিত্তি দুর্বল, সেই দেশে টেকসই উন্নয়ন বা বৈদেশিক ঋণ পরিশোধ কোনোটিই দীর্ঘদিন নিরাপদ থাকা সম্ভব নয়। তার শঙ্কা বাংলাদেশ বাধ্যতামূলক পরনির্ভরতার দিকে যাচ্ছে, যা অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। যে দেশে রাজস্ব বাজেটের সবচেয়ে বড় ব্যয়-খাত হয়ে দাঁড়ায় সুদ পরিশোধ, সেখানে উন্নয়ন ব্যয় বা সামাজিক সুরক্ষার জন্য টাকা কোথায়?

ব্যাংক খাতের দুর্বলতাও সংকটকে গভীর করেছে। বিপুল পরিমাণ খেলাপি ঋণ, রাজনৈতিক প্রভাব, তদারকির শৈথিল্য এবং স্বচ্ছতার অভাব আর্থিক খাতকে দীর্ঘদিন ধরে ঝুঁকির মুখে রেখেছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর জানিয়েছেন, ব্যাংক খাতের স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সংস্কার চলছে। পাঁচ ব্যাংক একীভূত করা, আমানত বীমা বাড়ানো, বিনিময় হার নিয়ন্ত্রণ ইত্যাদি পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু এ পদক্ষেপ যথেষ্ট কি না, সেদিকে দেশের মানুষ ও বিনিয়োগকারীদের চোখ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মাহবুবউল্লাহর মতে, বাংলাদেশের অর্থনৈতিক দুর্বলতার মূল কারণ হলো কাঠামোগত অসাম্য ও শক্তিশালী রাজনৈতিক অর্থনীতি। অর্থনীতিতে অবৈধ প্রভাব, চাঁদাবাজি, দুর্নীতি এবং বাণিজ্যিক কার্যক্রমে অস্বচ্ছতা উন্নয়নের পথ রুদ্ধ করে রেখেছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, কিছু মহল বিকৃত তথ্য প্রচার করছে। কিন্তু তথ্য বিকৃতির অভিযোগ দিয়ে প্রকৃত সংকট আড়াল করা যাবে না। বরং বাস্তবতা স্বীকার, ভুল জায়গাগুলো চিহ্নিত করা এবং কার্যকর সংস্কারে যাওয়াটাই স্থিতিশীলতার একমাত্র পথ।

আজকের বাংলাদেশ এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে, যেখানে ইচ্ছা নয়, প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা এবং বাস্তববাদী সিদ্ধান্ত গ্রহণ। অতীতের অসংখ্য কমিশন, কমিটি বা কর্মশালার সীমিত ফল দেখেই বিশেষজ্ঞরা বলছেন, আসল সংস্কার তখনই সম্ভব, যখন রাজনৈতিক নেতৃত্ব কঠিন সিদ্ধান্ত নেওয়ার মতো সাহস দেখাবে।

এ কথা মিথ্যে নয় যে, বাংলাদেশ অতীতে বহু ধাক্কা সামলে এগিয়েছে। এবারও এগিয়ে যাবে, যদি সত্যিকার অর্থে সংস্কারকে অগ্রাধিকার দেওয়া হয় এবং রাজনৈতিক সদিচ্ছার সঙ্গে দায়িত্বশীলতা যোগ হয়। অর্থনীতির এ সংকট কাটানোর পথ একটাই। তা হলো—বাস্তবতা স্বীকার, সঠিক নীতি গ্রহণ এবং এর যথাযথ বাস্তবায়ন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হেড অব প্রোগ্রামস পদে নিয়োগ দিচ্ছে আন্তর্জাতিক সংস্থা

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১০ ডিসেম্বর : আজকের নামাজের সময়সূচি

কেশবপুরে চার নারী পেলেন ‘অদম্য নারী পুরস্কার’

সিলেটে ডায়াগনস্টিক সেন্টারসহ ১৪ প্রতিষ্ঠানকে ৮ লাখ টাকা জরিমানা

শরীয়তপুরে বাড়ি ফেরার পথে শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

মাদ্রাসা সুপারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, তদন্ত কমিটি গঠন

মাছ ধরতে গিয়ে ভারতে আটক ৬ জেলে, ১৩ মাস পর হস্তান্তর

হাটহাজারীতে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় গণদোয়া

জনসভায় হামলা-ভাঙচুর গণতন্ত্রের ওপর গভীর হুমকি : জেএসডি

১০

একাধিক চাকরি করলে শিক্ষকদের এমপিও বাতিল

১১

সিলেটকে বাংলাদেশের প্রথম দুর্নীতিমুক্ত জেলা ঘোষণার উদ্যোগ

১২

সাবেক সেনা কর্মকর্তার কাছে তারেক রহমানের দুঃখ প্রকাশ

১৩

বিএনপি তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ : টুকু

১৪

ঢাকায় নেত্রকোনা মুক্ত দিবস উদযাপন

১৫

এনসিপির প্রথম ধাপের মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা কাল

১৬

যুদ্ধবিমান ইউরোফাইটার টাইফুনের অনন্য যেসব শক্তিমত্তা

১৭

যাত্রীদের সুসংবাদ দিল মেট্রোরেল কর্তৃপক্ষ

১৮

ব্যাংক কর্মীদের উৎসাহ বোনাস নিয়ে নতুন নির্দেশনা

১৯

গুলিবিদ্ধ বিএনপি নেতার খোঁজ নিলেন জামায়াত নেতারা

২০
X