মোতাহার হোসেন
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৪, ০৩:১৩ এএম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৮:৩১ এএম
প্রিন্ট সংস্করণ

পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পালা

পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পালা

গণতান্ত্রিক শাসনব্যবস্থায় এবং সরকার পরিবর্তনে নির্বাচনের মাধ্যমে বিকল্প নেই। আবার এই নির্বাচন ঘিরে চল উৎসব, আনন্দ, নতুন ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ ছিল, ছিল টান টান উত্তেজনা, আবার আশঙ্কা-উদ্বেগও ছিল। উন্নয়নশীল বিশ্বের দেশগুলোতে সাধারণ নির্বাচন ঘিরে এ ধরনের ঘটনা ঘটে। এর মধ্যে এবারের নির্বাচনে কয়েকটি দল অংশ না নিয়ে বরং বর্জনের কর্মসূচি নিয়ে মাঠে থাকায় অস্থিরতা, অশান্তি, অরাজকতার আশঙ্কা ছিল। এমন অবস্থায় সুষ্ঠুভাবে একটি নির্বাচন সম্পন্ন করাটা অত্যন্ত চ্যালেঞ্জের কাজ। কিন্তু সরকার, নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক তৎপরতা ও বলিষ্ঠ ভূমিকার কারণে সেই আশঙ্কা কেটে একটি সুষ্ঠু, অবাধ, শান্তিপূর্ণ নির্বাচন উপহার পেল দেশবাসী। প্রধানত যেই দলটি এই নির্বাচন বর্জন করেছে, স্বাধীন বাংলাদেশে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বরের আগে সেই দলটির কোনো অস্তিত্বই ছিল না। এর অর্থ হলো, রাজনৈতিক অঙ্গনে এমন সব ঘটনা ঘটে, যখন নতুন নতুন প্রধান দল ও প্রধান বিরোধী দলের আবির্ভাব হয়। পৃথিবীর কোনো দেশেই এটা কোনো স্থায়ী বিষয় নয়। এর আগে বাংলাদেশের ইতিহাসে এমন নির্বাচনও হয়েছে, যখন একটি দল বাদে বাকি সব দল নির্বাচন বর্জন করেছে। কিন্তু দ্বাদশ জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীসহ ২৮টি দলের ১ হাজার ৯৭০ জন প্রার্থী ৩০০টি আসনে নির্বাচিত হওয়ার মানসে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়। শান্তিপূর্ণ এ নির্বাচনে স্বাধীনতা, মুক্তিযুদ্ধের প্রতীক বঙ্গবন্ধুর নৌকা নিয়ে তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ জয় পেয়েছে ২২৩টিতে, স্বতন্ত্র ৬২, জাতীয় পার্টি ১১ এবং অন্যান্য দল জিতেছে ৩টি আসনে। সুতরাং এ নির্বাচন অংশগ্রহণমূলক নির্বাচন না বলার যৌক্তিকতা নেই। মনে রাখা উচিত, সরকার পরিবর্তন বা নতুন সরকার গঠনের জন্য নির্বাচন-পদ্ধতিই হচ্ছে সর্বাধিক উত্তম পন্থা। তা ছাড়া সাংবিধানিক ধারা বজায় রাখতেও নির্বাচন অপরিহার্য। নির্বাচন না হলে দেশে সাংবিধানিক ধারা অব্যাহত থাকে না। এটা বিপজ্জনক। যারা বিপ্লবী নয়, বিদ্রোহী নয়, সন্ত্রাসীও নয়, বন্দুকের নলে ক্ষমতা পরিবর্তনে বিশ্বাসী এবং দেশপ্রেমিক, তারা চিরকালই নির্বাচনের পক্ষে থাকেন। অন্যদিকে যারা নির্বাচন বর্জন করে ভিন্নপথ খুঁজতে মরিয়া, তারা কতটা গণতন্ত্রপন্থি, সেই প্রশ্ন থেকে যায়।

নির্বাচন হচ্ছে মানুষের কাছে রাজনৈতিক দলের গ্রহণযোগ্যতা প্রমাণের একমাত্র উপায়। একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়া প্রমাণিত হয়, সরকার পাঁচ বছরে মানুষের জন্য কী করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৫ বছরে মানুষ কী পেল, তারও পরীক্ষার সুযোগ পাওয়া গেল নির্বাচনে। ফলে জনগণের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, উন্নয়ন তথা ভাগ্যের পরিবর্তনও বিঘ্নিত হয়।

তবে শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের সামনে চ্যালেঞ্জও অনেক এবং বহুমুখী, বহুবিধ। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম দ্রুত টানা, শিক্ষা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ানো, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, বিদেশে পাচার হওয়া অর্থ দ্রুত দেশে আনা, অর্থ পাচার রোধ করা, দেশে রাজপথে থাকা বিরোধী দলগুলোর আন্দোলন মোকাবিলা, আন্তর্জাতিক দাতা সংস্থা, উন্নয়ন সহযোগী, বন্ধুরাষ্ট্রগুলোকে আস্থায় আনা নতুন সরকারের জন্য চ্যালেঞ্জ। প্রত্যাশা থাকবে এসব চ্যালেঞ্জ সফলতার সঙ্গে মোকাবিলা করে বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসেবে বাস্তবায়নের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে। পাশাপাশি সম্ভাবনাময় বিশাল তরুণ সমাজকে যথাযথভাবে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে সহায়ক হবে। কারণ তরুণরাই হচ্ছে মূল কারিগর এবং তারুণ্যের শক্তি বাংলাদেশের অগ্রগতি।

প্রত্যাশা, দেশে উন্নয়ন ও গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে মানুষ শেখ হাসিনা ও তার দলের ওপর যে আস্থা রেখে নির্বাচনে তাদের সুচিন্তিত রায় দিয়েছেন, তার সঠিক মর্যাদা দেবেন তিনি। বিগত সময়ে প্রমাণ হয়েছে, জাতির পিতার কন্যা শেখ হাসিনা নিরন্তর জেগে থাকেন বলেই আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারি, উন্নত সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখি, স্বপ্ন দেখি সম্মানের সঙ্গে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়ানোর। আওয়ামী লীগের নেতৃত্বে টানা চতুর্থবারের মতো শেখ হাসিনা প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। অভিনন্দন নতুন সরকারের পথচলাকে।

লেখক: সাংবাদিক এবং সাধারণ সম্পাদক-বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরাম

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষড়যন্ত্রকারীদের সতর্কবার্তা দিলেন আমিনুল হক

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু, চাচাতো চাচা রফিকুল রিমান্ডে 

জবিতে ক্লাস ও পরীক্ষা মনিটরিং সিস্টেম চালু ১ সেপ্টেম্বর

স্থপতি মোশতাক আহমেদের বাবার মৃত্যুতে রাজউক চেয়ারম্যানের শোক

আফ্রিদির বিরুদ্ধে মামলার হুঁশিয়ারি, উকিল খুঁজছেন স্বপন

মুন্সিগঞ্জে ‘গত আগস্টে লুট করা অস্ত্র’ দিয়ে পুলিশের ওপর হামলা

গরিবের স্বপ্নেই থাকে ইলিশ

কেউ ছাই দেওয়া হাত থেকে বের হতে পারবে না : উপদেষ্টা বশিরউদ্দীন

বাংলাদেশে তিন বছরে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৮ শতাংশে

রুট ১৩ হাজার রান ছুঁতেই মুখ খুললেন শচীন

১০

‘উপদেষ্টা মাহফুজের ওপর হামলা হয়নি, কনস্যুলেট অফিস ভাঙচুর হয়েছে'

১১

১৫০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস টি-টোয়েন্টি ম্যাচ

১২

সাব্বিরকে পাঁচ বছরের জন্য নিষেধাজ্ঞার সুপারিশ বিসিবির আকুর

১৩

জিয়ার সমাধিতে ডা. সাবরিনার শ্রদ্ধা, যুবদল সভাপতির ক্ষোভ

১৪

শাহীনুল ইসলামের বিরুদ্ধে বিতর্ক, অর্থপাচার বিরোধী অভিযানে চাপ

১৫

অভিনেত্রী জাহানারা ভূঁইয়া মারা গেছেন

১৬

ঢাকা শিশু হাসপাতাল শাখা ড্যাবের নতুন দায়িত্বে ডা. ফারুক

১৭

এনসিপির আরও চার নেতার পদত্যাগ 

১৮

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিসের শ্বশুর লুৎফর রহমান

১৯

ডাকসু নির্বাচনে প্রচারণার বিধিমালা প্রকাশ

২০
X