

চুয়াডাঙ্গায় ৩ পিস স্বর্ণের বারসহ আবু সাইদ মণ্ডল নামে এক বাংলাদেশি স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৮ টার দিকে জেলার জীবননগর উপজেলার হরিহরনগর সীমান্তের ভারতের পুটিখালী ক্যাম্পে টহলরত বিএসএফ সদস্যরা তাকে আটক করে।
আটক আবু সাইদ মণ্ডল (২৫) জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের নতুন মসজিদপাড়ার নওশের আলীর ছেলে।
সীমান্তের একটি বিশ্বস্ত সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ৭টার সময় ৬-৭ জন বাংলাদেশি স্বর্ণ চোরাকারবারী বিপুল পরিমাণ স্বর্ণের বার নিয়ে হরিহরনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। একপর্যায়ে তারা ভারতের পুটিখালী ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যদের সামনে পড়ে। এ সময় বিএসএফ সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে সবাই পালিয়ে যেতে সক্ষম হলেও আবু সাইদ তিনটি স্বর্ণের বারসহ বিএসএফের হাতে আটক হয়।
মহেশপুর (৫৮বিজিবি) ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম বলেন, বিষয়টি শোনার পর তিনি বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা স্বর্ণসহ একজনকে আটক করেছে বলে নিশ্চিত করেছে।
মন্তব্য করুন