কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৪, ০৩:০৩ এএম
আপডেট : ১৩ মে ২০২৪, ০৭:৫৪ এএম
প্রিন্ট সংস্করণ
সেই দিনটি

বিস্ময় প্রতিভা কবি সুকান্ত

মৃত্যুবার্ষিকী
বিস্ময় প্রতিভা কবি সুকান্ত

‘সাবাস, বাংলাদেশ/ এ পৃথিবী অবাক তাকিয়ে রয়/ জ্বলে পুড়ে মরে ছারখার/ তবু মাথা নোয়াবার নয়’। আরেক কবিতায় লিখেছেন—‘ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়/পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি’। বাংলা সাহিত্যের এক বিস্ময়কর প্রতিভা সুকান্ত ভট্টাচার্য কাব্য সাহিত্যে এমনই সব অমর কাব্যগাথা রচনা করে অমর হয়ে আছেন। বাংলা কাব্য, নাটক ও প্রবন্ধ সাহিত্যে অসাধারণ প্রতিভাধর এ কবির ছিল মাত্র একুশ বৎসরের অত্যন্ত স্বল্প সময়ের জীবন। এ সামান্য সময়ে অত্যাশ্চর্য সৃষ্টিশক্তির বদৌলতে অর্জন করেছেন অশেষ খ্যাতি এবং বেঁচে আছেন মানুষের হৃদয়ে। সুকান্ত ছিলেন মাকর্সবাদী ভাবধারায় বিশ্বাসী প্রগতিশীল চেতনার অধিকারী এক তরুণ কবি।

১৯২৬ সালের ১৫ আগস্ট কবি সুকান্ত ভট্টাচার্য তৎকালীন গোপালগঞ্জ মহকুমার কোটালীপাড়ায় জন্মগ্রহণ করেন। তার মাতার নাম সুনীতি দেবী এবং পিতা নিবারণ চন্দ্র ভট্টাচার্য। ছোটবেলা থেকে সুকান্ত ভট্টাচার্য কলকাতায় বসবাস করেন। ১৯৪৫ সালে বেলেবিটা স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষা দিয়ে অকৃতকার্য হন। এ সময়ে তিনি বাম রাজনীতিতে যুক্ত হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে কবির শিক্ষাজীবনের সমাপ্তি ঘটে। ছোটবেলায় মাকে হারান। মধ্যবিত্ত পরিবারের সন্তান কিশোর কবি বেছে নেন রাজনীতি ও লেখালেখির জীবন। সুকান্তের বাল্যবন্ধু ছিলেন কবি অরুণাচল বসু। ‘সুকান্ত সমগ্র’তে লেখা সুকান্তের চিঠিগুলোর বেশিরভাগই অরুণাচল বসুকে লেখা। অরুণাচল বসুর মা সরলা বসু কবিকে পুত্রস্নেহে লালনপালন করেন। কবির জীবনের বেশিরভাগ সময় কেটেছিল কলকাতার বেলেঘাটার ৩৪ হরমোহন ঘোষ লেনের বাড়িতে। সেই বাড়িটি এখনো অক্ষত। কাছেই কবির ভাইয়ের মধ্যে দুজন, বিভাস ভট্টাচার্য ও অমিয় ভট্টাচার্যের বাড়ি। পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য সুকান্তের সম্পর্কিত ভ্রাতুষ্পুত্র।

স্কুলজীবনে মাত্র ৯ বছর বয়সে সুকান্তের প্রথম লেখা একটি গল্প হাতে লেখা পত্রিকা ‘সঞ্চয়’তে প্রকাশ পায়। সপ্তম শ্রেণিতে পড়াকালে লেখেন নাটক ‘ধ্রুব’। এ নাটকে তিনি অভিনয় করেন। সেই থেকে কবিতা, নাটক, প্রবন্ধ লেখা শুরু করেন। সাংবাদিকতায় অসাধারণ মেধার পরিচয় রাখেন কবি সুকান্ত ভট্টাচার্য। দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তেতাল্লিশের মন্বন্তর, ফ্যাসিবাদী আগ্রাসন, সাম্প্রদায়িক দাঙ্গা প্রভৃতির বিরুদ্ধে তিনি কলম ধরেন। ১৯৪৪ সালে তিনি ভারতের কমিউনিস্ট পার্টির সদস্যপদ লাভ করেন। পরে দলটির মুখপত্র ‘দৈনিক স্বাধীন’ সম্পাদনা কাজে যোগ দেন। সেই বছর আকাল নামক একটি সংকলনগ্রন্থ তার সম্পাদনায় প্রকাশিত হয়। ১৯৪১ সালে যোগ দেন কলকাতা রেডিওতে। কৈশোর থেকেই সুকান্ত যুক্ত হয়েছিলেন সাম্যবাদী রাজনীতির সঙ্গে। পরাধীন দেশের দুঃখ-দুর্দশাজনিত বেদনা এবং শোষণমুক্ত স্বাধীন সমাজের স্বপ্ন, শোষিত মানুষের কর্মজীবন এবং ভবিষ্যৎ পৃথিবীর জন্য সংগ্রাম তার কবিতার মূল প্রেরণা। স্বল্প সময়ে সুকান্ত নানা বিষয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেন। তার প্রকাশিত বইয়ের মধ্যে ছাড়পত্র, কবিতাসমগ্র, পূর্বাভাস, মিঠেকড়া, অভিযান, হরতাল, রাখাল, গীতিগুচ্ছ অন্যতম। একাধারে বিপ্লবী ও স্বাধীনতার আপসহীন সংগ্রামী কবি সুকান্ত ছিলেন কমিউনিস্ট পার্টির সারাক্ষণের কর্মী। পার্টি ও সংগঠনের কাজে অত্যধিক পরিশ্রমের ফলে নিজের শরীরের ওপর হয়েছে অমানুষিক অত্যাচার। তিনি প্রথমে ম্যালেরিয়া ও পরে দুরারোগ্য ক্ষয়রোগে আক্রান্ত হয়ে ১৯৪৭ সালের ১৩ মে মাত্র ২১ বছর বয়সে মারা যান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

উন্নয়নমূলক কাজে প্রতিযোগিতার আহ্বান সারজিসের

সিলেটে ১ মাসে সড়কে প্রাণ গেছে ৩৫ জনের

জুলাই সনদের আইনি ভিত্তির জন্য গণভোটে সবচেয়ে গ্রহণযোগ্য: জামায়াত

আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মাতমো

নতুন পে স্কেলে কত হচ্ছে সরকারি কর্মচারীদের বেতন

কাঠবোঝাই ট্রলি উল্টে হেলপার নিহত

ট্রাম্পের পরিকল্পনায় হামাসের সম্মতি, স্বাগত জানাল ৮ মুসলিম দেশ

বালুর ট্রাক ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, আহত ৫

অহেতুক সাংবিধানিক বিতর্ক তুলে বারবার জটিলতা তৈরি করা হচ্ছে : এবি পার্টি

১০

গাইবান্ধায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

১১

কাগজের কাপে চা-কফি খাচ্ছেন? পিছু নিতে পারে ভয়াবহ যেসব রোগব্যাধি

১২

‘কোরআন অবমাননা’ / সেই অপূর্বর বিরুদ্ধে যে ব্যবস্থা নিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়

১৩

ভারতে ছোট পোশাক পরায় মডেলদের শাসাল হিন্দু সংগঠন

১৪

বিসিবি নির্বাচন ঘিরে প্রভাব খাটানোর অভিযোগ, যা বললেন বুলবুল

১৫

স্ত্রী-শাশুড়িকে কুপিয়ে জখম, ধানক্ষেতে পড়ে ছিল যুবকের নিথর দেহ

১৬

বিসিটিআইয়ের স্বল্পমেয়াদি কোর্সের সনদ পেলেন ৬০ প্রশিক্ষণার্থী

১৭

কয়েক মিনিটের ভয়াবহ ঘূর্ণিঝড়, বিধ্বস্ত একাধিক গ্রাম

১৮

রুয়েটের ভর্তি পরীক্ষা ৩ জানুয়ারি

১৯

রাষ্ট্রপতির ছবি পুনঃস্থাপন চেয়ে আইনি নোটিশ

২০
X