নিজামুল হক
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ১১:৪৪ পিএম
প্রিন্ট সংস্করণ
ইসলামের আলো

পরিবারে সুন্দর ব্যবহারের সুফল

পরিবারে সুন্দর ব্যবহারের সুফল

মানুষের আসল চরিত্র সম্পর্কে ঘরের লোকজনই অধিক অবগত থাকে। রাসুলুল্লাহ (সা.)-ও এর স্বীকৃতি দিয়েছেন। হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বাধিক উত্তম, যে তার পরিবারের কাছে উত্তম।’ (তিরমিজি : ১৯৭৭)। স্ত্রীদের সঙ্গে যার আচার-ব্যবহার যত বেশি সুন্দর হবে সে তত বেশি কল্যাণের অধিকারী হবে। চরিত্র ও আচার ব্যবহার যেমন পরিপূর্ণ ইমানদার হওয়ার অন্যতম গুণ, তেমনি স্ত্রীর সঙ্গে উত্তম ব্যবহারও কল্যাণের অধিকারী হওয়ার আলামত। হজরত আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ইমানদারদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি, যার চরিত্র সবচেয়ে ভালো। আর তোমাদের মধ্যে সবচেয়ে পরিপূর্ণ কল্যাণের অধিকারী ওই ব্যক্তি, যে তার স্ত্রীদের সঙ্গে আচার-ব্যবহারে সবচেয়ে ভালো।’ (মুসনাদে আহমাদ : ২/৪৭২)। ঘরের ভেতর সবার সঙ্গে সবসময় নরম-কোমল ব্যবহার করা। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত হয়েছে, রাসুল (সা.) বলেছেন, ‘সবচেয়ে পরিপূর্ণ ইমানদার ওই ব্যক্তি, যে তার পরিবার-পরিজনের সঙ্গে অধিক নরম ও কোমল হয়।’ (তিরমিজি : ২৬১২)। সংসারে নিত্যদিনের জীবনযাত্রায় অনেক সময় রাগ-অভিমান অস্বাভাবিক নয়। এমন মুহূর্তে ধৈর্য ধারণ করা। ঘরের সদস্যদের প্রহারে উদ্যত না হওয়া। হজরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, ‘তিনি বলেন, রাসুল (সা.) ঘরের ভেতর কখনো কাউকে কোনো কিছু দিয়ে আঘাত করেননি। তার কোনো স্ত্রী ও সেবক-গৃহকর্মীকেও প্রহার করেননি। শুধু তিনি আল্লাহর রাস্তায় সংগ্রাম করেছিলেন। কারও থেকে কখনো প্রতিশোধ গ্রহণ করেননি। কিন্তু আল্লাহর অসম্মানী করা হলে, তখন আল্লাহর জন্য প্রতিশোধ নিয়েছেন।’ (হাদিস : ২৩২৮)। এমনকি রাসুল (সা.) ঘরের লোকদের কাজে ভুল হলে সামান্য বিরক্তি পর্যন্ত প্রকাশ করতেন না। এ সম্পর্কে হজরত আনাস (রা.) নিজেই বলেছেন, “আমি দশ বছর ধরে রাসুল (সা.)-এর খেদমত করেছি। আল্লাহর কসম! তিনি কোনো দিন আমাকে বকা দেননি। কোনো দিন ‘উফ’ শব্দটিও বলেননি। কখনো বলেননি, এ কাজটি কেন করেছ? এ কাজটি কেন করোনি?” (বুখারি : ৬৪৩০)। মানুষ মাত্রই ভুল হওয়া স্বাভাবিক। তাই ঘরের লোকদের থেকে কোনো ভুল হয়ে গেলে ক্ষমা করে দেওয়া চাই। হজরত আবদুল্লাহ ইবনে উমর (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘একবার এক ব্যক্তি রাসুল (সা.)-এর কাছে এসে বললেন, ঘরের লোকদের আমরা আর কত ক্ষমা করব? নবীজি তখন চুপ করে থাকলেন। সে ব্যক্তি আবারও একই প্রশ্ন করলেন। এভাবে তিনবার প্রশ্ন করার পর রাসুল (সা.) বললেন, তাদের দৈনিক সত্তরবার করে ক্ষমা করবে।’ (আবু দাউদ : ৪৪৯৬) সুযোগ হলে সময়ে সময়ে স্ত্রী-সন্তানদের নিয়ে বাইরে ঘোরাফেরা ও খেলাধুলারও অবকাশ রয়েছে। নবীজি (সা.) মাঝেমধ্যে স্ত্রীদের নিয়ে বাইরে যেতেন। হাসান-হোসেইন (রা.)-দের কোলে নিয়ে খেলতেন। হজরত আয়েশা (রা.) বর্ণনা করেছেন, ‘একবার একটি জনমানবহীন নির্জন উপত্যকায় নবী (সা.)-এর সঙ্গে ছিলাম। নবীজি (সা.) আমার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করলেন, আমি তার সঙ্গে দৌড় প্রতিযোগিতা করে তার আগে চলে গেলাম। পরবর্তী সময়ে আরেকবার তার সঙ্গে আবারও দৌড় প্রতিযোগিতা করলাম। এবার তিনি আমাকে পেছনে ফেলে দিয়ে বিজয়ী হলেন। রাসুলুল্লাহ (সা.) বলেন, এ বিজয় সেই বিজয়ের বদলা। (আবু দাউদ : ২৫৭৮)। নবীজি (সা.) ইরশাদ করেছেন, ‘মুসলমানের জন্য সব খেল-তামাশা নিষিদ্ধ, তবে তীর-ধনুক চালনা, ঘোড়া চালনা, স্বামী-স্ত্রীর পরস্পরের রসিকতা—এসব নিষিদ্ধ নয়, কেননা এসব উত্তম ও ন্যায়সংগত।’ (তিরমিজি : ১৬৩৭)

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসছে বাহুবলি: দ্য এপিক

দীর্ঘ ক্যারিয়ারে নিজের সেরা ইনিংস কোনটি, শচীনের উত্তর শুনে অবাক সবাই

নদীপাড়ের ফসলি জমিতে মাটি কাটার মহোৎসব

ইসরায়েলি ড্রোন হামলায় কেঁপে উঠল দামেস্ক, ৬ সেনা নিহত

জেনে নিন যে ৫ ভুলে ফ্রিজ বারবার নষ্ট হচ্ছে

পাশের ঘরে বরকে অপেক্ষায় রেখে নববধূর কাণ্ড

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা

বাগদান সারলেন টেইলর সুইফট

ফের চটলেন আলিয়া

সৌম্যের ব্যাটে তাণ্ডব, কিপটে মুস্তাফিজ : প্রস্তুতি ম্যাচে কে কেমন করলেন

১০

সুহানার ছবিতে শাহরুখের মন্তব্য, সরগরম নেটদুনিয়া

১১

জিআই পণ্যের স্বীকৃতি পেল ফুলবাড়িয়ার লাল চিনি

১২

‘নির্বাচনকালীন সরকার নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ’

১৩

মেসির রেকর্ড ভাঙতে পারলেন না টেইলর সুইফট

১৪

আজ থেকে ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক কার্যকর

১৫

জনবল সংকটে কোটি টাকার হাসপাতাল, চিকিৎসাসেবা ব্যাহত

১৬

বায়ুদূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান কত?

১৭

আবু সাঈদ হত্যা মামলার আনুষ্ঠানিক বিচার শুরু আজ

১৮

ছেলেদের জন্য কিছু স্টাইলিশ আউটফিট কম্বিনেশন

১৯

বুয়েট শিক্ষার্থীদের ‘লংমার্চ টু ঢাকা’ আজ

২০
X