

এশিয়া কাপ ক্রিকেট সংক্রান্ত আলোচনা-সমালোচনা এখনো চলছে। ভারতের একাধিক গণমাধ্যম দাবি করেছে, ফাইনালের ঘটনায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভি ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে ক্ষমা চেয়েছেন, যা প্রত্যাখ্যান করে নাকভি বলেছেন, ভারতের মিডিয়া মিথ্যার ওপর চলে!
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) প্রধান ও এসিসি চেয়ারম্যান মহসিন নাকভির বরাত দিয়ে পাকিস্তানের গণমাধ্যম ডন এক সংবাদ প্রকাশ করেছে। যেখানে মহসিন নাকভি বলেছেন, ‘আমি বিসিসিআইর কাছে ক্ষমা চাইনি, আর কখনো ক্ষমা চাইবও না।’ রোববার এশিয়া কাপের সমাপনী অনুষ্ঠান বিশৃঙ্খলায় পরিণত হয়। যেখানে ভারতীয় ক্রিকেট দল এসিসি প্রধান মহসিন নাকভির কাছ থেকে চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানায়। পরে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব অভিযোগ করেন যে, তাদের ট্রফি দেওয়া হয়নি। ভারতীয় মিডিয়া দাবি করে, নাকভি নিজেই ট্রফি দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন।
এ নিয়ে ইন্ডিয়া টুডে, ফিন্যান্সিয়াল এক্সপ্রেস, হিন্দুস্তান টাইমসসহ একাধিক ভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্টে দাবি করা হয়, মহসিন নাকভি ওই ঘটনায় বিসিসিআইর কাছে ক্ষমা চেয়েছেন এবং এখনো ট্রফি দিতে অস্বীকৃতি জানাচ্ছেন। ইন্ডিয়া টুডের এ-সংক্রান্ত এক পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে নাকভি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘ভারতীয় মিডিয়া মিথ্যার ওপর চলে, সত্যের ওপর নয়। আমি স্পষ্ট করে বলতে চাই, আমি কোনো ভুল করিনি এবং আমি কখনো বিসিসিআইর কাছে ক্ষমাও চাইনি। আর কখনো চাইব না।’ মহসিন নাকভি ভারতীয় মিডিয়ার দাবিকে ‘মিথ্যা প্রচারণা’ এবং ‘সস্তা প্রোপাগান্ডা’ বলে অভিহিত করেছেন। পিসিবি চেয়ারম্যান ভারতকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেছেন, ‘ক্রিকেটে রাজনীতি টেনে এনে খেলাধুলার আত্মাকে ক্ষতিগ্রস্ত করছে তারা।’ ফাইনাল ম্যাচের ঘটনা প্রসঙ্গে মহসিন নাকভি বলেছেন, ‘এসিসি চেয়ারম্যান হিসেবে আমি সেদিনই ট্রফি দিতে প্রস্তুত ছিলাম। এখনো প্রস্তুত আছি। যদি তারা সত্যিই ট্রফি নিতে চায়, তাহলে তারা এসিসি অফিসে এসে এটি সংগ্রহ করতে পারে।’ এশিয়া কাপ চলাকালীন মহসিন নাকভি ভারতীয় দলের ‘খেলোয়াড়সুলভ আচরণের অভাব’ নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন। যখন সূর্যকুমার যাদব ট্রফি জয়কে পেহেলগাম সন্ত্রাসী হামলায় আক্রান্তদের উৎসর্গ করেন। বছরের শুরুতে পেহেলগাম হামলার পর পাকিস্তানের ওপর বিমান হামলা চালায় ভারত। যার ফলে দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধি পায়। পাকিস্তান হামলার দায় অস্বীকার করে। পরে মার্কিন হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। তার পর থেকে দুই প্রতিবেশী পারমাণবিক শক্তিধর দুই দেশের সম্পর্ক অত্যন্ত তিক্ত হয়ে ওঠে। পিসিবি সূর্যকুমার যাদবের মন্তব্যের বিরুদ্ধে আইসিসিতে অভিযোগ করে। যার ফলে তাকে ম্যাচ ফির ৩০ শতাংশ জরিমানা করা হয়। এদিকে, পাকিস্তানি পেসার হারিস রউফ এবং ওপেনার সাহিবজাদা ফারহানকে অশোভন অঙ্গভঙ্গির জন্য তিরস্কার করা হয়েছে।
মন্তব্য করুন