

লিগ পর্বের শেষ ম্যাচে নাটকীয় লড়াইয়ের রেশ কাটতে না কাটতেই আবারও মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বেনফিকা। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ প্লে–অফের ড্রয়ে একই দুই দলকে ফের একবার প্রতিপক্ষ হিসেবে নির্ধারণ করা হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) সুইজারল্যান্ডের নিওনে অনুষ্ঠিত ড্রয়ের মাধ্যমে নিশ্চিত হয়, ফেব্রুয়ারিতে দুই লেগের লড়াইয়ে শেষ ষোলোতে ওঠার জন্য রিয়াল ও বেনফিকাকে আবার মাঠে নামতে হবে।
লিগ পর্বের শেষ দিনে একই সময়ে শুরু হওয়া ১৮টি ম্যাচের মধ্যে রিয়াল–বেনফিকা ম্যাচই শেষ হয়েছিল সবার শেষে। যোগ করা সময়ের নাটকীয়তায় সেই ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছিল দুই দলের ভবিষ্যৎ। রিয়ালের প্রয়োজন ছিল একটি গোল করে সেরা আটে জায়গা নিশ্চিত করা, যাতে প্লে–অফ এড়ানো যায়। অন্যদিকে বেনফিকার দরকার ছিল একটি গোল করে ২৪তম হয়ে প্লে–অফে জায়গা নিশ্চিত করা। শেষ পর্যন্ত যোগ করা সময়ে বেনফিকার গোলেই তাদের লক্ষ্য পূরণ হয় এবং রিয়াল নবম স্থানে নেমে গিয়ে প্লে–অফ খেলতে বাধ্য হয়।
লিগ পর্বে নবম থেকে ২৪তম স্থানে থাকা দলগুলোকে নিয়ে প্লে–অফ ড্র অনুষ্ঠিত হয়। নিয়ম অনুযায়ী রিয়ালের সম্ভাব্য প্রতিপক্ষ ছিল বোডো/গ্লিমট অথবা বেনফিকা। ড্রয়ে শেষ পর্যন্ত বেনফিকার নামই ওঠে।
রিয়াল–বেনফিকার পাশাপাশি ড্রয়ের আরেকটি আকর্ষণীয় ম্যাচআপ হলো মোনাকো ও পিএসজির মুখোমুখি হওয়া। দুই দলই ফরাসি লিগে প্রতিদ্বন্দ্বী হওয়ায় এই লড়াইকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্লে–অফের প্রথম লেগের ম্যাচগুলো হবে ১৭ ও ১৮ ফেব্রুয়ারি। দ্বিতীয় লেগ অনুষ্ঠিত হবে ২৪ ও ২৫ ফেব্রুয়ারি।
প্লে–অফে মুখোমুখি দলগুলো
মন্তব্য করুন