

চট্টগ্রামের পটিয়া উপজেলায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নৌবাহিনী সদস্য নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসের গাজীর বাড়ির এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত নৌবাহিনীর সদস্যের নাম নাজমুস সাকিব (৩৮)। অপরদিকে আহত হয়েছেন ইকরাম হোসেন (২৯)। দুজনই নৌবাহিনীর সদস্য।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, নৌবাহিনীর দুই সদস্য মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। পটিয়া বাইপাসে কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দিলে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে নাজমুস সাকিবের মৃত্যু হয়। ইকরাম হোসেনও গুরুতর আহত হন। তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে হাইওয়ে থানার ওসি হারুনুর রশিদ বলেন, দুর্ঘটনার পরপরই বাসটি নিয়ে চালক পালিয়ে যান। নিহতের লাশ ঘটনাস্থলেই রয়েছে। খবর পেয়ে নৌবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে।
মন্তব্য করুন