সন্ধ্যা ৬টার আগেই ক্যাটাগরি-৩-এর ভোট গণনা শেষ হতেই উল্লাস করতে করতে বের হলেন খালেদ মাসুদ পাইলট। অন্য পাশে দাঁড়িয়ে থাকা আরেক প্রার্থী দেবব্রত পালের মলিন মুখটাও তখন দেখা যাচ্ছিল। প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমের এক পাশে যখন আনন্দের জোয়ার, তখন অন্য পাশে ক্ষুব্ধ দেখা গেল দেবব্রতকে। বিসিবির পরিচালনা পর্ষদের এবারের নির্বাচনে সরকার থেকে শুরু করে নানামুখী প্রভাব ছিল বলেও অভিযোগ তুলেছেন তিনি।
বিসিবি নির্বাচন ঘিরে কম নাটকীয়তা হয়নি। তবে ভোটের মাঠে লড়াইয়ের আভাস ছিল ক্যাটাগরি-৩-এ। এক পরিচালকের জন্য লড়াইয়ের মাঠে ছিলেন দুজন—খালেদ মাসুদ পাইলট ও দেবব্রত পাল। দুজনই আবার সাবেক ক্রিকেটার। অনেকটাই সমঝোতার এই নির্বাচনে ভোটের লড়াইয়ের আভাস মিলেছিল শুধু ক্যাটাগরি-৩-এ। তবে সেখানে ফল এসেছে আকাশ-পাতাল ব্যবধানেই। ৪৩ ভোটের মধ্যে ৩৫টি পেয়ে নির্বাচিত হয়েছেন পাইলট। ৭ ভোট পান পরাজিত দেবব্রত। ভোট গণনা শেষে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে অভিযোগ তুলে দেবব্রত বলেন, ‘আমি প্রথম থেকেই বলেছি যে, শেষ পর্যন্ত দেখব। সেইসঙ্গে আমি এটাও বলেছি বারবার ক্যাটাগরি-১ এবং ২-এ যেভাবে নির্বাচন হয়েছে, তা কখনো গ্রহণযোগ্য নয়। শুধু নির্বাচনের দিন আপনারা যে ব্যালট পেপার দেখেন, সেটা নির্বাচনের রায় নয়।’
নিরপেক্ষতার প্রশ্ন তুলে তিনি বলেন, ‘আমি এই নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সম্মানিত সভাপতির সঙ্গে অনেকবার কথা বলেছি। এটাই শুধু বারবার বলেছি যে, নির্বাচন যেন নিরপেক্ষ হয়। যেহেতু আপনি কাউন্সিলর ক্রিকেট বোর্ড নির্বাচন করেন এবং বোর্ড সভাপতি নিজে ৫ জন অধিনায়ক নির্বাচন করেন, আমি তার নিরপেক্ষ অবস্থান সবসময় চেয়েছিলাম। নির্বাচনের ফল সম্পর্কেও আমি জানতাম। কিন্তু নিচে নামতে নামতে এত তলানিতে পৌঁছবে—এটা একজন সংগঠক হিসেবে, একজন সাবেক ক্রিকেটার হিসেবে, আমি কখনো অনুভব করতে পারিনি।’ নির্বাচন পুরোপুরি প্রভাবিত উল্লেখ করে দেব্রবত বলেন, ‘আজকে যে নির্বাচনের ফল হয়েছে, সেটা সম্পূর্ণ প্রভাবিত। আপনারা জানেন, এরই মধ্যে তারা প্রায় ২৩টি, ২৪টি, ২৫টির মধ্যে পেয়ে গিয়েছে একটি প্যানেল, যারা এই সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত।’
এবারের নির্বাচন ঘিরে নানামুখী বিতর্ক দেখা মিলছিল। সাবেক অধিনায়ক তামিম ইকবালও নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। নির্বাচনে ফিক্সিং হচ্ছে, এমন অভিযোগও তুলেছিলেন তিনি। দেবব্রতও তামিমের সঙ্গে একমত পোষণ করে বলেন, ‘আমাদের একজন ক্রিকেটার কিন্তু একটা ফিক্সিংয়ের কথা বলেছিলেন—নির্বাচন ফিক্সিং। আমি দৃঢ়ভাবে বলতে চাই, একটু সামনে তাকান ভাই—এই নির্বাচন শুধু ফিক্সিংই নয়, এর ভেতরে আরও গভীর কিছু রয়েছে। আপনাদের এটার অনুসন্ধান করাটা অত্যন্ত প্রয়োজন।’
মন্তব্য করুন