

বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল। সেই সিরিজে বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আশরাফুল। সিরিজে টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক ক্রিকেটার বিসিবি পরিচালক ও নারী বিভাগের প্রধান আবদুর রাজ্জাক।
বিসিবির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ও মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন বলেন, ‘এখন খোঁজা হয়েছে কোথায় বাড়তি সাপোর্ট দরকার। সেখানে মনে হয়েছে বিশেষজ্ঞ একজন ব্যাটিং কোচ দরকার। আপাতত আয়ারল্যান্ড সিরিজ পর্যন্ত এ সিদ্ধান্ত (আশরাফুলের নিয়োগ) এসেছে, পরে ফের নেক্সট বিশ্বকাপের আগে আমরা সিদ্ধান্ত নেব।’ আশরাফুলকে কোচ করার পেছনের কারণ জানিয়ে আব্দুর রাজ্জাক বলেন, ‘আশরাফুলের অনেক অভিজ্ঞতা আছে। সে এরই মধ্যে কোচিং কোর্সও সম্পন্ন করেছে। মূলত তার অভিজ্ঞতাই আমাদের এ সিদ্ধান্তের পেছনে মূল ভূমিকা রেখেছে।’ ঘটনাকে ইতিবাচক হিসেবে দেখছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট। তিনি বলেছেন, ‘১৯৯৭ সালে বাংলাদেশ ক্রিকেটের (আন্তর্জাতিক) শুরুর পর আশরাফুলের (টেস্ট অভিষেকে) সেঞ্চুরি দেখিয়েছে, এই দেশেরও একজন প্লেয়ার এসেছে। তার লেভেল থ্রি কোচিং কোর্স করা। সুপার একটা অভিজ্ঞতা আছে। এত সুন্দর একটা ক্যারিয়ার। হয়তো বোর্ড সেভাবে চিন্তা করেছে।’ তিনি আরও বলেন, ‘আশরাফুলকে রেখে যদি তার খেলার অভিজ্ঞতাটা কাজে লাগানো যায়। আমাদের প্লেয়াররা ট্যাক্টিক্যাল জায়গাগুলোতে অনেক ভুল করেছে। আশরাফুলের অন্তর্ভুক্তি বড় একটা সাপোর্ট হতে পারে। সে অনেক বড় বড় ইনিংস খেলেছে। যখন খেলেছে, আমরা আন্ডারডগ দল ছিলাম। ওই সময় ভারত ও শ্রীলঙ্কার সঙ্গে বড় বড় সেঞ্চুরি করেছে।’ বাংলাদেশ সফরে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে আয়ারল্যান্ড। সেই সিরিজে কোচের দায়িত্ব পালন করবেন আশরাফুল। সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১১ নভেম্বর। সিলেটে প্রথম টেস্টের পর মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৯ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুটি ম্যাচ চট্টগ্রামে ২৭ ও ২৯ নভেম্বর। ২ ডিসেম্বর মিরপুরে শেষ ম্যাচ।
মন্তব্য করুন