

যুব সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন শরীয়তপুর–৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।
রোববার (২১ ডিসেম্বর) বিকেলে শরীয়তপুর সদর উপজেলার বুড়িরহাট উচ্চ বিদ্যালয় মাঠে যুব সমাজের উদ্যোগে আয়োজিত বুড়িরহাট সুপার লিগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির অন্যতম একটি হচ্ছে যুব সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত রাখা। খেলা-ই যুবকদের সুস্থ ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার সবচেয়ে কার্যকর মাধ্যম। এ জন্য জেলার প্রতিটি মাঠে নিয়মিত খেলার আয়োজন নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, খেলা শুধু মাদক থেকে দূরে রাখে না, এটি শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই শিক্ষার্থীদের রুটিন মেনে পড়াশোনার পাশাপাশি খেলায় অংশগ্রহণ করা অত্যন্ত প্রয়োজন।
তিনি অভিযোগ করে বলেন, শরীয়তপুর জেলায় পর্যাপ্ত খেলার মাঠ থাকলেও অধিকাংশ মাঠ বর্তমানে খেলার অনুপযোগী হয়ে পড়েছে। এসব মাঠ কীভাবে দ্রুত খেলার উপযোগী করা যায়, সে বিষয়ে আমরা ইতোমধ্যে কাজ শুরু করেছি। খুব শিগগিরই মাঠগুলো সংস্কার করে যুবকদের মাঠে ফেরাতে হবে।
অনুষ্ঠানের আগে তিনি তার নির্বাচনি এলাকার বিভিন্ন পরিত্যক্ত খেলার মাঠ পরিদর্শন করেন এবং সেগুলো খেলার উপযোগী করে তুলতে স্থানীয়দের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
রুদ্রকর ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি বদরউদ্দিন হাওলাদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর–১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাঈদ আহমেদ আসলাম।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম, জেলা বিএনপির সহ-সভাপতি সিরাজুল হক মোল্লা, জেলা দায়রা ও জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মনিরুজ্জামান খান দিপু, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট মৃধা নজরুল কবিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলায় চামটা একাদশ টাইব্রেকারে আটং একাদশকে ৪–৩ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করে। খেলা শেষে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
মন্তব্য করুন