

শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশি পর্যটকদের জন্য জরুরি বার্তা দিয়েছে হাইকমিশন। ভূমিধস নিয়ে দেশটিতে সতর্কবার্তা জারি হওয়ায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ বার্তা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আগামী ২৪ ঘণ্টার জন্য ক্যান্ডি ও নুয়ারা এলিয়ার কিছু এলাকায় সর্বোচ্চ মাত্রার ‘লেভেল-৩ (রেড)’ আগাম ভূমিধস সতর্কীকরণ বার্তা জারি করেছে। এছাড়া, বাদুল্লা, কুরুনেগালা ও মাতালের আরও কিছু জায়গায় দ্বিতীয় সর্বোচ্চ ‘লেভেল-২ (আম্বর)’ সতর্কতা জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা বাংলাদেশি পর্যটকসহ সকলকে অনুরোধ করছি- অনুগ্রহ করে শান্ত থাকুন, নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন এবং স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করুন। আপনাদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।
মন্তব্য করুন